Higher Secondary Exam 2024 Marks Digital Submission Benefits for Students, Easy for Teachers! New Update from WBCHSE Council: পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল্যায়নের নম্বর জমা দেওয়ার পদ্ধতিতে বড়সড় পরিবর্তন এনেছে। পুরাতন পদ্ধতিতে শিক্ষকদের খাতা দেখার পর সেই নম্বর সংসদের কাছে পৌঁছাতে বেশ কিছু ভুল ত্রুটি হয়েই যেত কারণ সম্পূর্ণটাই ম্যানুয়ালি করতে হতো। কিন্তু ছাত্র-ছাত্রীসহ শিক্ষকদের জন্য আবারো অভিনব উদ্যোগ নিয়েছে সংসদ! এবার থেকে অনলাইনেই জমা দেওয়া যাবে নম্বর। এই পদ্ধতি চালু হওয়ার ফলে সুবিধা পাবেন জানতে করুন আজকের সম্পূর্ণ প্রতিবেদন।
পুরনো পদ্ধতিতে কি অসুবিধা হতো?
পুরনো পদ্ধতিতে, পরীক্ষক-শিক্ষকরা মার্কস ফয়েলের হার্ড কপিতে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর লিখে তাতে থাকা ওএমআর শিটে নম্বর চিহ্নিত করে প্রধান পরীক্ষকদের কাছে জমা দিতেন। প্রধান পরীক্ষকরা তা যাচাই করে জমা দিতেন সংসদের আঞ্চলিক অফিসে। সেখান থেকে তা পাঠানো হত সংসদের অফিসে। সেখান থেকে নম্বর সার্ভারে আপলোড করা হত।
এই পদ্ধতিতে নম্বর জমা দেওয়ার ক্ষেত্রে অনেক সময় লাগত। কারণ, পরীক্ষকদের মার্কস ফয়েল হাতে লিখতে হতো। তাছাড়া, ওএমআর শিট স্ক্যান করার সময়ও ভুল হওয়ার সম্ভাবনা ছিল।
নতুন পদ্ধতি: অনলাইনে শিক্ষকদের এবং ছাত্র-ছাত্রীদের সুবিধা
নতুন পদ্ধতিতে, পরীক্ষকরা বাড়িতে বসেই অনলাইনে নম্বর জমা দিতে পারবেন। এজন্য তাদের সংসদের ওয়েবসাইটে গিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরির পর, তারা তাদের অধীনে থাকা কত উত্তরপত্র বরাদ্দ রয়েছে তা দেখতে পাবেন। সেখানেই নম্বর ফয়েলের ডিজিটাল ভার্সন থাকবে। পরীক্ষার্থীদের নাম ও রোল নম্বর পর্যন্ত সেখানে বসানো থাকবে। শুধু সেখানে পরীক্ষার্থীদের প্রাপ্তনম্বর লিখতে হবে প্রধান পরীক্ষককে। কোনও ভুল তথ্য দিলে তা এডিট করার সুযোগ থাকবে।
অবশ্যই দেখবে » Madhyamik & HS Exam 2024 Rescheduled: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় পরিবর্তন! নতুন সময় কখন দেখে নাও
এই পদ্ধতিতে নম্বর জমা দেওয়ার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। প্রথমত, সময় কম লাগবে। কারণ, পরীক্ষকদের আর মার্কস ফয়েল হাতে লিখতে হবে না। দ্বিতীয়ত, ভুল ত্রুটি কম হবে। কারণ, নম্বর ডিজিটাল ভার্সন হিসেবে থাকবে। তৃতীয়ত, নম্বর জমা দেওয়ার প্রক্রিয়া আরও সহজ হবে। যার ফলে অবশেষে লাভ হবে ছাত্রছাত্রীদের, যেখানে ভুল ত্রুটি কম হবে তাই সঠিক নম্বর খুব তাড়াতাড়ি দিয়ে কম সময়ে রেজাল্ট বের করা সম্ভব হবে।
সমস্ত অফিসের বিজ্ঞপ্তি সবার আগে পাবেন কাউন্সিলের অফিসিয়াল https://wbchse.wb.gov.in/ ওয়েবসাইটে।
উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ফেব্রুয়ারির ১৬ তারিখ ও শেষ হচ্ছে ২৭ তারিখ। নম্বর জমা দেওয়ার সময়সীমা হল ৩১ মার্চ।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »