HS 1st/3rd Sem Exam Duration: উচ্চ মাধ্যমিক সেমিস্টারের MCQ পরীক্ষার সময় কত? দেখে নাও

WBCHSE HS Semester MCQ Exam Duration 2024

২০২৪ সালের মাধ্যমিক (Madhyamik) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে উচ্চ মাধ্যমিকের (Higher Secondary) প্রথম সেমিস্টারে ভর্তি হয়েছো, তাদের সকলের জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট দেব। তোমাদের এই নতুন সেমিস্টার সিস্টেম পড়াশোনা প্যাটার্ন এ প্রথম সেমিস্টারের MCQ (Multiple Choice Questions) পরীক্ষা সময় কতটা থাকবে? আগে থেকে সময় এবং অন্যান্য তথ্য জানা থাকলে পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সুবিধা হবে।

   

WBCHSE HS Semester MCQ Exam Duration: সেমিস্টার MCQ পরীক্ষায় কত সময় পাবে?

HS Semester MCQ পরীক্ষা নতুন সেমিস্টার সিস্টেমের মূল্যায়ন পদ্ধতি যেখানে তোমাদেরকে প্রশ্নের সঠিক উত্তর বেছে নিতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য কয়েকটি 4 টি বিকল্প উত্তর থাকে, আর তোমাদের সঠিক উত্তর নির্বাচন করতে হবে।

পরীক্ষার সময়সীমা (Duration of the Exam)

প্রজেক্ট সাবজেক্ট গুলিতে 40 টি প্রশ্ন থাকবে, এবং প্রাকটিকাল সাবজেক্ট গুলোতে ৩৫টি প্রশ্ন থাকবে, উভয়ের জন্যই MCQ পরীক্ষার সময়সীমা 1 ঘন্টা 15 মিনিট (75 মিনিট) নির্ধারণ করা হয়েছে।

WBCHSE Semester System Marks & Exam Duration Official Notification
WBCHSE Semester Wise Marks & Exam Duration (Official Notice)
বিষয় (Subject)পূর্ণমানসময়
প্রজেক্ট সাবজেক্ট – Project Based Subject
(বাংলা, ইংরেজি, গণিত, ইতিহাস, দর্শন, সংস্কৃত, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ইত্যাদি)
40
1 hour 15 Minutes
প্রাকটিক্যাল সাবজেক্ট – Practical Based Subject
(ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ভূগোল, কম্পিউটার ইত্যাদি)
35

গুরুত্বপূর্ণ: HS Semester Class 11: একাদশ সেমিস্টার সূচী! প্রজেক্ট, ল্যাব ফাইনাল পরীক্ষা! সম্পূর্ণ সূচী

MCQ পরীক্ষার প্যাটার্ন ও অন্যান্য বিবরণ

MCQ পরীক্ষায় তোমাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হবে, যা তোমাদের পাঠ্যক্রমের উল্লেখিত গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর উপর ভিত্তি করে। এমসিকিউ পরীক্ষার প্যাটার্ন ইতিমধ্যেই তোমাদেরকে একটা আপডেট দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে তার লিংক দেওয়া রইল দেখে নিও।

বিস্তারিত: HS Semester MCQ Pattern: উচ্চ মাধ্যমিক সেমিস্টারে MCQ প্রশ্ন, 4 অপশন কি রকম হবে?

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) তথ্য অনুযায়ী, ২০২৪ সালের উচ্চমাধ্যমিক প্রথম সেমিস্টারের MCQ পরীক্ষা ১৩ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

তোমাদের সবার জন্য শুভকামনা রইলো। প্রস্তুতি ভালো করে নাও এবং আত্মবিশ্বাসের সঙ্গে ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করুন এবং ভালো ফলাফল অর্জন করুন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram