HS Exam 2024: উচ্চমাধ্যমিক পরীক্ষা হলে কি নিয়ে যেতে হবে? ভুল করলে পরীক্ষা বাতিল? অবশ্যই দেখে রাখো

WBCHSE HS Exam Uchhamadhyamik Exam Rules Things to Keep in Hall

HS Exam 2024: What to take in the higher secondary Exam Hall? আগামী ১৬ই ফেব্রুয়ারী থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চলবে আগামী ২৯সে ফেব্রুয়ারী পর্যন্ত। পরীক্ষা শুরু হবে ৯.৪৫ মিনিটে এবং চলবে বেলা ১টা পর্যন্ত। অর্থাৎ ৩ ঘন্টা ১৫ মিনিট ধরে পরীক্ষা দিতে হবে। ইতিমধ্যে পরীক্ষার্থীরা স্কুল গুলি থেকে এডমিট কার্ড সংগ্রহ করে নিয়েছে। এ অবস্থায় পরীক্ষার্থীদের মনে পরীক্ষা নিয়ে কিছু প্রশ্ন বা চিন্তা জেগেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় পরীক্ষা হলে কোন কোন জিনিসগুলি নিয়ে যাবেন? এ নিয়ে অনেকের মনেই প্রশ্ন। আজকের প্রতিবেদন এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে তাই প্রতিবেদনটি অবশ্যই মনযোগ সহকারে পড়ুন।

   

উচ্চমাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে কোন কোন জিনিস নিয়ে যেতে হবে

(১) এডমিট কার্ড ও রেজিস্ট্রেশন: প্রত্যেক পরীক্ষার্থীর জন্য এডমিট কার্ড ও রেজিস্ট্রেশন খুবই গুরুত্বপূর্ণ। এটি ছাড়া কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। তাই পরীক্ষা কেন্দ্রে অবশ্যই এডমিট কার্ড ও রেজিস্ট্রেশন নিয়ে যাবেন। বাড়ি থেকে বেরোনার আগে অবশ্যই দেখে নেবে সঙ্গে এডমিট কার্ড ও রেজিস্ট্রেশন রয়েছে কিনা।

(২) পিচবোর্ড: এডমিট কার্ড ও রেজিস্ট্রেশনের পর যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো পিচবোর্ড। যেহেতু লেখার জন্য পাতলা খাতা দেওয়া হবে, তাই পিচবোর্ড না থাকলে পরীক্ষার্থীর লিখতে অনেক সমস্যা হবে। তাই সঙ্গে অবশ্যই পিচবোর্ড নেবে। তবে এক্ষেত্রে পিচ বোর্ড ট্রান্সফারেন্স বা কাঠের হতে হবে। একই সাথে পিচবোর্ডে কোনো কাগজ না থাকে, কোনো লেখা না থাকে। নয়তো পিচবোর্ড বাতিল করা হতে পারে।

(৩) পেন : পরীক্ষা দেওয়ার জন্য সঙ্গে দুটি কালীর পেন নেবেন। ব্লু ও কালো কালীর পেন দিয়ে উত্তর করবেন। একটি কালী দিয়ে পয়েন্টিং এবং একটি কালী দিয়ে উত্তর লিখেবন। এতে করে খাতা দেখার সময় আপনার খাতা বেশ দৃষ্টি আকর্ষণ করবে। মনে রাখবেন, পরীক্ষা কেন্দ্রে কিন্তু নীল ও কালো ছাড়া সবুজ, লাল, হলুদ ইত্যাদি কালির পেন ব্যবহার করা যাবে না। পরীক্ষা দিতে দিতে কালি ফুরিয়ে যেতেও পারে। তাই সঙ্গে দুটি কালির পেন তিনটি করে সঙ্গে রাখবেন।

দেখে রাখো » HS Exam 2024 Strict: উচ্চমাধ্যমিকে আরো কড়াকড়ি! জারি নতুন নির্দেশিকা, এই কাজ করলেই বিপদ! অবশ্যই দেখে নাও

(৪) স্কেল, পেন্সিল, রাবার ও জ্যামিতি বক্স: মার্জিন টানার জন্য সঙ্গে অবশ্যই স্কেল নেবেন। এছাড়া অনেক পরীক্ষায় আঁখতে বা ম্যাপ পয়েন্টিং করতে হয়। সে ক্ষেত্রে সঙ্গে একটি পেন্সিল, পেন্সিল কম্পাস, জ্যামিতি বক্স ও রাবার রাখবেন।

(৫) ঘড়ি, জলের বোতল ও রুমাল: ৩ ঘন্টার বেশি সময় ধরে পরীক্ষা চলবে। আর পুরো সময়টাই লিখতে লিখতে চলে যাবে। এমনও হয় যে একটি প্রশ্ন দীর্ঘক্ষণ ধরে লেখার ফলে ছেড়ে যায়। এটি যাতে না হয়, তার জন্য একটি ঘড়ি সঙ্গে রাখবে। যাতে সময় ধরে ধরে উত্তর লেখা যায়। এদিকে অনেক ক্ষণ পরীক্ষা কেন্দ্রে থাকার ফলে জল পিপাশা তো পাবেই। এর জন্য একটি জলের বোতল নেবেন। আর সঙ্গে রাখবেন একটি রুমাল। কারণ দীর্ঘক্ষন ধরে লিখতে গিয়ে অনেক সময় পরীক্ষার্থীদের হাত ঘেমে যায়। আর এই ধরণের সমস্যা থেকে মুক্তি পেতে কাছে রুমাল রাখা কিন্তু গুরুত্বপূর্ণ।

(৬) ক্যালকুলেটর: উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে আরও একটি জিনিস নিয়ে প্রবেশ করা যায়। তা হলো ক্যালকুলেটর। এটি সবাই নিয়ে যেতে পারে না বা সব পরীক্ষায় নিয়ে যাওয়া যায় না। কেবল বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের ছাত্র ছাত্রীরা গণিত সহ যে পরীক্ষায় ক্যালকুলেশন করতে হয়, সেই পরীক্ষায় ক্যালকুলেটর নিয়ে প্রবেশ করতে পারে। আপনিও যদিও একজন বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের পরীক্ষার্থী হয়ে থাকেন, তাহলেই সঙ্গে ক্যালকুলেটর রাখবেন।

মিস করবে না! HS All Subject Suggestion 2024: লাস্ট মিনিটের সেরা সাজেশন (Arts & Science) একদম মিস করবে না!

কোন কোন জিনিস নিয়ে যাবেন না?

পরীক্ষা দিতে যাওয়ার সময় কয়েকটি বিষয় মাথায় রাখবে। যে পিচবোর্ড সঙ্গে নেওয়া হবে, তাতে যেন কোনো প্রকার কাগজ না মারা থাকে। টাকা পয়সা, চশমা, গহনা ইত্যাদি যে সমস্ত জিনিসগুলো পরীক্ষার জন্য প্রয়োজন নেই, সেগুলি সঙ্গে নিয়ে যাবেন না। এছাড়া সঙ্গে স্মার্ট ওয়াচ, মোবাইল নিয়ে যাওয়া যাবে না। এছাড়া যে ক্যালকুলেটর সঙ্গে রাখবেন, সেই যেন স্টোরেজ বিশিষ্ট না হয়

পরীক্ষার সমস্ত প্রকার লেটেস্ট আপডেট পেতে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট https://wbchse.wb.gov.in/, তার সঙ্গে আমাদের সঙ্গে আপডেট থাকুন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram