চাকরি বাতিলে খাতা দেখা সংকটে! পিছিয়ে যেতে পারে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের রেজাল্ট?

Westbengal Madhyamik HS Result 2025 Latest Update WBBSE WBCHSE

সংকটে রাজ্যের শিক্ষাব্যবস্থা, পিছিয়ে যেতে পারে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশ! ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ চিন্তায় মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ – বিস্তারিত প্রতিবেদনে।

সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে ২০১৬ সালের এসএসসি পরীক্ষার মাধ্যমে নিযুক্ত সমস্ত শিক্ষকের চাকরি বাতিল হওয়ার ঘটনায় রাজ্যের শিক্ষা পরিকাঠামোয় বড়সড় ধাক্কা এসেছে। সেই সঙ্গে এক নতুন চিন্তার মুখে পড়েছে রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ। কারণ, এই বাতিল হওয়া শিক্ষক-শিক্ষিকাদের অনেক অংশ এতদিন ধরে খাতা দেখার দায়িত্বে ছিলেন।

শিক্ষক সংকটেই ধাক্কা! মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের রেজাল্ট পিছোতে পারে?

বাতিল হওয়া শিক্ষকদের অনেকেই বর্তমানে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার খাতা দেখার দায়িত্বে রয়েছেন। কিন্তু তাঁদের বক্তব্য, যেহেতু তাঁদের অযোগ্য ঘোষণা করা হয়েছে, তাই তাঁরা আর খাতা দেখতে রাজি নন। অনেকেই খাতা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এই পরিস্থিতিতে বোর্ড পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ ব্যাহত হতে পারে, যার সরাসরি প্রভাব পড়বে পরীক্ষার ফলপ্রকাশে। অনেক শিক্ষক প্রশ্ন তুলেছেন—যদি তাঁরা অযোগ্য, তবে তাঁদের দ্বারা মূল্যায়িত খাতা কি প্রশ্নের মুখে?

চাকরিচ্যুত শিক্ষকরা খাতা দেখতে না চাইলে প্রথমে তাদের কাছ থেকে খাতা জমা নেওয়া, আবার নতুন করে নতুন পরীক্ষকদের খাতা এলোট করতে হবে। এতে সময় লাগতে পারে এবং ফলপ্রকাশ বিলম্বিত হওয়ার আশঙ্কা থেকেই যায়।

গুরুত্বপূর্ণ: Students Aadhar Update: পড়ুয়াদের আধার আপডেট বাধ্যতামূলক: নতুন নির্দেশিকা শিক্ষা দপ্তরের!

মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অবস্থান

মধ্যশিক্ষা পর্ষদ এখনই কিছু বলতে না চাইলেও, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি জানিয়েছেন, বেশ কয়েকজন শিক্ষক খাতা না দেখার কথা জানিয়েছেন। যদি চাকরি হারানো শিক্ষকদের সংখ্যা বেশি হয়, তবে ফলপ্রকাশ পিছিয়ে যাওয়াটা এক প্রকার অনিবার্য।

তবে, এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা তুলনামূলক কম থাকায় সমস্যা কিছুটা নিয়ন্ত্রিত থাকতেও পারে। তবুও, পুরো বিষয়টি সংসদ গভীরভাবে পর্যালোচনা করছে।

অবশ্যই দেখুন: Student Credit Card: ছাত্রছাত্রীরা পাবে সরকারি লোন! স্টুডেন্ট ক্রেডিট কার্ড

📢 ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের প্রতি বার্তা

এই মুহূর্তে আতঙ্ক বা চিন্তার কিছু নেই। শিক্ষা সংসদ এবং পর্ষদ বিষয়টি নিয়ে যথাযথ ব্যবস্থা নিচ্ছে। ছাত্র-ছাত্রীদের উচিত এখনই পড়াশোনায় মনোযোগী থাকা, কারণ তাঁদের ভবিষ্যৎই এই সময়ের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়।

মাধ্যমিক রেজাল্টউচ্চমাধ্যমিক রেজাল্ট
All Latest Update →All Latest Update →
WBBSE Portal: wbbse.wb.gov.inWBCHSE Portal: wbchse.wb.gov.in

এই সংকটজনক পরিস্থিতির উন্নতি, রেজাল্ট প্রকাশ সংক্রান্ত নির্ভরযোগ্য আপডেট, শিক্ষাবিষয়ক গুরুত্বপূর্ণ মতামত ও খবর পেতে আমাদের EduTips-এর সঙ্গে যুক্ত থাকুন নিয়মিত

Join Group

Telegram