Class 11 Semester 2 Computer Application Suggestion: একাদশ দ্বিতীয় সেমিস্টার কম্পিউটার অ্যাপ্লিকেশন সাজেশন!

Nitya Gorai

Published on:

Class 11 Semester 2 Computer Application Suggestion

উচ্চ মাধ্যমিক নতুন সেমিস্টার সিস্টেমে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ের লাস্ট মিনিট (Semester 2 Computer Application Last minute Suggestion) কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেশন হিসেবে তোমাদের সাথে শেয়ার করা হলো।

যদিও স্কুলের স্যাররাই প্রশ্ন করবেন তো সেক্ষেত্রে যারা পুরো সেমিস্টার ভালরকম ক্লাস করেছ, ক্লাস চলাকালীনই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো টিচাররা বলে দিয়ে থাকেন। শেষ মুহূর্তে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা দেখে যেতে পারো তাতে তোমাদের রিভিশন এবং প্র্যাকটিস দুটোই হয়ে যাবে।

Class 11 2nd Semester Computer Application Suggestion: কম্পিউটার অ্যাপ্লিকেশন সাজেশন

2 নম্বর প্রশ্ন (20টি)

  1. Linear এবং Non-linear data structure-এর মধ্যে পার্থক্য লেখ।
  2. Stack এবং Queue-এর মধ্যে পার্থক্য কী?
  3. Linked List ও Array-এর মধ্যে পার্থক্য কী?
  4. Half Duplex এবং Full Duplex-এর মধ্যে পার্থক্য কী?
  5. Phishing বলতে কী বোঝ?
  6. Malware কী? উদাহরণসহ লেখ।
  7. LAN ও WAN-এর মধ্যে পার্থক্য লেখ।
  8. Bubble Sort-এর Best case ও Worst case time complexity কী?
  9. Data Protection বলতে কী বোঝ?
  10. Digital Footprint কী?
  11. Binary Search কীভাবে Sorted Elements-এর মধ্যে সার্চ করে? ব্যাখ্যা কর।
  12. Cyber trolls ও Cyber bullying-এর মধ্যে পার্থক্য কী?
  13. Plagiarism বলতে কী বোঝ? এটি কিভাবে Copyright infringement-এর সাথে সম্পর্কিত?
  14. Computer Network কী? এটি কেন গুরুত্বপূর্ণ?
  15. Repeater, Hub এবং Router-এর মধ্যে পার্থক্য লেখ।
  16. E-waste Management কী? এটি কেন গুরুত্বপূর্ণ?
  17. Queue-এর Full এবং Empty Condition কিভাবে Check করা হয়?
  18. HTML কী? কেন এটি Markup Language বলা হয়?
  19. Network Architecture-এর দুটি ধরন লেখ।
  20. Firewall কী? এটি কীভাবে কাজ করে?

3 নম্বর প্রশ্ন (20টি)

  1. OSI Model-এর বিভিন্ন Layer-এর নাম লেখ এবং সংক্ষেপে ব্যাখ্যা কর।
  2. Twisted Pair ও Fiber Optic Cable-এর মধ্যে পার্থক্য লেখ।
  3. Cyber Crime কী? কয়েকটি উদাহরণ দাও।
  4. Computer Network-এর বিভিন্ন Topology (Bus, Star, Ring, Tree) ব্যাখ্যা কর।
  5. Stack Data Structure কী? এটি কীভাবে কাজ করে?
  6. Searching Techniques-এর মধ্যে Linear Search ও Binary Search-এর তুলনা কর।
  7. Sorting কী? Bubble Sort-এর কাজ ব্যাখ্যা কর।
  8. Queue-এর প্রকারভেদ ব্যাখ্যা কর।
  9. Wired এবং Wireless Transmission Media-এর পার্থক্য লেখ।
  10. Network Protocol কী? কিছু গুরুত্বপূর্ণ প্রোটোকলের নাম লেখ।
  11. HTML-এর বিভিন্ন Basic Tags এবং তাদের কাজ ব্যাখ্যা কর।
  12. Router কী? এটি কীভাবে কাজ করে?
  13. Confidentiality কী? এটি কিভাবে Data Security-এর সাথে সম্পর্কিত?
  14. Encryption এবং Decryption-এর মধ্যে পার্থক্য লেখ।
  15. Cyber Safety বলতে কী বোঝ? কিভাবে ইন্টারনেট ব্রাউজিং নিরাপদ করা যায়?
  16. IP Address কী? IPv4 এবং IPv6-এর মধ্যে পার্থক্য লেখ।
  17. HTTP এবং HTTPS-এর মধ্যে পার্থক্য কী?
  18. Cloud Computing কী? এটি কীভাবে কাজ করে?
  19. Information Technology Act-এর গুরুত্ব ও প্রয়োগ ব্যাখ্যা কর।
  20. Computer Virus কী? এর প্রভাব ও প্রতিরোধের উপায় লেখ।

5 নম্বর প্রশ্ন (10+ টি)

  1. HTML-এর প্রধান ট্যাগ ও তাদের কাজ ব্যাখ্যা কর।
  2. Recursion কী? এটি কীভাবে কাজ করে এবং এর সুবিধা-অসুবিধা ব্যাখ্যা কর।
  3. ISO-OSI Model-এর Layer গুলোর বিশদ ব্যাখ্যা কর।
  4. Cyber Crime-এর বিভিন্ন ধরন ব্যাখ্যা কর। কিভাবে এগুলো প্রতিরোধ করা যায়?
  5. Data Protection-এর গুরুত্ব ও Plagiarism কিভাবে Intellectual Property Rights (IPR)-এর লঙ্ঘন ঘটায় তা ব্যাখ্যা কর।
  6. Asynchronous এবং Synchronous Data Transmission-এর মধ্যে পার্থক্য ব্যাখ্যা কর।
  7. Firewall কী? এটি কীভাবে Data Protection-এ সাহায্য করে?
  8. Different Types of Network Topologies-এর বিশদ আলোচনা কর।
  9. Cloud Computing-এর বিভিন্ন সুবিধা ও অসুবিধা ব্যাখ্যা কর।
  10. Computer Memory-এর প্রকারভেদ ব্যাখ্যা কর।
  11. Artificial Intelligence (AI) কী? এর গুরুত্বপূর্ণ প্রয়োগ লেখ।

এই কয়েকটি প্রশ্ন আর আলাদা করে তোমাদের সাথে পিডিএফ করে দেওয়া হল না তোমরা নিজেরা দেখে নিও। যদি কোন জায়গায় উত্তর করতে সমস্যা হয়, আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো

দেখে নিও: WBCHSE HS Semester Pattern (1st, 2nd, 3rd, 4th): সেমিস্টার প্যাটার্ন, পরীক্ষা, প্রশ্ন ও পাশ

তোমাদের পরবর্তী দ্বাদশ শ্রেণির জন্য সাজেশন নোটস সমস্ত পরীক্ষার আপডেট সব সময় আমরা তোমাদের কাছে এভাবে পৌঁছে দেব।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram