নতুন সেমিস্টার সিস্টেমে ইংরেজি বিষয়ে আমূল পরিবর্তন এসেছে প্রশ্ন প্যাটার্ন এবং নম্বর বিভাজনে। পুরাতন সিলেবাস এর সঙ্গেও কিছুটা সামঞ্জস্য থাকলেও নতুনভাবে ঢেলে সাজানো হয়েছে পুরোটা। সেজন্যই সহজভাবে আর ছাত্রছাত্রী সহ টিচারদের জন্য ইংরেজি দ্বিতীয় সেমিস্টারের কিভাবে প্রশ্ন থাকছে তা সহজ করে বোঝানো হলো।
HS Class 11 2nd Semester English Question Pattern & Marks: দ্বিতীয় সেমিস্টার ইংরেজি
একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টারের ইংরেজি সিলেবাসে রয়েছে– পাঠ্য পুস্তকের ৪টি গল্প (Prose), ২টি কবিতা (Verse), র্যাপিড রিডারের (Rapid Reader) ৩টি গল্প। সাথে রয়েছে নন-টেক্সুয়াল গ্রামার (Non-textual Grammer) এবং রাইটিং (Writing)।
এই যে গল্প বা কবিতাগুলি রয়েছে, এগুলি থেকে কয়টি করে প্রশ্ন পরীক্ষাতে আসবে? এবং কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে? – নিচে প্রশ্ন প্যাটার্ন ও নম্বর বিভাজন এর তালিকা সম্পূর্ণ দেওয়া হলো:
নম্বর বিভাজন এবং প্রশ্নের ধরন ও বিভাজন
পাঠ্য | নম্বর বিভাজন | প্রশ্নের ধরন ও বিভাজন |
---|---|---|
গল্প (Prose) | মোট প্রশ্নমান 10 নম্বর (2*2=4) + (6*1=6) = 10 | চারটি 2 নম্বরের প্রশ্নের মধ্যে দুইটি প্রশ্নের উত্তর এবং তিনটি 6 নম্বরের প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। |
কবিতা (Verse) | মোট প্রশ্নমান 10 নম্বর (2*2=4) + (6*1=6) = 10 | চারটি 2 নম্বরের প্রশ্নের মধ্যে দুইটি প্রশ্নের উত্তর এবং দুটি 6 নম্বরের প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। |
র্যাপিড রিডারের (Rapid Reader) | মোট প্রশ্নমান 5 নম্বর 5*1=5 | তিনটি 5 নম্বর প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। |
নন-টেক্সুয়াল গ্রামার (Non-textual Grammer) | মোট প্রশ্নমান 5 নম্বর 1*5 অথবা (2*1)+(0.5*6)=5 | সরাসরি পাঁচটি 1 নম্বরের প্রশ্ন থাকবে। |
রাইটিং (Writing) | মোট প্রশ্নমান 10 নম্বর 10*1 বা 5*2=10 | একটি ১০ নম্বরের রাইটিং থাকবে এবং দুটি 5 নম্বরের রাইটিং থাকবে। যার মধ্যে একটি 10 নম্বর অথবা দুটি 5 নম্বর রাইটিং লিখতে হবে। |
সংক্ষিপ্ত বিশ্লেষণধর্মী প্রশ্ন (Short answer type)
✅ 2 নম্বরের যে প্রশ্নগুলি থাকবে তা সংক্ষিপ্ত বিশ্লেষণধর্মী প্রশ্ন (Short answer type) থাকবে; যেমন-
- “This grew, I gave command and all smile stopped together” What character of the Duke is revealed here?
- How did the Duchess respond to the white mule in her afternoon ride?
- What does Jimmy’s suitcase contain?
- How does Ben Price realise that Jimmy Valentine is the mastermind behind the recent burglaries?
সম্পূর্ণ রচনাধর্মী বা বিশ্লেষণধর্মী প্রশ্ন (Descriptive answer type)
5 বা 6 নম্বরের যে প্রশ্নগুলি থাকবে সেগুলি সম্পূর্ণ রচনাধর্মী বা বিশ্লেষণধর্মী প্রশ্ন (Descriptive answer type) থাকবে।
◾6 নম্বরের প্রশ্নগুলিকে 2+4 বা 3+3 -এইভাবে বিভক্ত থাকতে পারে অথবা সরাসরি 6 নম্বরের প্রশ্নও থাকতে পারে; যেমন-
- Establish Bacon as a Renaissance thinker from your observation of “Of Studies”. 06
- What is the theme of the story of “The Garden Party?” How does the form of a short story help to convey the theme? 3+3
- Consider “My Last Duchess” as a dramatic monologue. 06
◾ 5 নম্বরের প্রশ্নগুলিকে 2+3 -এইভাবে বিভক্ত থাকতে পারে অথবা সরাসরি 5 নম্বরের প্রশ্নও থাকতে পারে; যেমন-
- How did the neat-herd king solve the case of the Brahmin? 05
- How did the mendicant who wished to be perfect play his role to both the princes? How did the younger brother save the elder one? 3+2
১০ নম্বরের রাইটিং (10 Marks Writing)
◾একটি 10 নম্বরের প্যারাগ্রাফ রাইটিং থাকবে অথবা একটি 5 নম্বরের ফরমাল লেটার এবং একটি 5 নম্বরের ইভেন্ট রিপোর্ট থাকবে।; যেমন-
1. Write a paragraph about ‘Your Neighbour and Locality’ (150 words) 10
or,
2.1. Write a letter to the editor of an English newspaper about the need to raise awareness about animal rights among the public. 05
2.2. There was a ‘Tree Plantation Programme’ held in your school. Write an event report on this. 05
বাংলা দেখে নাও: HS 2nd Semester Bengali Question Pattern & Marks: একাদশ দ্বিতীয় সেমিস্টার বাংলা নম্বর বিভাজন, প্রশ্ন প্যাটার্ন!
ইংরেজি সিলেবাসের টিপস: কিভাবে পড়াশোনা ও স্ট্যাটিজি থাকবে?
ছাত্র-ছাত্রীরা তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে তোমাদের এই বিষয়ে কিছু টিপস দেওয়া হল।
- চারটি গল্প থেকে একটি করে ২ নম্বরের প্রশ্ন আসবে এবং মোট তিনটি ৬ নম্বরের প্রশ্ন আসবে। তার মধ্যে দুইটি ২ নম্বরের এবং একটি ৬ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। তো এক্ষেত্রে তোমরা যেকোনো তিনটি গল্প খুব ভালোভাবে পড়লে অবশ্যই তোমরা প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে।
- দুটি কবিতা থেকে দুটি করে ২ নম্বরের প্রশ্ন আসবে এবং একটি করে ৬ নম্বরের প্রশ্ন আসবে। যার মধ্যে দুটি ২ নম্বরের এবং একটি ৬ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। এক্ষেত্রে যদিতোমরা যেকোনো একটি কবিতা খুব খুব ভালোভাবে পড়ো তাহলে তোমরা অবশ্যই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে।
- র্যাপিড রিডারের, তিনটি গল্প থেকে একটি করে প্রশ্ন পরীক্ষায় আসবে যার মধ্যে শুধুমাত্র একটি প্রশ্নের উত্তর দিতে হবে। সেক্ষেত্রে তোমরা যেকোনো দুটি গল্প খুব ভালো করে পড়লে তোমরা অবশ্যই একটি প্রশ্নের উত্তর দিতে পারবে।
একাদশ শ্রেণি দ্বিতীয় সেমিস্টার প্রস্তুতি (টার্গেট একাদশ ’হোয়াটসঅ্যাপ গ্রুপ) | Join Group |
সবশেষে, আমরা তোমাদের সমস্ত বিষয়ে সাহায্য করবো তোমাদের নোট বিষয় ভিত্তিক পড়াশোনা কোন চিন্তা করতে হবে না!তবে একটু সময় লাগবে যেহেতু নতুন সিলেবাস আমরাও নিজেরাও কাজ করছি এর উপরে কিন্তু পরীক্ষার আগে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে তোমাদেরকে প্রস্তুতি আমরা করিয়ে দেব। আমাদের সঙ্গে যুক্ত থাকো পরবর্তী সকল প্রকার আপডেট পাওয়ার জন্য।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »