HS Commerce Subjects 2024: উচ্চ মাধ্যমিক কমার্স সমস্ত বিষয়! সংসদের লিস্ট দেখে নাও

HS Commerce Subjects List Semester 2024 WBCHSE

WBCHSE Commerece Subjects: পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য বাণিজ্য বিভাগের ছাত্র-ছাত্রীদের জন্য বিষয়ের তালিকা প্রকাশ করা হয়েছে। এই পোস্টে আমরা আলোচনা করবো তালিকাভুক্ত বিষয়গুলো, তাদের ভবিষ্যতের কর্মজীবনের সম্ভাবনা এবং কোন বিষয়গুলো আপনার জন্য উপযুক্ত হতে পারে।

   

HS Commerce Subject 2024: উচ্চ মাধ্যমিক কমার্স কি বিষয় নেবে?

কমার্স বা বাণিজ্য বিভাগ মূলত ব্যবসার দিকে পড়াশোনা করা। পরবর্তীকালে একাউন্ট বিজনেস স্টাডি থেকে বিজনেস ম্যানেজমেন্ট, তাই এক্ষেত্রে কমার্সের মেজর তিনটে সাবজেক্ট তোমাকে রাখতেই হবে।

ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতি, একটা খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট হলেও সব স্কুলে এটা থাকে না। তাই তোমরা সেক্ষেত্রে কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্ট এর দিকে যেতে পারো, যেটাতে তোমাদের পরবর্তীতে অনেকটাই সুবিধা হবে।

অবশ্যই দেখবে: HS Subject: উচ্চমাধ্যমিকে কোন সাবজেক্ট নিতে মাধ্যমিকে কত নম্বর লাগবে?

WB HS Commerce Subjects Set

শিক্ষা সংসদের নিয়ম অনুযায়ী বাণিজ্য বিভাগ ২ নম্বর সেটের (HS Commerce Subjects List Semester 2024 WBCHSE) মধ্যে পড়ে, সমস্ত বিষয় নিচে দেওয়া হল! এখান থেকে তোমরা চারটে যেকোনো বিষয় নিতে পারবে। ল্যাঙ্গুয়েজ সাবজেক্টের মধ্যে বাংলা, ইংরেজি তোমাকে নিতেই হবে।

সেট-2বিষয় সমূহ
দ্বিতীয় সেট (SET – II)Accountancy (ACCT)
Business Studies (BSTD)
Commercial Law and Preliminaries of Auditing (CLPA) or Statistics (STAT)
Costing and Taxation (CSTX)
Economics (ECON)
Modern Computer Application (COMA) or Environmental Studies (ENVS) or Applied Artificial Intelligence (APAI) or Health & Physical Education (HPED)
Mathematics (MATH)
One vocational subject offered by Council, which may be selected as optional elective subject only.

অবশ্যই দেখুন: উচ্চ মাধ্যমিক সেমিস্টারের সমস্ত খুঁটিনাটি আপডেট এবং নিয়ম কানুন 2024

উচ্চ মাধ্যমিকের বাণিজ্য বিভাগে বিভিন্ন বিষয়ের সমন্বয় রয়েছে যা ছাত্র-ছাত্রীদের বিভিন্ন কর্মজীবনের জন্য প্রস্তুত করে। আপনার আগ্রহ, দক্ষতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী বিষয় নির্বাচন করা গুরুত্বপূর্ণ। তোমাদের গাইড করার জন্য EduTips তোমাদের পাশে আছে!

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram