HS Geography Last Minute Suggestion 2024: উচ্চ মাধ্যমিক ভূগোল সেরা কমন প্রশ্ন, অবশ্যই চোখ বুলিয়ে যাও!

HS Geography Last Minute Suggestion 2024 Geography Question Paper

WB HS Geography Last Minute Suggestions 2024: আজ ২৮ শে ফেব্রুয়ারি, আগামীকাল ২৯ শে ফেব্রুয়ারি উচ্চমাধ্যমিক কলা বিভাগের ছাত্রছাত্রীদের সর্বশেষ ভূগোল পরীক্ষা রয়েছে। এই ভূগোল পরীক্ষা শেষ হলেই প্রায় সকল উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রী অনেকটাই চিন্তা মুক্ত হবে। তবে যেহেতু শেষ পরীক্ষা তাই শেষ মুহূর্তে বেশি আনন্দিত না হয়ে সারা বছরের পরিশ্রমটাকে কাজে লাগিয়ে শেষ পরীক্ষার শেষ মুহূর্তটা পর্যন্ত কোন কোন বিষয়গুলিকে সব থেকে বেশি নজর দেবে, সেই সমস্ত বিষয়ে কিছু উপদেশ দেওয়া রইল।

   

উচ্চ মাধ্যমিক ভূগোল শেষ মুহূর্তের সাজেশন 2024

আগেকার দিনের মতো বর্তমানে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সব বড় প্রশ্ন থাকে না। বর্তমানে উচ্চমাধ্যমিক প্রশ্নের ধরন খুবই সহজ। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভূগোল প্রশ্নের পূর্ণমান ৭০, যেখানে ৩৫ টি ছোট প্রশ্ন থাকে যার মধ্যে ২১ টি বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন (MCQ) এবং ১৪ টি এককথায় উত্তর বা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (SAQ) থাকে। এরপরে বাকি ৩৫ নাম্বার থাকে বিশ্লেষণ ধর্মী বা রচনাধর্মী প্রশ্ন উত্তর যেখানে প্রতিটি প্রশ্নের মান থাকে ৭ নম্বর, এইরকম ৫টি প্রশ্ন করতে হবে।

চিন্তা নেই, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো মুখস্থ করে ফেললেই তোমরা ভালো নম্বর পাবে।

অধ্যায়ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন (অবশ্যই দেখে যাবে)

1. ভূ-আকৃতি:

  • ভৌম জলের কাজ: ঝর্ণা, গুহা, ডেল্টা, ঝিরি
  • পর্যটন: ভারতের বিখ্যাত পর্যটন কেন্দ্রগুলোর অবস্থান ও গুরুত্ব। ✈️
  • নদী: বিভিন্ন নদী নকশা (ব্রেইডেড, মিঅ্যান্ডারিং)
  • মাটি: কীভাবে মাটি তৈরি হয় এবং কী কী ধরণের মাটি আছে?
  • কার্স্ট ভূমিরূপ: গঠনের শর্ত

2. জলবায়ু:

  • নিরক্ষীয়, মৌসুমী, ভূমধ্যসাগরীয়: তাদের পার্থক্য ⛅
  • ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত: পার্থক্য ও গঠন মুখস্থ করো। ️
  • জেট স্ট্রিম, এল নিনো, লা নিনা: তাদের উৎপত্তি ও ভারতীয় জলবায়ুর উপর প্রভাব

3. জীববৈচিত্র্য:

  • জলজ ও মরু উদ্ভিদের অভিযোজন: কেমন হয়?
  • জীববৈচিত্র্য: হটস্পট, আলফা-বিটা-গামা বৈচিত্র্য – এইসবের ধারণা কি?

4. মানব ভূগোল:

  • কৃষি: বিভিন্ন ধরনের প্রস্রবণ ও কৃষি পদ্ধতি মুখস্থ করো।
  • শিল্প:
    • খাদ্য প্রক্রিয়াকরণ
    • রেডিমেড
    • বাংলাদেশে পাট শিল্প
    • কানাডার কাগজ শিল্প
    • মালয়েশিয়ার রাবার শিল্প
    • ব্রাজিলের রাবার শিল্পের প্রতিবন্ধকতা
    • মোটর গাড়ি শিল্প
  • জনসংখ্যা: কাম্য জনসংখ্যা, জনঘনত্ব, মানুষ জমি অনুপাত, বিভিন্ন ধরনের বয়স ও লিঙ্গভিত্তিক পিরামিড, জনসংখ্যা বিবর্তন মডেল – এই ধারণাগুলো কেমন?
  • বসতি: রৈখিক, বিচ্ছিন্ন, বিভিন্ন প্রকার পৌর বসতি, কর্মধারা অনুযায়ী তাদের শ্রেণিবিভাগ
  • বিশেষ অধ্যয়ন:
    • বেঙ্গালুরুতে ইলেকট্রনিক্স শিল্প গড়ে ওঠার কারণ
    • হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ
বিষয়সাজেশন ডাউনলোড লিংক
ভূগোল (Geography) সম্পূর্ণ সাজেশন ডাউনলোড করে নাওDownload Pdf

মিস করবে না! Yogyashree Prakalpa: জেনারেল থেকে OBC সবাই পাবে যোগ্যশ্রী প্রকল্পের সুবিধা! বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

শেষ মুহূর্তের কিছু বাড়তি টিপস (HS Geography Tips)

  1. নকশা ও চিত্র আঁকতে ভুলবে না। ✍️ এক্ষেত্রে বাড়তি নম্বর পাওয়া সম্ভবনা থাকে।
  2. গুরুত্বপূর্ণ বিষয়গুলো মুখস্থ করে ফেলো।
  3. **ভালো করে ঘুমোও এবং পরীক্ষায় আত্মবিশ্বাসী আত্মবিশ্বাসী হয়ে পরীক্ষার খাতায় যেটুকু জানো, যেমন মনে আসবে সেই ভাবে নিজেকে প্রমাণ করে আসো।

আরো সুবিধা » Employment Exchange Scheme: বেকারদের ঘরে বসেই ২৫০০ টাকা দেবে সরকার! এখনই আবেদন করুন এই প্রকল্পে

HS Geography Last Minute Suggestion 2024 Geography Question Paper: এর পাশাপাশি আমরা আগে যে সাজেশন তোমাদের দিয়েছিলাম সেটাও তোমাদের অনেকটা প্রস্তুতিতে আশা করি সাহায্য করেছে। কাল তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে পরীক্ষা পরবর্তী তোমাদের কেরিয়ার গাইডেন্স কলেজে ভর্তি.. কি নিয়ে পড়লে ভালো হবে? স্কলারশিপ থেকে পড়াশোনার সমস্ত সুযোগ সুবিধা পাবে – শুধুমাত্র আমাদের সঙ্গে যুক্ত থাকো। তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইল EduTips-বাংলার পক্ষ থেকে

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram