পশ্চিমবঙ্গে উচ্চমাধ্যমিক স্তরের পড়ুয়াদের জন্য এক গুরুত্বপূর্ণ আপডেট, আজ (২৯ এপ্রিল, ২০২৫) প্রকাশ করেছে উচ্চমাধ্যমিক সংসদ (WBCHSE)। ছাত্রছাত্রী, শিক্ষক এবং অভিভাবকদের উদ্দেশ্যে এই নির্দেশনাটি জারি হয়েছে। গরমের ছুটিতেও বিশেষ ক্লাসের জন্য বিজ্ঞপ্তি, তার সঙ্গে তৃতীয় সেমিস্টারের পরীক্ষার (HS 3rs Semester Exam) আপডেট রয়েছে – বিস্তারিত জেনে নাও!
উচ্চমাধ্যমিকে গরমের ছুটিতে অনলাইন ক্লাস এবং পরীক্ষার আপডেট
তৃতীয় সেমিস্টারের পরীক্ষাকে কেন্দ্র করে এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে গ্রীষ্মকালীন ছুটির মধ্যেও পড়াশোনার কোনও ক্ষতি না হয়। বর্তমান শিক্ষাবর্ষের গুরুত্ব এবং সময়সীমা মাথায় রেখে অনলাইন ক্লাস চালু রাখার জন্য বোর্ড অনুরোধ জানিয়েছে।
যদিও এর আগেও একাধিকবার এরকম গ্রীষ্মের ছুটি, পুজোর ছুটিতে সিলেবাসের চাপে স্কুলগুলিকে একই নির্দেশ দিতে দেখা গিয়েছে, যদিও এইবারে নতুন সেমিস্টার সিস্টেমের ফাইনাল পরীক্ষাকে কেন্দ্র করে এই বিশেষ সিদ্ধান্ত।
বিজ্ঞপ্তির তারিখ | ২৯ এপ্রিল, ২০২৫ |
কর্তৃপক্ষ | পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) |
উদ্দেশ্য | গ্রীষ্মকালীন ছুটিতে তৃতীয় সেমিস্টারের ক্লাস অনলাইনে নেওয়ার অনুমতি |
ক্লাসের ধরন | অনলাইন (Online Mode) |
সম্ভাব্য পরীক্ষা সময় | সেপ্টেম্বর ২০২৫-এ তৃতীয় সেমিস্টারের ফাইনাল বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে |
WBCHSE 3rd Semester: অনলাইন ক্লাস ও সেমিস্টার পরীক্ষা নিয়ে বোর্ড কী বলেছে?
নোটিশ অনুযায়ী, সেমেস্টার III-এর ক্লাসগুলো গ্রীষ্মকালীন ছুটির সময় অনলাইনে পরিচালিত করার বিষয়ে বলা হয়েছে। তবে, এটি বাধ্যতামূলক নয় — শিক্ষক ও ছাত্রছাত্রীদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে ক্লাস চলবে। হেড অফ দ্য ইনস্টিটিউশন (HOI)-দের অনুরোধ করা হয়েছে যাতে তাঁরা এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ সেমেস্টার III-এর পরীক্ষা ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটি ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার অংশ হিসাবে বিবেচিত হবে।
আরো দেখো: HS Semester OMR Sheet অফিসিয়াল PDF ডাউনলোড! পরীক্ষা দেওয়ার নিয়ম
অফিশিয়াল বিজ্ঞপ্তি ও ডাউনলোড লিংক
This is for information to all concemed that, the classes of Semester III may be conducted on
online mode during the Summer Vacation on the basis of mutual understanding between teachers
and students. HOIs are requested to take necessary measures accordingly.
This notice is being issued keeping in mind about third semester examination' which is likely to be held in the month of September, 2025 as a part of Higher Secondary Examination 2026 under semester system.
তথ্য | লিংক |
---|---|
তৃতীয় সেমিস্টারের অনলাইন ক্লাস সম্পর্কিত WBCHSE বিজ্ঞপ্তি No: L/PR”/253/2025 Date:2910412025 | Download PDF → |
সেমিস্টার পরীক্ষার প্রস্তুতি, নোট সাজেশন অ্যাপ | EduTips App |
সংগ্রহ করে নিন: Class 12 HS 3rd Semester Bengali Book PDF: উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা বই
আপডেট-টি অবশ্যই সকলের মধ্যে শেয়ার করে দেবে, ছাত্রছাত্রীদের পড়াশোনায় কোনও ক্ষতি না হোক, সেই জন্যই বোর্ড এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এই ধরনের আপডেট, পরীক্ষা এবং বোর্ড সংক্রান্ত যাবতীয় তথ্য নির্ভরযোগ্যভাবে পেতে EduTips-এর সাথে যুক্ত থাকুন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »