HS History Suggestion 2024: উচ্চ মাধ্যমিক ইতিহাস বড় প্রশ্ন সাজেশন! এগুলো থেকেই কমন পাবে, দেখে নাও

HS History Suggestion 2024 WBCHSE PDF

হাতে মাত্র কয়েকটা দিন, তারপরেই ২০২৪ সালে তোমাদের উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যেই আজ আমরা তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক ইতিহাস বড় প্রশ্ন সাজেশন নিয়ে হাজির হয়েছি।

   

এই সাজেশনটি তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সিলেবাস অনুযায়ী। সাজেশনটিতে প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়বস্তুগুলি তুলে ধরা হয়েছে। যেহেতু হাতে সময় কম তাই শুধুমাত্র শেষ মুহূর্তের হাতের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আজকে তুলে ধরা হলো, আমরা চেষ্টা করেছি যাতে সাজেশনটি তোমাদের জন্য সহজবোধ্য এবং কার্যকর হয়।

HS History Suggestion: উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024

WBCHSE HS History Suggestion 2024
বিষয়ইতিহাস
পরীক্ষার তারিখ২৭ শে ফেব্রুয়ারী, ২০২৪ (মঙ্গলবার)

এই সাজেশনটি ব্যবহার করার জন্য প্রথমে তোমাকে উচ্চ মাধ্যমিক ইতিহাসের সিলেবাসটি ভালোভাবে বুঝে নিতে হবে। তারপর সাজেশনটিতে দেওয়া বিষয়বস্তুগুলি পড়ে তোমার জ্ঞানকে আপডেট করতে হবে। সাজেশনটিতে দেওয়া প্রশ্নগুলির উত্তর ভাবতে হবে। এতে তোমার পরীক্ষার প্রস্তুতি আরও ভালো হবে।

1. জাদুঘর বলতে কি বোঝ। অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা লেখ।

2. ঔপনিবেশিক রাষ্ট্রগুলিতে জাতিগত ব্যাবধান এর প্রভাব আলোচনা কর?

3. ঔপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিন এর তত্ব আলোচনা কর।

4. সাম্রাজ্যবাদ বলতে কী বোঝ? সাম্রাজ্য বাদ উদ্ভবের কারন গুলি আলোচনা কর।

5. চীনের ওপর আরোপিত অসম চুক্তি বলতে কী বোঝ? চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তি গুলির পরিচয় দাও।

6. অবশিল্পায়ন বলতে কী বোঝ? ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের সম্পর্কে আলোচনা কর। ***

7. চীনের ৪ঠা মে আন্দোলনের কারন ও প্রভাব সম্পর্কে আলোচনা কর।

8. 1935 সালে ভারত শাসন আইনের প্রেক্ষাপট, শর্ত ও গুরুত্ব সম্পর্কে আলোচনা কর।

9. জালিয়ানওয়ালা বাগের হত্যাকান্ডের পটভূমি আলোচনা করো। এই ঘটনার গুরুক্ত আলোচনা কর।

10. 1942 সালের আগস্ট আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে কি জানো লেখ।

11. কিউবার ক্ষেপনাস্ত্র সংকট সম্পর্কে কি জানো। এর গুরুত্ব কি ছিল।

12. স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা কর।

13. সার্ক প্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচন করো। সার্ক-এর উদ্দেশ্য কী ছিল?

14. চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান শর্ত গুলি লেখ, ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব কী ছিল?

15. ক্যান্টন বানিজ্যের মুখ্য বৈশিষ্ট্য গুলি কী ছিল। এই বানিজ্যের অবসান কেন হয়েছিল।

16. ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা ও সংস্কারের বিবরন দাও।

17. আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও।

18. ভারতে রেলপথ প্রবর্তনের উদ্যেশ্য ও প্রভাব আলোচনা কর।

19. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্য ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও।

20. রাওলাট আইনের উদেশ্য কি ছিল? গান্ধীজি কেন এর বিরোধিতা করেছিলেন।

21. 1946 খ্রিস্টাবদের নৌ বিদ্রোহের কারণ ও তাৎপর্য লেখ।

22. ক্রিপস মিশনের উদ্দেশ্য কি ছিল। ভারতীয়রা কেন এগুলিকে প্রত্যাখ্যান করেছিলেন।

HS History Suggestion 2024: উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন PDF ডাউনলোড

উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন শেষ মুহূর্তের গুরুত্বপূর্ণ প্রশ্ন524
KB
PDF Download ↓

উচ্চ মাধ্যমিক পরীক্ষার সমস্ত সাজেশন আমাদের ওয়েবসাইটে ইতিমধ্যেই ছাত্র-ছাত্রীদের জন্য দেওয়া হয়েছে যারা সংগ্রহ করেনি সংগ্রহ করে নিতে পারো। আরো বিষয় ভিত্তিক সাজেশন »

সাজেশন থেকে কমন ও পরীক্ষার কিছু টিপস

এই সাজেশনটি তৈরি করা হয়েছে অতীতের পরীক্ষার প্রশ্নপত্রের ভিত্তিতে। তাই এই সাজেশনটি থেকে ভালোভাবে পড়াশোনা করলে পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। পরীক্ষায় ভালো ফল করার জন্য তোমাদের অবশ্যই সম্পূর্ণ সিলেবাস ধরে ভালোভাবে পড়াশোনা করতে হবে

আমরা আশা করি এই সাজেশনটি তোমাদের উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার প্রস্তুতির জন্য সহায়ক হবে। উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার্থীদের জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা রইল।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram