HS 2025: উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে বড় আপডেট দিল সংসদ! অবশ্যই দেখে নিন

Anjan Mahata

Updated on:

WBCHSE HS Exam 2025 Exam Form Fill Up Date School

২০২৫ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় আপডেট দিলে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ! ইতিমধ্যে বিভিন্ন স্কুলে স্কুলে চলছে ফাইনাল পরীক্ষার ফর্ম ফিলাপ! ইতিমধ্যে স্কুলের প্রজেক্ট জমা এবং প্রাকটিক্যাল পরীক্ষাও ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে হয়ে গিয়েছে, তার নম্বর এবার অনলাইনে পোর্টালে সরাসরি জমা করবেন সংশ্লিষ্ট স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা। তার আগেই ফরম ফিলাপ নিয়ে বিশেষ ঘোষণা করল সংসদ, আজকের প্রতিবেদন

   

WB HS Exam: বাড়তি ফি ছাড়াই করা যাবে উচ্চ মাধ্যমিকের ফরম ফিলাপ!

১৬ ডিসেম্বর WBCHSE সংসদের তরফ থেকে অফিসিয়াল ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উচ্চমাধ্যমিক ফাইনাল পরীক্ষার ফরম ফিলাপ স্কুলের করার তারিখ বাড়িয়ে একুশে ডিসেম্বর (21/12/2024) করা হয়েছে। একুশে ডিসেম্বর পর্যন্ত ছাত্রছাত্রীরা কোন রকম লেট ফি (Late Fee) ছাড়াই ফরম ফিলাপ করতে পারবে, এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষকদের বাড়তি নজর দিতে বলা হয়েছে।

আগের বছর থেকেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এর নম্বর অনলাইনে জমার জন্য পোর্টাল চালু করেছিল উচ্চ মাধ্যমিক সংসদ এবারও তা একইভাবে হবে। কাজেই পরবর্তীকালে তৎপরতার সঙ্গে রেজাল্ট প্রকাশ করতে পারবে সংসদ, এবং ভুল ত্রুটির সম্ভাবনা অনেকটাই কমে যাবে

HS পরীক্ষার ফরম ফিলাপ সংক্রান্ত সংসদের নোটিশ
No.: L/PR/460/2024 Date: 16/12/2024
Download Notice

বিজ্ঞান, আর্টস বিভাগের ছাত্র-ছাত্রীদের শেষ মুহূর্তের প্রস্তুতি

ছাত্র-ছাত্রীদের শেষ মুহূর্তে প্রস্তুতি এবং প্র্যাকটিসে আমরা সর্বোচ্চভাবে সহায়তা করছি! যারা এখনই আমাদের সাথে যুক্ত হওনি, পরীক্ষার সমস্ত আপডেট পাশাপাশি শেষ মুহূর্তের বিষয়ভিত্তিক সাজেশনও আমরা তোমাদের আগের বছরের মতো এই বছরও দিতে চলেছি

টেস্ট পেপার সেট

শেষ দুমাস, সময় ধরে প্র্যাকটিস করো, আর উচ্চমাধ্যমিক পরীক্ষাতে নিজের সেরাটা দাও।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram