প্রিয় উচ্চ মাধ্যমিক কমার্স ছাত্র-ছাত্রীগণ তোমাদের অ্যাকাউন্টেন্সি পরীক্ষা ২১শে ফেব্রুয়ারি হয়ে গিয়েছে। আশা করছি তোমাদের সবারই পরীক্ষা খুব ভালোই হয়েছে। অ্যাকাউন্টেন্সি পরীক্ষার প্রশ্নপত্র না পাওয়ার কারণে আমাদের পোষ্টের দেরি হয়েছে এর জন্য ক্ষমা করো। আর আজকের এই পোষ্টের মাধ্যমে উচ্চ মাধ্যমিক কমার্সের অ্যাকাউন্টেন্সি পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নপত্রে পিডিএফ উত্তরসহ আলোচনা করে দেওয়া হল।
HS Accountancy Question Paper 2024 | |
---|---|
পূর্ণমান | ৮০ নম্বর |
তারিখ | ২১শে ফেব্রুয়ারী, ২০২৪ (বুধবার) |
পরীক্ষার সময়সূচি | ৩ ঘন্টা ১৫ মিনিট |
প্রশ্নপত্রের পিডিএফ | PDF নিচে দেওয়া আছে |
HS Accountancy Question Paper 2024 (উচ্চ মাধ্যমিক অ্যাকাউন্টেন্সি প্রশ্নপত্র ২০২৪)
যেকোনো বোর্ডের পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে ওই বোর্ড পরীক্ষার বিগত বছরের প্রশ্নপত্র সম্পর্কে জেনে নেওয়া অত্যন্ত জরুরী। এর থেকে বোঝা যায় যে, কোন প্রশ্নগুলো এসে গিয়েছে এবং কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা সব থেকে বেশি। উচ্চ মাধ্যমিক কমার্স বিভাগের একটি গুরুত্বপূর্ণ বিষয় হল এই হিসাবশাস্ত্র। তো যে সমস্ত উচ্চমাধ্যমিক কমার্স ছাত্রছাত্রীরা বর্তমানে একাদশ শ্রেণিতে রয়েছো এবং ২০২৫ সালে উচ্চ মাধ্যমিক দেবে তাদের সবাইকে অবশ্যই এই প্রশ্নপত্র টি সংগ্রহ করে রাখতে হবে। প্রশ্নপত্রের পিডিএফ ডাউনলোড এর লিংক নিচে দেওয়া রইল। Download PDF বাটনে ক্লিক করে ডাউনলোড করে নাও।
HS Accountancy Question Paper 2024 (উচ্চমাধ্যমিক অ্যাকাউন্টেন্সি প্রশ্নপত্র ২০২৪) | 2.15 MB |
DOWNLOAD PDF | ✅️ |
আরও পড়ুন » HS 2024 Result Date: উচ্চমাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে? তারিখ জানাল সংসদ! অবশ্যই দেখে নিন।
HS Accountancy MCQ Question Answer (উচ্চ মাধ্যমিক অ্যাকাউন্টেন্সি এম.সি.কিউ প্রশ্নোত্তর)
উচ্চমাধ্যমিক হিসাবশাস্ত্র প্রশ্নপত্রের শুধুমাত্র MCQ গুলির উত্তর দেওয়া রইল। আর বড় প্রশ্নের উত্তর গুলো তোমরা তোমাদের বই থেকে দেখে নাও। প্রতিটি বইয়ে অবশ্যই সমস্ত প্রশ্নের উত্তরই পাওয়া যাবে। তো তোমরা শুধুমাত্র MCQ গুলোর উত্তর দেখে নাও।
1. (c) 2. (a) 3. (c) 4. (c) 5. (b) 6. (c) 7. (d) 8. (b) 9. (a) 10. (d) 11. (a) 12. (a) 13. (a) 14. (b) 15. (b) 16. (b) 17. (b) 18. (c) 19. (d) 20. (a) 21. (c) 22. (a) 23. (b) 24. (c) |
মিস করবে না! Open Book Exam: টুকলির দিন শেষ! বই খুলেই দেওয়া যাবে পরীক্ষা! কি সুবিধা হবে ছাত্রছাত্রীদের, কবে চালু দেখে নিন
তোমাদের পরীক্ষার রেজাল্ট খুব ভালো হোক, তোমরা জীবনে সফল হও। পরবর্তী বিভিন্ন ধরনের স্কলারশিপ, কলেজের ভর্তি, সমস্ত রকমের সুযোগ-সুবিধার আপডেট, কোর্স অনলাইনের বিভিন্ন সংবাদ বা আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকো। প্রয়োজনে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো এবং আমাদের সোশ্যাল মিডিয়া ফলো করতে পারো। তোমাদের গাইড করার দায়িত্ব আমাদের।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »