WBCHSE Uchcha Madhyamik Higher secondary 2024 Result Date: পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষা রেজাল্ট কবে দেবে? সম্ভাব্য তারিখ জানালো পর্ষদ, উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হতে না হতেই ফের গুরুত্বপূর্ণ আপডেট। কবে ফলাফল প্রকাশিত হবে? আশঙ্কায় অনেকেই। ২০২৪ এর উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হতে চলেছে তা জানাল উচ্চমাধ্যমিক শিক্ষা সাংসদ। কবে বেরোবে রেজাল্ট দেখে নিন!
উচ্চ মাধ্যমিক 2024 রেজাল্ট নিয়ে শিক্ষামন্ত্রীর ও সংসদ সভাপতি প্রেস কনফারেন্স
রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বৈঠকে জানান, সম্ভাব্য মে মাসের মধ্যেই পরীক্ষার ফলাফল হাতে পেয়ে যাবেন পরীক্ষার্থীরা। তবে নির্দিষ্টভাবে কোন তারিখ উল্লেখ করা হয়নি। তবে এই সুত্রে এটাই ধরে নেওয়া যাচ্ছে, আগামী ৯০ দিনের মধ্যে পরীক্ষার্থীরা রেজাল্ট হাতে পেয়ে যাবেন। বিগত বছরে দুমাসের মধ্যেই উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছিল।
তবে এবার তার থেকেও দ্রুত হবে বলে মনে করা হচ্ছে কেননা এবার পরীক্ষকরা খাতা দেখে অনলাইনে সাংসদের কাছে প্রাপ্ত নম্বর সাবমিট করবেন। সব পদ্ধতি ঠিকঠাক ভাবে চললে উচ্চমাধ্যমিকের ফল প্রত্যাশিত তারিখের আগেই প্রকাশ করা যাবে বলে জানিয়েছেন উচ্চমাধ্যমিক সাংসদের সভাপতি।
HS Result Date 2024: কবে প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফলাফল?
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষা সাংসদের সভাপতিত্বে ব্রাত্য বসুর বক্তব্য, “সাধারত প্রত্যেক বারেই উচ্চমাধ্যমিকর পরীক্ষা হয়ে যাবার ৯০ দিনের মাথাতেই ফল প্রকাশ করা হয়। তবে এবার প্রত্যাশিত তারিখের আগেই ফলপ্রকাশ করতে পারব বলে মনে হচ্ছে কেননা সব পরীক্ষকরাই অনলাইন মারফত নম্বর সাবমিট করবেন ফলে যথেষ্ট তাড়াতাড়ি আমরা বাকি প্রসেস টা সেরে নিতে পারব।”
পাশাপাশি শিক্ষা সাংসদের সভাপতি জানান, “গননা অনুসারে পরীক্ষা শেষের ৯০ দিনের মাথায় ফলাফল প্রকাশ করার কথা। তবে এখন মে তেই কী ফলাফল প্রকাশিত হবে এবং হলেও কোন সপ্তাহে হবে না নিয়ে ইতিমধ্যে কিছু নির্দিষ্টভাবে বলা সম্ভব নয়।”
মিস করবে না! Students Internship Scheme: নতুন প্রকল্পে মাসে ১০০০০ টাকা পাবে ছাত্র-ছাত্রীরা! কবে থেকে আবেদন জেনে নিন
WBCHSE Result 2024
পরীক্ষা বোর্ড | পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ |
উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ২০২৪ সম্ভাব্য তারিখ | মে মাসে দ্বিতীয় সপ্তাহের পর (এটা সম্ভাব্য তারিখ), যথার্থ তারিখ পরবর্তীকালে অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ দিয়ে জানানো হবে। |
অফিসিয়াল নোটিফিকেশন কাউন্সিলের ওয়েবসাইট | https://wbchse.wb.gov.in/ |
অবশ্যই দেখো » Yogyashree Prakalpa: জেনারেল থেকে OBC সবাই পাবে যোগ্যশ্রী প্রকল্পের সুবিধা! বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর
WBCHSE HS Result 2024 Uchcha madhyamik: প্রসঙ্গত, বিগত বছরে দ্রুততার সঙ্গেই উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়। সেই থেকেই ধারনা, ফলাফল প্রকাশ হতে পারে মে তেই। বিগত বছরে উচ্চমাধ্যমিক শুরু হয়েছিল ১৪ ই মার্চ ও শেষ হয়েছে ২৭ শে মার্চ। পাশাপাশি বিগত বছরের উচ্চমাধমিকের ফলাফল ঘোষনা করা হয় ২৪ শে মে। অর্থাৎ দুমাসের মাথায় দ্রুততার সঙ্গে সম্পূর্ণ বিষয়টি করা হয়।
তবে এবছরেও যে সাংসদ এটি করতে সক্ষম হবে, তা নিয়ে কারোর কোন সন্দেহ নেই। এবারে অনলাইন মাধ্যমের দৌলতে আরও দ্রুত রেজাল্ট আউট হতে পারে। তবে আসন্ন লোকসভা ভোটের উপর পরীক্ষার ফলাফল ঘোষনার তারিখের উপর অনেকাংশে নির্ভর করছে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »