How to Become DSP: কিভাবে পুলিশের DSP অফিসার হবে? যোগ্যতা, পরীক্ষা খুঁটিনাটি জেনে নাও

How to Become DSP Eligibility Exam Details

খাঁকি উর্দির স্বপ্ন কমবেশী অনেকেই দেখে থাকে, আর যদি তা হয় DSP পদমর্যাদার অফিসারের উর্দি তবে তা আকাশের চাঁদ হাতে পাওয়ার মত ব্যাপার। DSP শব্দটা তোমরা কখনো না কখনো নিশ্চয়ই শুনে থাকবে, কিন্তু কিভাবে হবে DSP!

আজকের এই প্রতিবেদনে সেই সংক্রান্ত সমস্ত তথ্য থাকবে। যোগ্যতা, পরীক্ষা সহ সমস্ত তথ্যাদি থাকতে চলেছে আজকের এই প্রতিবেদনে। বিস্তারিত জানতে চাইলে সমগ্র প্রতিবেদনটি তোমাদের অবশ্যই পড়তে হবে।

DSP কি? DSP হতে কি কি যোগ্যতা লাগবে? (Eligibility Criteria to become DSP)

DSP – এর পুরো কথা হল – Deputy Superintendent Of Police; এটি পুলিশের অফিসার পদমর্যাদার একটি পদ।

পুলিশের DSP – হতে গেলে যে সমস্ত যোগতাগুলি থাকতে হবে সেগুলি হল –

  • শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীদের অবশ্যই UGC – স্বীকৃত কোন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক (Graduate) হতে হবে।
  • ভারতীয় নাগরিক হতে হবে।
  • প্রার্থীদের বয়স সর্বোচ্চ 30 বছর এবং সর্বনিম্ন 21 বছর হতে হবে। তবে, ST/ST/OBC – দের ক্ষেত্রে বয়সের কিছুটা ছাড় রয়েছে।
  • শারীরিক যোগ্যতা হিসাবে পুরুষ প্রার্থীদের ন্যূনতম Height 168 cm এবং মহিলা প্রার্থীদের নূন্যতম Height 155 cm হতে হবে।

DSP হতে কোন পরীক্ষা দিতে হবে? (Exam Details)

তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি State Public Service Commission – গুলি দ্বারা আয়োজিত Civil Services – পরীক্ষার মাধ্যমে তোমরা DSP হতে পারবে।

প্রসঙ্গত, তোমাদের জানিয়ে রাখি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে WBCS (West Bengal Civil Services) Group-B পরীক্ষার মাধ্যমে কোন প্রার্থী যদি WBPS পুলিশ সার্ভিসে জয়েন করে, তবে তাদের প্রথম পোষ্টিং সরাসরি DSP থেকে শুরু হয়।

মিস করবেন না: WBCS Exam: কিভাবে WBCS হবে? সিভিল সার্ভিস পরীক্ষা, যোগ্যতা খুঁটিনাটি তথ্য থেকে পদের নাম!

Selection Process – কি কি রয়েছে?

তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি DSP হতে গেলে নির্দিষ্ট পরীক্ষায় তোমাদের appear হতে হবে এবং সেক্ষেত্রে যেকটি ধাপের মধ্যে দিয়ে তোমাদেরকে যেতে হবে সেগুলি হল –

  • Preliminary Examination
  • Mains Examination
  • PET (Physical Efficiency Test)
  • Medical Examination
  • Interview

Exam Pattern এবং Syllabus: অন্যান্য পরীক্ষার মতোই DSP – হতে গেলে নির্দিষ্ট Exam Pattern এবং Syllabus রয়েছে, এটি দেখে নিতে হবে।

বিস্তারিত দেখুন: WBCS New Exam Pattern: পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষার লেটেস্ট প্যাটার্ন, দেখে নিন

DSP-এর Salary (মাইনে অন্যান্য সুযোগ-সুবিধা)

আসলে এই ধরনের পোস্ট বা মর্যাদাপূর্ণ স্বপ্নের চাকরিকে কোনদিনই টাকার বা স্যালারির দিক থেকে দেখা উচিত নয়। যে পরিমাণ সম্মান, রাজনৈতিক যোগাযোগ এবং সর্বোপরি প্রশাসনিক ক্ষমতা থাকে তা যথেষ্ট প্রশংসার।

বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে বর্তমানে DSP – পদমর্যাদার অফিসারের Salary 56,100 টাকা থেকে শুরু হয়, তবে এর সঙ্গে অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধা, গাড়ি থাকে। উল্লেখ্য, রাজ্য ও শহর অনুযায়ী এটি কম বেশি হতে পারে।

আরো দেখবেন: WBPSC All Exam List: পিএসসি অন্তর্গত কি কি সরকারি চাকরির পরীক্ষা রয়েছে? সমস্ত তথ্য

আশা করছি আজকের এই প্রতিবেদন তোমাদের উপকারে আসবে। প্রতিনিয়ত এরকম নিত্য নতুন ক্যারিয়ার সম্পর্কিত এরকমই বিস্তারিত প্রতিবেদন সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করতে পারো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা রইল।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram