HS 2024 All Pass: মাত্র ১০ পেলেই পাশ উচ্চমাধ‍্যমিক! কি জানালেন মুখ্যমন্ত্রী? অবশ্যই দেখে নাও

HS 2024 All Pass

WBCHSE HS 2024 All Pass: ফের রাজ‍্য জুড়ে সকল উচ্চমাধ‍্যমিক পরীক্ষার্থীদের জন‍্য সুখবর। ঊচ্চমাধ‍্যমিক পরীক্ষা চলাকালীন সময়ে বড়সড় ঘোষনা করলেন মুখ‍্যমন্ত্রী। চলতি বছরের ও আগামী বছরের পরীক্ষার্থীরা এই বিষয়টি অবশ্যই জেনে রাখো।

   

উচ্চমাধ্যমিকে সবাই পাস! কেন এরকম বলা হচ্ছে ?

প্রসঙ্গত কী বললেন মুখ‍্যমন্ত্রী? মুখ‍্যমন্ত্রীর বক্তব‍্য, আগে উচ্চমাধ‍্যমিক পরীক্ষায় ছাত্রছাত্রীরা অধিকাংশ ৬০/৭০ পেলেও সম্প্রতি বেশ কিছু বছর ধরে নম্বরের হারের মাত্রা বেড়েছে। এখন মাধ‍্যমিক বা উচ্চমাধ‍্যমিক পরীক্ষারগড় নম্বর দাড়ায় ৮৫/৯০ এর উপরে। ICSE/CBSE বোর্ডের সঙ্গে টেক্কা দিয়ে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জাতীয় স্তরে উত্তীর্ণ করতে এবং জাতীয় স্তরে সকল রকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে অনুপ্রানিত করতে মমতা বন্দ‍্যপাধ‍্যায়ের এই সিদ্ধান্ত।

কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী?

পাশাপাশি এটাও জানিয়েছেন মুখ‍্যমন্ত্রী, আগে পরীক্ষায় ৫০/৬০ শতাংশ নম্বর গড়ে দেওয়া হলেও চলতি বছরে মোট লিখিত পরীক্ষার উপর ৮০/৯০ শতাংশ নম্বর দেওয়া হবে। অর্থাৎ পরীক্ষার্থীরা পরীক্ষায় লিখিত অংশের ভিত্তিতে প্রত‍্যেক পশ্নের বিপরীতে যে নম্বর দেওয়া থাকবে তার ৮০ থেকে ৯০ শতাংশ নম্বর দেওয়া হবে। অন‍্যদিকে আরও জানিয়েছেন মুখ‍্যমন্ত্রী, ৫০% নম্বরই নয়, মাত্র ১০ নম্বর পেলেই উচ্চমাধ‍্যমিক পাস করতে পারবেন পরীক্ষার্থীরা। অর্থাৎ নম্বর তোলার ক্ষেত্রে কোন বিধিনিষেধ থাকছে না।

অবশ্যই পড়ুন » HS Marks vs Grade: উচ্চমাধ্যমিকে কত নাম্বারে কোন গ্রেড? দেখেনিন বোর্ডের নতুন নিয়ম

প্রোজেক্ট জমা দিলেই পাশ উচ্চমাধ‍্যমিকে?

তবে ছাত্রছাত্রীদের মনে এখনও একটি প্রশ্ন আছে, প্রোজেক্ট বা প্র‍্যাকটিক‍্যাল না জমা দিয়ে কী উচ্চমাধ‍্যমিক পাস করা যাবে? উত্তর হল- না। প্রত‍্যেক ছাত্রছাত্রীদের উচ্চমাধ‍্যমিকে বসার আগে অবশ্যই তাদের প্রোজেক্ট ওয়ার্ক ও প্র‍্যাকটিক‍্যালগুলি জমা করতে হবে। তবে এবারে বেশ কিছু স্কুলে প্রোজেক্ট ওয়ার্ক জমা নেওয়া হয়নি, এবারে তা ছাড় দেওয়া হলেও পরের বার থেকে ফাইনাল পরীক্ষার আগে সকল ছাত্রছাত্রীদের অবশ্যই প্র‍্যাকটিক‍্যাল ও প্রোজেক্ট জমা করতে হবে।

অবশ্যই পড়ুন » HS 2024 Result Date: উচ্চমাধ‍্যমিকের রেজাল্ট কবে বেরোবে? তারিখ জানাল সংসদ! অবশ্যই দেখে নিন।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট » https://wbchse.wb.gov.in/

উল্লেখ‍্য, এবারে ছাত্রছাত্রীদের নম্বরের ক্ষেত্রে কোন কড়া নিয়ম নেই ফলে সকল ছাত্রছাত্রীরা যে ভালো মানের নম্বর পেতে চলেছেন তা আশা করা যেতে পারে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram