পশ্চিমবঙ্গের উচ্চমাধ্যমিক (Higher Secondary) নতুন সেমিস্টার সিস্টেমের নতুন দ্বাদশ পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট বই নেওয়া এবং বিশেষ ইংরেজি পাঠ্যক্রম নিয়ে। বাংলা বই কবে দেওয়া হবে? তবে ইংরেজি নতুন পাঠ্যবই (Textbook) দেওয়া হবে না বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)।
উচ্চমাধ্যমিক সেমিস্টার বই বিতরণ এবং নতুন ইংরেজি সিলেবাস
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, দ্বাদশ শ্রেণির ইংরেজি বইয়ের কিছু অংশ পরিবর্তিত হয়েছে। নতুন করে একটি গল্প (Prose) The Bet, ও একটি নাটক (Drama) Riders to The Sea আপডেট করা হয়েছে।
কিন্তু নতুন পাঠ্যবই না ছাপিয়ে সংসদ সিদ্ধান্ত নিয়েছে, শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে পাওয়া ইংরেজি বই-ই দ্বাদশেও ব্যবহার করতে হবে। নতুন পরিবর্তিত পাঠ্যক্রম সংসদের অফিসিয়াল ওয়েবসাইট (Official Website) থেকে ডাউনলোড (Download) করে পড়ুয়াদের প্রস্তুতি নিতে হবে। তবে নতুন করে শুধু বাংলা বই দেওয়া হবে, ইংরেজি বই দেওয়া হবে না।
তবে, যেসব ছাত্র-ছাত্রীরা EduTips-এর সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে অনেক আগেই আমরা এই পাঠ্যপুস্তকের ডিজিটাল কপি পিডিএফ দিয়ে দিয়েছিলাম, যেখানে এই লেটেস্ট সিলেবাস ইতিমধ্যেই রয়েছে তাই চিন্তার কোন বিষয় নেই।
তাই তৃতীয় সেমিস্টার সিলেবাস পরিবর্তন হচ্ছে এটা অসম্পূর্ণ, সিলেবাসের কিছু সংশোধন হচ্ছে এটা যথার্থ বলা হবে – যদিও সেটাও ছমাস আগেই সংসদ জানিয়ে দিয়েছিল!
অবশ্যই দেখবে: HS Semester Passing Marks Theory & Project/Practical: উচ্চমাধ্যমিক সেমিস্টার পরীক্ষা পাশ নম্বর কত?
অন্যান্য বিষয়ের পাঠ্যবই ও প্রস্তুতি নিয়ে আপডেট
অনেক প্রকাশনা সংস্থা ইতিমধ্যেই অন্যান্য বিষয়গুলির টেক্সটবুক (New Semester Syllabus) এবং সহায়ক বই (Guidebook) প্রকাশ করেছে, যেগুলি বাজারে অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। কিন্তু সব শিক্ষার্থী এই বই কিনতে পারবে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
এই অবস্থায় অনেক পড়ুয়া এবং অভিভাবক নতুন ইংরেজি বই প্রকাশের দাবিতে সরব হয়েছেন। তবে সংসদ সাফ জানিয়ে দিয়েছে, নতুন বই দেওয়া হবে না। পরিবর্তিত পাঠ্যক্রম অনলাইনে ডাউনলোড করে পড়তে হবে।
গুরুত্বপূর্ণ তথ্য | লিংক |
---|---|
HS Class 12 3rd Semester সংশোধিত ইংরেজি সিলেবাস এর নোটিশ এবং পাঠ্য অংশ | Download PDF |
বিনামূল্যে, অন্যান্য পাঠ্য পুস্তক, নোট এবং স্টাডির জন্য EduTips অ্যাপ | Play Store → |
আমাদের পক্ষ থেকে আমরা সর্বভাবে চেষ্টা করছি নোটস এমসিকিউ বা ডিজিটাল স্টাডি মেটেরিয়াল বানিয়ে ছাত্রছাত্রীদের পাশে থাকার জন্য। ইতিমধ্যই EduTips App-এ (Google প্লে স্টোরে পেয়ে যাবেন) বিনামূল্যে নোটস এবং ক্লাস শুরু হয়ে গিয়েছে সমস্ত ছাত্রছাত্রীদের জন্য! অন্যান্য বিষয়গুলি ও খুব তাড়াতাড়ি আপডেট হবে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »