HS Geography Suggestion 2024: উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন! (প্রাকৃতিক ও আঞ্চলিক) অধ্যায়ভিত্তিক PDF

Nitya Gorai

Updated on:

HS Geography Suggestion 2024 Regional Physical geography WBCHSE

উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের জন্য ভূগোল একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কলা অর্থাৎ আর্টস বিভাগের পাশাপাশি বায়ো সাইন্সের ও অনেক ছাত্রছাত্রী ভূগোলকে নিয়ে থাকে। আর ভূগোলে ৭০ নাম্বার লিখিত পরীক্ষার পাশাপাশি থাকে ৩০ নম্বর প্রাকটিক্যাল হাতে কলমে। তাই কলা বিভাগের অন্যান্য বিষয়ের তুলনায় ভূগোলের নাম্বার যথেষ্ট ভালো এবং বেশি ওঠে

Hs Geography Suggestion 2024
বিষয়ভূগোল
পরীক্ষার তারিখ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ (বৃহস্পতিবার)
পিডিএফ ফাইলনীচে দেওয়া হয়েছে

HS Geography Suggestion 2024 (অধ্যায়ভিত্তিক ভূগোল সাজেশন উচ্চ মাধ্যমিক)

আজ EduTips বাংলার পক্ষ থেকে উচ্চ মাধ্যমিকের সমস্ত ভূগোল বিষয় রয়েছে যাদের সে সকল ছাত্র-ছাত্রীদের অধ্যায় ভিত্তিক প্রাকৃতিক ভূগোল এবং আঞ্চলিক ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নের কিছু সাজেশন নিয়ে এসেছি। ছোট প্রশ্নের জন্য তোমরা খুব ভালো করে বই পড়া না থাকলে পারবে না।কিন্তু বড় প্রশ্নের ক্ষেত্রে, তোমরা শেষ মুহূর্তে অবশ্যই নিচের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সাজেশন হিসেবে ভালো করে প্র্যাকটিস করে যেও – সেখান থেকে অনেকটাই কমন পাওয়ার চান্স আছে!

প্রথমে আমরা প্রাকৃতিক ভূগোল গুরুত্বপূর্ণ অধ্যায় ভিত্তিক দুই নম্বর তিন নম্বরের প্রশ্ন তার সঙ্গে বড় প্রশ্নের সাজেশন গুলো দেখে নিই –

HS Geography 2024 এর জন্য শুধুমাত্র 2 মার্কের প্রশ্ন আসতে পারে এই অধ্যায় থেকে।

1. অবরোহন ও আরোহন এর পার্থক্য লেখ?

2. পর্যায়ন এর মাধ্যম কি কি?

২০২৪ সালের পরীক্ষায় প্রশ্ন আসবেই এই অধ্যায় থেকে। ***

1. ভৌম জলের উৎস গুলো কি কি?

2. সম্পৃক্ত ও অসম্পৃক্ত স্তর কি বর্ণনা করো?

3. টীকা লেখ: অ্যাকুইফার, আর্টেজীয় প্রস্রবন, গিজার, ভল্কশিয়ান প্রস্রবণ

অথবা প্রস্রবণ কাকে বলে? বিভিন্ন প্রকার প্রস্রবণ সম্পর্কে আলোচনা করো?

1. ভৌম জলের নিয়ন্ত্রক গুলো কি কি?

2. কাস্ট ভূমিরূপ গঠনের শর্ত গুলো কি কি কাস্ট অঞ্চলে গঠিত সঞ্চয় অথবা ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ গুলির বর্ণনা দাও?

(2 ও ও মার্কের প্রশ্ন)

1. সোওয়াস ব্যাকওয়াস কাকে বলে এবং পার্থক্য?

2. গঠনকারী তরঙ্গ ও বিনাশকারী তরঙ্গ কাকে বলে এবং পার্থক্য ?

3. উত্থিত ও নিমজ্জিত উপকূল এর পার্থক্য লেখো ?

4. টীকা লেখ: প্রবাল প্রাচীর, টম্বোলো, অ্যাটল রিয়া উপকূল, ফিয়র্ড উপকূল, ডালমেশিয়ান উপকূল।

5. প্রবাল প্রাচীর গঠনের শর্ত গুলো কি কি আলোচনা করো?

HS Geography 2024 এর জন্য এই অধ্যায়ের সম্ভাব্য প্রশ্ন গুলি হল।

1. ডেভিসের ত্রয়ী বলতে কী বোঝো আলোচনা করো?

2. স্বাভাবিক ক্ষয়চক্র ও শুষ্কতার ক্ষয়চক্রের মধ্যে পার্থক্য লেখো ?

3. নদী ক্ষয়ের শেষ সীমা বলতে কী বোঝো ?

1. ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়ে গুলি উপযুক্ত চিত্রসহ আলোচনা করো? **

(2 ও ও মার্কের প্রশ্ন)

1. জলনির্গম প্রণালী নিয়ন্ত্রক গুলো কি কি?

2. বিভিন্ন ধরনের জলনির্গম প্রণালীর সংজ্ঞা দাও?

3. জাফরি রুপী জলনির্গম প্রণালী সম্পর্কে আলোচনা করো?

4. বৃক্ষ রুপি জলনির্গম প্রণালী সম্পর্কে আলোচনা করো?

5. আয়তাকার জলনির্গম প্রণালী সম্পর্কে আলোচনা করো?

1. মৃত্তিকার গঠন বর্ণনা করো?

2. টীকা লেখ: মৃত্তিকার গ্রখন, মৃত্তিকার সচ্ছিদ্রতা, মৃত্তিকার অম্লত্ব, এলুভিয়েশন ও ইলুভিয়েশন কি?

3. পেডালফার ও পেডোক্যাল গোষ্ঠীর মৃত্তিকার পার্থক্য লেখো?

4. ক্যালসিফিকেশন, প্লেইজেশন, অ্যালকালাইজেশন, ল্যাটেরাইজেশান, বলতে কী বোঝো ?

5. মৃত্তিকার চার প্রকার গঠন বর্ণনা কর ?

6. মৃত্তিকা সৃষ্টিতে আদিশীলা ও সময়ের প্রভাব বর্ণনা করো?

1. মৃত্তিকা সংরক্ষণ পদ্ধতিগুলি বর্ণনা কর ?

2. মৃত্তিকা পরিলেখ কি একটি আদর্শ মৃত্তিকার পরিলেখ বর্ণনা করো?

3. মৃত্তিকা ক্ষয়ের কারণ গুলি আলোচনা করো?

HS Geography 2024 এই অধ্যায় থেকে ২০২৪ সালের পরীক্ষায় প্রশ্ন আসবেই।

1. ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাত এর পার্থক্য আলোচনা কর?

2. টীকা লেখ: টাইফুন, সাইক্লোন, টর্নেডো, হারিকেন, অন্তধৃতি সীমান্ত ?

3. উষ্ণ সীমান্ত ও শীতল সীমান্তের পার্থক্য আলোচনা করো?

4. টীকা লেখ: ওয়ার্কার সার্কুলেশন, এল নিনো, লা নিনা?

1. ত্রিকোষীয় মডেল টি ব্যাখ্যা করো?

2. জেট স্ট্রিম কি এর বৈশিষ্ট্য ও জীবনচক্র আলোচনা করো?

3. ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত এর পার্থক্য আলোচনা করো ?

4. নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সৃষ্টির কারণ ও পর্যায়ে ব্যাখ্যা করো?

HS Geography 2024 এই অধ্যায় থেকে ২০২৪ সালের পরীক্ষায় প্রশ্ন আসবেই।

1. টীকা লেখ: জীব বৈচিত্র, জীব বৈচিত্রের হটস্পট, ডাটা বুক, ইন সিটু, এক্স সিটু সংরক্ষণ

1. জীববৈচিত্র্য ধ্বংসের গুলি আলোচনা করো?

2. জীব বৈচিত্রের প্রকারভেদ আলোচনা করো?

3. জীব বৈচিত্র সংরক্ষণ এর বিভিন্ন কৌশল গুলো বর্ণনা করো?

4. জীব বৈচিত্রের সংজ্ঞা দাও বিভিন্ন প্রকার জীব বৈচিত্র্য সম্বন্ধে আলোচনা করো?

5. জীব বৈচিত্র্যের গুরুত্ব কি?

(2 মার্কের প্রশ্ন দুর্যোগ ও বিপর্যয় )

1. সুনামি কি, খরা কি, বিপন্নতা কি?

2. বন্যা ও খরার কারণ গুলি আলোচনা করো?

3. বন্যা ও খরার প্রভাব ও প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে লেখো?

3. বিপর্যয়ের পূর্বে গৃহীত ব্যবস্থা গুলো কি কি?

4. দুর্যোগ ও বিপর্যয় এর পরবর্তী ব্যবস্থাপনা আলোচনা করো ?

(2 মার্কের প্রশ্ন)

1. বিশ্ব উষ্ণায়ন কি?

2. ওজন গহবর কি?

3. টীকা লেখ: আলোক প্রিয় উদ্ভিদ, ছায়া প্রিয় উদ্ভিদ, জলজ উদ্ভিদ ?

3. স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব কি?

(চার ও পাঁচ মার্কের প্রশ্ন )

4. মৌসুমী অথবা নিরক্ষীয় অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ ও জলবায়ু বর্ণনা দাও?

প্রাকৃতিক ভূগোলের পর এরপর আঞ্চলিক ভূগোলের ক্যাটাগরিতে তোমরা গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টার গুলি বড় প্রশ্ন রয়েছে সেগুলো অবশ্যই মন দিয়ে করবে। এক্ষেত্রে তোমরা পয়েন্টস করে লিখবে এবং সে ক্ষেত্রে নাম্বার তোলার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যাবে।

HS Geography 2024 এর জন্য এখান থেকে সাধারণভাবে কোনো বড় কোশ্চেন আসবে না, তবে 2 ও ও মার্কের সংযোজন প্রশ্ন হিসেবে আসতে পারে

1. প্রথম /দ্বিতীয়/তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলি সংজ্ঞা দাও এবং বৈশিষ্ট্য গুলি উল্লেখ করো ?

1. টীকা লেখ: আদ্র কৃষি শস্য সমন্বয়, শস্য প্রগাঢ়তা, নীল বিপ্লব, মিলেট।

2. আদ্র কৃষি ও শুষ্ক কৃষির পার্থক্য লেখো?

3. বাণিজ্যিক কৃষি ও উদ্যান কৃষি এর সংজ্ঞা ও বৈশিষ্ট্য আলোচনা করো?

4. ব্যাপক কৃষি ও প্রগাঢ় কৃষির পার্থক্য আলোচনা করো?

5. ভারত/চীনের ধান উৎপাদনের অনুকূল পরিবেশ ও উন্নতির কারণ আলোচনা করো ?

6. দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণ ?

7. শ্রীলঙ্কায় চা চাষের উন্নতির কারণ কি ?

৪. মিসরে কার্পাস চাষে উন্নতির কারণ আলোচনা করো?

9. বাংলাদেশে পাট চাষের উন্নতির কারণ আলোচনা করো?

10. শ্রীলঙ্কা নারকেল চাষ উন্নত কেন?

1. শিল্পের শ্রেণীবিভাগ করো? শিল্প স্থাপনের কারণ ও নিয়ন্ত্রক কি?

2. ওয়েবারের শিল্পের অবস্থান সম্পর্কিত তত্বটি সমালোচনা সহ আলোচনা করো?

3. ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ কি?

4. হুগলি নদীর তীরে পাট শিল্পের কেন্দ্রীভবনের কারণ কি ?

5. পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলে কেন?

7. দূর্গাপুর কে ভারতের রুঢ় বলা হয় কেন ?

৪. পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণ কি?

9. টীকা লেখ: আইসোডডপেন, শ্রমগুনক, শিল্পের অবস্থানে কাঁচামালের ভূমিকা।

HS Geography 2024 এর জন্য এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলি হল-

1. টীকা লেখ: মানুষ জমি অনুপাত, জনসংখ্যা বিস্ফোরণ, জনসংখ্যা অভিক্ষেপ ।

2. বয়স লিঙ্গ অনুপাত কি? বিভিন্ন প্রকার পিরামিড সম্পর্কে আলোচনা করো?

3. পৃথিবীতে বা ভারতের অসম জনবণ্টনের কারণ কি ?

4. জনসংখ্যার বিবর্তন বা পরিবর্তন তত্ত্বটি আলোচনা করো?

5. জনঘনত্ব অনুযায়ী ভারতের বিভিন্ন রাজ্যেকে ভাগ করে বর্ণনা করো ?

6. জনবসতি কাকে বলে? গ্রামীণ ও পৌর বসতির পার্থক্য লেখ ?

7. গ্রামীণ জনবসতি কাকে বলে, বিভিন্ন প্রকার জনবসতির বর্ণনা দাও?

৪. গোষ্ঠীবদ্ধ ও বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠার কারন কি?

9. আয়তনের ভিত্তিতে জনবসতির শ্রেণীবিভাগ করো?

1. হলদিয়া অথবা বেঙ্গালুরু অঞ্চল গড়ে ওঠার কারণ কি? হলদিয়া বন্দরের অর্থনৈতিক গুরুত্ব

অথবা কলকাতার সহযোগী বন্ধ হিসেবে হলদিয়া বন্দরের গুরুত্ব ?

2. বৃহৎ ও ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চলের মধ্যে পার্থক্য লেখো?

1. সড়ক পথের সুবিধা ও অসুবিধা?

2. রেল পথের সুবিধা ও অসুবিধা ?

3. জলপথের সুবিধা ও অসুবিধা ?

4. বিমান পথের সুবিধা ও অসুবিধা ?

5. টীকা লেখ: সোনালী চতুর্ভুজ, হীরক চতুর্ভুজ, সার্ক, WTO, OPEC, G8, SAPTA

অন্যান্য সমস্ত বিষয়েরও সাজেশন আমাদের পোর্টালে পেয়ে যাবে। তার জন্য পোর্টালের হোমপেজে ভিজিট করে উচ্চমাধ্যমিক সাজেশন সেকশনটা ক্লিক করলেই সমস্ত বিষয় ভিত্তিক স্টাডি ম্যাটারিয়াল পেয়ে যাবে।

HS Geography Suggestion 2024 PDF: উচ্চ মাধ্যমিক ভূগোলসাজেশন ২০২৪

বাংলা মিডিয়াম ছাত্রছাত্রীদের জন্য

উচ্চমাধ্যমিক ভূগোল সাজেশন (অধ্যায় ভিত্তিক) প্রাকৃতিক এবং আঞ্চলিক ভূগোল সমস্ত627
KB
PDF Download ↓

উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৪ (গল্প, কবিতা, ভাষা এবং সাহিত্য) HS Bengali Suggestion 2024!

ভূগোলের মত বিষয়টা কিন্তু একটা খুব ভালো নাম্বার তোলার বিষয় সারা বছর যেমন তোমাদের প্র্যাকটিক্যালে খাটনিও থাকে এমন নাম্বারও কিন্তু তোমরা অন্যদের অন্য সাবজেক্টের তুলনায় বেশি পেতে পারো। উপরে সাজেশনগুলো ছাড়াও তোমরা নিজেদের মতো বা গৃহ শিক্ষকের পরামর্শ হিসাবে পড়াশোনা করো। হাতে কয়েকটা দিন রয়েছে উপরে সাজেশন গুলো মিস করো না খুব ভালো করে প্র্যাকটিস করে রেখো।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram