WBCHSE HS 1st Sem Books Update 2024: মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে তিন সপ্তাহ অতিক্রান্ত, ভর্তি প্রক্রিয়া প্রায় শেষ কিন্তু এখনো পড়ুয়াদের হাতে আসেনি নতুন ক্লাসের বই! শুনতে এরকম অবাক লাগলেও এটাই বর্তমান পরিস্থিতি। সরকারের দেওয়ার কথা ছিল একাদশ ও দ্বাদশে বাংলা এবং ইংরেজির বই, তাও এখনও পড়ুয়াদের হাতে আসেনি।
এই বছর ২০২৪ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা সিমেস্টার পদ্ধতিতে হবে। এই নতুন পদ্ধতিতে একাদশ প্রথম সেমিস্টার পরীক্ষা সেপ্টেম্বরে দিতে হবে। এই বই সংকটে পড়ুয়া, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক হতাশা দেখা দিয়েছে। এত কম সময়ে সিলেবাস সম্পূর্ণ হবে কি করে, তাহলে কি পরীক্ষা পিছিয়ে যাবে? সংসদের তরফ থেকে কি আপডেট দিয়েছে সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয়, সমস্ত কিছু জানবে আজকের পোস্টে।
একাদশ শ্রেণীর নতুন বই আসতে দেরি: প্রকাশকদের আপডেট
প্রকাশকদের দাবি, নতুন পাঠ্যক্রম অনুযায়ী বই তৈরিতে সময় বেশি লেগেছে। বই প্রকাশের যোগ্য হয়ে গেলেও যতক্ষণ না সেগুলি লাইসেন্স এবং টেক্সটবুক নম্বর পাচ্ছে সেগুলি কিন্তু বিক্রির জন্য বাজারে আসতে পারে না। আর এখানেই বেশিরভাগ প্রকাশক জানিয়েছেন টেক্সট বুক (টিবি) নম্বর দেওয়ার প্রক্রিয়া দেরি হচ্ছে।
পরীক্ষা তারিখ সহ বিস্তারিত: HS Semester Class 11 Academic: একাদশ সেমিস্টার সূচী! ক্লাস, প্রজেক্ট, ফাইনাল পরীক্ষা! দেখে নাও
সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের বক্তব্য: সুখবর!
সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেছেন, “পড়ুয়াদের বিনামূল্যে দেওয়া বাংলা ও ইংরেজি বই ছাপা হয়ে গেছে এবং দ্রুত স্কুলে পাঠানো হবে। বর্তমানে নির্বাচনের কারণে, কিছুটা হলেও কার্যকলাপ ধীর হয়ে পড়েছে।”
নতুন পাঠ্যক্রম অনুযায়ী লেখা একাদশের বিজ্ঞানের কিছু সহায়িকা বই ইতিমধ্যেই বাজারে এসেছে এবং পড়ুয়ারা তা পড়ছে। বিজ্ঞান, কলা এবং বাণিজ্য শাখার বই খুঁটিয়ে দেখার কাজ প্রায় শেষ এবং টিবি নম্বর দেওয়ার কাজ দ্রুত চলছে। এই বইগুলোও দ্রুত বাজারে আসবে।
Arts. Science, Commerce সমস্ত সেমিস্টার ভিত্তিক সিলেবাস | HS New Syllabus |
WBCHSE Bengali Text Book: নতুন একাদশ শ্রেণীর বাংলা বই! | Book PDF |
WBCHSE English Text Book: একাদশ শ্রেণীর নতুন ইংরেজি বই | Book PDF |
আমাদের তরফ থেকে আমরা ইতিমধ্যে ছাত্র-ছাত্রীদের বাংলা এবং ইংরেজি এই দুটি বিষয়ের ডিজিটাল ই বুক দেওয়ার চেষ্টা করেছি যাতে ছাত্রছাত্রীরা পড়াশোনাটা শুরু করতে পারে। কিন্তু বাকি বিষয় গুলির জুন মাসের প্রথম সপ্তাহে ছাত্রছাত্রীরা হাতে বই পেয়ে যাবে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »