HS 2nd Semester: ছুটির পরেই দ্বিতীয় সেমিস্টারের প্রশিক্ষণ! ক্লাস শুরু কবে? নোটিশ উচ্চমাধ্যমিক সংসদের

WBCHSE 2nd Semester Class 11 Orientation Class Start Update 2024-25

WBCHSE 2nd Semester Class 11 Orientation and Class Start Update 2024-25: পুজোর রেশ কাটতে না কাটতেই উচ্চমাধ্যমিক একাদশের ছাত্র-ছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। পুজোর পরেই উচ্চমাধ্যমিকের দ্বিতীয় সেমিস্টারের প্রশিক্ষণ প্রক্রিয়া শুরু করা হবে। ৬ নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে সকল উচ্চমাধ্যমিক স্তরের স্কুলগুলিকে ধাপে ধাপে প্রশিক্ষণ দেওয়া হবে।

   

WBCHSE 2nd Semester: দ্বিতীয় সেমিস্টারের প্রশিক্ষণের বিষয় সংসদের বিজ্ঞপ্তি

একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের পরীক্ষা পুজোর আগেই শেষ হয়েছে। দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা হবে পারে জানুয়ারি মাসে। আর এই সীমিত সময়ের মধ্যেই পরবর্তী সেমিস্টারের সম্ভাব্য প্রশ্নের ধরন, প্রশ্নের নাম্বার বিভাজন, নির্ধারিত পাঠক্রম নিয়ে উচ্চমাধ্যমিকের শিক্ষক মহল এবং ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হবে।

অবশ্য এ প্রসঙ্গে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের বক্তব্য, উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের পূর্বেও ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের অফলাইনে এবং ভিডিও মারফত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। একইভাবে দ্বিতীয় পর্যায়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে যাতে উভয়পক্ষ পরবর্তীতে কোন সমস্যায় না পড়ে।

সেমিস্টার ভিত্তিতে প্রশ্নপত্রের ধরন (2nd Exam Pattern)

অনলাইন এবং অফলাইন উভয় প্রকার ওরিয়েন্টেশান পদ্ধতি শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের উপর বড়সড় প্রভাব ফেলতে পারে। প্রথম এবং তৃতীয় সেমিস্টারের প্রশ্নপত্রের ধরন হলো মাল্টিপল চয়েস ভিত্তিক বা এম সি কিউ ধরনের।

অন্যদিকে দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারের প্রশ্ন পত্রের ধরন হলো লং আনসার টাইপ (Long Answer Type Questions) কোশ্চেন বা বড় প্রশ্নপাশাপাশি কোন বিষয় কিভাবে মূল্যায়ন করা উচিত তাও বিস্তারিত আলোচনা করা হবে।

বড় আপডেট: WBCHSE Semester Result Marks: একেবারেই আপলোড হবে রেজাল্ট! উচ্চ মাধ্যমিক সেমিস্টারে

ক্লাস শুরু নিয়ে ও সিলেবাস সংক্রান্ত ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের উদ্বেগ

একাদশ শ্রেণির দ্বিতীয় সিমেস্টারের ক্লাস কিভাবে শেষ হবে তা নিয়ে শিক্ষকদের মনে বড় প্রশ্ন উঠেছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে যে লক্ষ্মীপুজো ও কালীপুজোর মধ্যে অনলাইনে ক্লাস নিতে হবে। কিন্তু অধিকাংশ স্কুলে অনলাইন ক্লাসের সাড়া খুব একটা পাওয়া যাচ্ছে না।

উচ্চমাধ্যমিক দ্বিতীয় সেমিস্টারলিংক
WBCHSE অরিয়েন্টেশন সংক্রান্ত নোটিশ এবং সম্পূর্ণ সময়সূচী
No.: L/PR/381/2024
Download PDF
একাদশ শ্রেণি দ্বিতীয় সেমিস্টার প্রস্তুতি (টার্গেট একাদশ ’25)Join Group

মিস করো না: HS Semester Supplementary Exam: একাদশ ও দ্বাদশ সাপ্লি পরীক্ষা, সেমিস্টারে ফেল? নিয়ম কানুন দেখে নাও

বিভিন্ন শিক্ষকদের মতে, অনলাইন ক্লাসের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা আগে থেকে না থাকায় শিক্ষার্থীরা সঠিকভাবে ক্লাসে অংশগ্রহণ করছে না। কাজেই নভেম্বরে অফলাইনে যতদিন না স্কুল ভালোভাবে খুলছে, পড়াশোনা কার্যত অনেকটাই পিছিয়ে পড়বে। এরকম আরো আপডেটেড খবর রাখতে আমাদের সঙ্গে থাকুন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram