WBCHSE HS Art’s Semester System New Syllabus: উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে অলরেডি সেমিস্টার সিস্টেমের সম্পূর্ণ সিলেবাস প্রকাশ করা হয়ে গিয়েছে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নিয়ম অনুযায়ী এবারে প্রতিবছর দুটি সেমিস্টার হবে এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীতে মোট চারটি সেমিস্টারের পরীক্ষা হবে। ২০২৪ সালে যে সকল ছাত্র-ছাত্রী মাধ্যমিক পাস করে একাদশ শ্রেণীতে ভর্তি হবে তাদের নতুন সিলেবাসে পড়াশোনা করতে হবে এবং সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দিতে হবে।
WBCHSE HS Arts New Syllabus 2024 Semester System
উচ্চ মাধ্যমিক বাংলা এবং ইংরেজি বিষয়ের ক্ষেত্রে সিলেবাস আমূল পরিবর্তন করা হয়েছে এছাড়াও আর্টসের আরো কিছু বিষয়ের সিলেবাস অনেকটাই পরিবর্তন করা হয়েছে। আবার কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে সিলেবাসের তেমন একটা পরিবর্তন না করা হলেও প্রশ্ন কাঠামোতে অর্থাৎ প্রশ্নের প্যাটার্নে পরিবর্তন করা হয়েছে।
আজকের এই পোস্টে সংসদের তরফ থেকে একাদশ এবং দ্বাদশ শ্রেণির আর্টস বিভাগের যে সেমিস্টার পদ্ধতির নতুন সিলেবাস চালু করা হচ্ছে তার সমস্ত বিষয়ের সিলেবাস এবং প্রশ্ন প্যাটার্নের পিডিএফ নিচে দেওয়া রয়েছে। ছাত্র-ছাত্রীরা খুব সহজেই বিষয়ভিত্তিক pdf ডাউনলোড করে নিতে পারবে।
উচ্চ মাধ্যমিক কলা বিভাগের নতুন সিলেবাস (HS Arts New Syllabus)
২০২৪ সালের মাধ্যমিকের পর যে সকল ছাত্র-ছাত্রী আর্টস বিভাগ নিয়ে পড়াশোনা করব বলে ভাবছো এবং এখন থেকেই তোমরা পড়াশোনা শুরু করতে চাইছো তাহলে অবশ্যই তুমি যে যে বিষয়গুলি উচ্চ মাধ্যমিক স্তরে রাখতে চাও সেই সমস্ত বিষয়ে সিলেবাস এবং প্রশ্ন পাঠান ডাউনলোড করে নাও। এক্ষেত্রে নিচে সমস্ত বিষয়ের পাশে থাকা ডাউনলোড লিংকটিতে ক্লিক করে তোমরা সহজেই সেই বিষয়ের সিলেবাস এবং প্রশ্ন প্যাটার ডাউনলোড করে নিতে পারবে।
উচ্চ মাধ্যমিক আর্টসের নতুন সিলেবাস | |
বিষয় | সিলেবাস ডাউনলোড লিংক |
Political Science (POLS) | Download Pdf |
Philosophy (PHIL) | Download Pdf |
Sanskrit (SNSK) | Download Pdf |
Nutrition (NUTN) | Download Pdf |
Education (EDCN) | Download Pdf |
History (HIST) | Download Pdf |
Geography (GEGR) | Download Pdf |
Sociology (SOCG) | Download Pdf |
Anthropology (ANTH) | Download Pdf |
Modern Computer Application (COMA) | Download Pdf |
Environment Studies (ENVS) | Download Pdf |
Health and Physical Education (HPED) | Download Pdf |
Music (MUSC) | Download Pdf |
Visual Arts (VISA) | Download Pdf |
Applied Artificial Intelligence(APAI) | Download Pdf |
Human Development and Resource Management (HDRM) | Download Pdf |
Persian (PRSN) | Download Pdf |
Arabic (ARBC) | Download Pdf |
Agriculture (AGRI) | Download Pdf |
আরো আপডেট » HS Class 11 New Books 2024: উচ্চমাধ্যমিকের নতুন সিলেবাস বই কবে পাবে পড়ুয়ারা? অবশ্যই দেখে নাও
উপরোক্ত বিষয় ভিত্তিক সিলেবাস গুলো আশা করি তোমাদের সাহায্যকারী হবে, পরে যদি কিছু আপডেট হয় সেটাও তোমাদের জানানো হবে তার জন্য আমাদের সঙ্গে যুক্ত থাক।
আরও আপডেট »