HS History Suggestion 2025: কিছুদিন পরেই অনুষ্ঠিত হবে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা। আর্টস বিভাগের যে সকল ছাত্র-ছাত্রীর ইতিহাস বিষয় রয়েছে তাদের প্রস্তুতিকে আরোও মজবুত করতে EduTips Bangla এর পক্ষ থেকে প্রকাশ করা হলো 2025 সালের উচ্চ মাধ্যমিক ইতিহাস বিষয়ের লাস্ট মিনিট সাজেশন। এই সাজেশনটির মধ্য ইতিহাসের অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তুলে ধরা হয়েছে।
WBCHSE HS History Suggestion 2025 | |
বিষয় | ইতিহাস |
পরীক্ষার তারিখ | ১৩ই মার্চ, ২০২৫ (বৃহস্পতিবার) |
উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন কাঠামো ২০২৫ (HS HistoryQuestion Pattern 2025)
প্রথম অধ্যায় | ১×২=২ | – | বিভাগ ক৪টি প্রশ্ন থাকবে তার মধ্যে ২টি প্রশ্নের উত্তর করতে হবে। ৮×২=১৬ | বিভাগ ক এবং বিভাগ খ এর মধ্য থেকে আরেকটি বড় প্রশ্নের উত্তর করতে হবে। ৮×১=৮ |
দ্বিতীয় অধ্যায় | ১×২=২ | ১×৩=৩ | ||
তৃতীয় অধ্যায় | ১×৩=৩ | ১×২=২ | ||
চতুর্থ অধ্যায় | ১×৩=৩ | ১×৩=৩ | ||
পঞ্চম অধ্যায় | ১×৩=৩ | ১×২=২ | বিভাগ খ৪টি প্রশ্ন থাকবে তার মধ্যে ২টি প্রশ্নের উত্তর করতে হবে। ৮×২=১৬ | |
ষষ্ঠ অধ্যায় | ১×৩=৩ | ১×২=২ | ||
সপ্তম অধ্যায় | ১×৪=৪ | ১×২=২ | ||
অষ্টম অধ্যায় | ১×৪=৪ | ১×২=২ | ||
মোট | ২৪ | ১৬ | ৪০ | |
২৪+১৬+৪০= ৮০ |
HS History Suggestion 2025 (অধ্যায়ভিত্তিক ইতিহাস সাজেশন উচ্চমাধ্যমিক)
HS History Short Question Suggestion 2025: বড় প্রশ্নের সাজেশনের জন্য পাঁচ থেকে দশটা প্রশ্ন পড়লেই পাওয়া যায় কিন্তু শর্ট প্রশ্নের ক্ষেত্রে নিখুঁতভাবে পড়তে হবে।
উচ্চমাধ্যমিকের ইতিহাসের অধ্যায়ভিত্তিক সাজেশনটি বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে। ইতিহাস পরীক্ষায় যে ৫টি ৮ নম্বরের প্রশ্ন থাকে (৮×৫= ৪০) সেই প্রশ্নগুলি নিচের সাজেশনের প্রশ্নগুলি থেকেই কমন পাবে। এছাড়াও ইতিহাসে ভালো নাম্বার করার জন্য অবশ্যই পাঠ্য বইটিকে খুতিয়ে পড়তে হবে কারণ বাকি ৪০ নাম্বারের শর্ট প্রশ্ন থাকবে।
প্রথম অধ্যায়: অতীত স্মরণ
১) আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি আলোচনা করো? পেশাদারী ইতিহাস বলতে কী বোঝো। অপেশাদারী ইতিহাসের সঙ্গে পেশাদারী ইতিহাসের পার্থক্য কী?★★★
২) জাদুঘর বলতে কী বোঝো? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা লেখো? ২+৬
৩) অতীত বিষয়ে মানুষের ধারণাকে ‘মিথ’ ও ‘লিজেন্ড’ কীভাবে রূপদান করে?
দ্বিতীয় অধ্যায়: উনবিংশ শতকে ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার
১) সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো?সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি লেখো?★★★
২) উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিনের তত্ত্ব আলোচনা করো?★★★
৩) উপনিবেশবাদ বলতে কী বোঝো? এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো?
তৃতীয় অধ্যায়: ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি
১) ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো?
২) ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও?★★★
৩) ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল ব্যাখ্যা করো?★★★
৪) চিনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির পরিচয় দাও?
চতুর্থ অধ্যায়: সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া
১) চিনের চৌঠা মে আন্দোলনের কারণগুলি লেখো? এই আন্দোলনের প্রভাব আলোচনা করো? (4+4)★★★
২) সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো?
৩) আলীগড় আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও?★★★
৪) ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায় আন্দোলনের বিবরণ দাও?
পঞ্চম অধ্যায়: ঔপনিবেশিক ভারতের শাসন
১) ১৯০৯ খ্রিস্টাব্দের মর্লে-মিন্টো সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো?★★★
২) জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট ও গুরুত্ব আলোচনা করো?
৩) রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিলো? গান্ধীজি কেনো এর বিরোধিতা করেছিলেন?★★★
৪) লখনৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো? এই চুক্তির গুরুত্ব আলোচনা করো?
৫) বাংলায় পঞ্চাশের মন্বন্তরের কারন ও ফলাফল আলোচনা করো।★★★
ষষ্ঠ অধ্যায়: দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ঔপনিবেশসমূহ
১) হো-চি-মিনের নেতৃত্বে ভিয়েতনাম মুক্তিযুদ্ধের বিবরণ দাও?★★★
২) ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো?★★★
৩) ভারতছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো?এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে লেখো?★★★
সপ্তম অধ্যায়: ঠান্ডা লড়াইয়ের যুগ
১) ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা আলোচনা করো?★★★
২) সুয়েজ সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও?★★★
৩) ঠান্ডা লড়াই’ বলতে কী বোঝায়? ঠান্ডা লড়াই-এর তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো।
অষ্টম অধ্যায়:অব উপনিবেশীকরণ
১) স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো?★★★
২) অব উপনিবেশীকরন বলতে কী বোঝায়? এর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো?
৩) বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও? এই যুদ্ধে ভারতের ভূমিকা কী ছিলো?
WBCHSE HS History Suggestion PDF Download (উচ্চমাধ্যমিক ইতিহাস)
সম্পূর্ণ FREE Suggestion পিডিএফ টি সংগ্রহ করুন | 1.23 MB |
PDF Download ↓ | ✅ |
উপরের বড় প্রশ্ন গুলি উত্তর সহ, সঙ্গে MCQ গুরুত্বপূর্ণ সাজেশন স্পেশাল মাত্র ₹20 টাকাতে তোমরা কিনে নিতে নিজে ক্লিক করো 👇
উচ্চমাধ্যমিক -এর অন্যান্য বিষয় নোটস এবং সাজেশন জন্য আমাদের “টার্গেট” whatsapp গ্রুপ জয়েন করতে পারো: Join Now ↗
HS Geography Suggestion 2025: উচ্চমাধ্যমিক ভূগোল সাজেশন 2025! অধ্যায় ভিত্তিক লাস্ট মিনিট সাজেশন PDF
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »