HS Mathematics Question Paper 2024 (Solution) উচ্চমাধ্যমিক গণিত প্রশ্নপত্র ২০২৪, উত্তর সহ PDF!

HS Mathematics Question Paper 2024 WBCHSE

WBCHSE Math Question Paper 2024 with Solutions: প্রিয় উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীরা আজ ছিল তোমাদের অংক পরীক্ষা! গত ১৬ই ফেব্রুয়ারি থেকে রীতিমতো চলছে উচ্চ মাধ্যমিক এবং পরীক্ষা প্রায় শেষের দিকে। পরীক্ষা আর এখনো পর্যন্ত প্রায় অনেকগুলি পরীক্ষায় হয়ে গিয়েছে। আজ গণিত পরীক্ষা ছিল। আর আজকে এই প্রতিবেদনের মাধ্যমে এই গণিত পরীক্ষার প্রশ্নের pdf এবং তার সঙ্গে প্রশ্নের কিছু কিছু উত্তর আলোচনা করে দেওয়া হয়েছে।

   
HS Mathematics Question Paper 2024
পূর্ণমান৮০ নম্বর
তারিখ২৭ ফেব্রুয়ারী, ২০২৪ (মঙ্গলবার)
পরীক্ষার সময়সূচি৩ ঘন্টা ১৫ মিনিট
প্রশ্নপত্রের পিডিএফনিচে দেওয়া আছে

উচ্চ মাধ্যমিক গণিত প্রশ্নপত্র (HS Mathematics Question Paper 2024)

বোর্ডের যেকোন পরীক্ষা দেওয়ার জন্য সেই পরীক্ষার বিগত বছরের বিভিন্ন প্রশ্নপত্র সম্পর্কে অবশ্যই অবগত থাকতে হয়। তো সেই অনুযায়ী যে সমস্ত ছাত্রছাত্রীরা ২০২৫ সালে উচ্চমাধ্যমিক দেবে তাদেরকে অবশ্যই ২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্ন সংগ্রহ করতে হবে। কারণ এর থেকে তারা জানতে পারবে যে তাদের জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ।

উচ্চ মাধ্যমিক অংক MCQ উত্তর | WBCHSE Math Question 2024 with Solutions1.(d) 2. (a) 3. (c) 4. (d) 5. (d) 6. (a) 7. (a) 8. (a) 9. (d) 10. (c)

HS Mathematics Question Paper PDF 2024

উচ্চ মাধ্যমিক গণিত প্রশ্নপত্র ২০২৪3.8 MB
Download Now
জীববিদ্যা (Biology)Download Pdf

মিস করবেন না! HS Exam 2025: উচ্চমাধ্যমিক পরীক্ষার নিয়মে বদল! ২০২৫ থেকে জারি হচ্ছে নতুন নিয়ম।

উচ্চমাধ্যমিক গণিত পরীক্ষার শুধুমাত্র শর্ট কোশ্চেনের উত্তরগুলো দেওয়া রইল। আর বড় প্রশ্নের উত্তর তোমরা নিজে থেকে অংক করে দেখে নেবে। বড় প্রশ্নের উত্তর এইভাবে পোষ্টের মাধ্যমে দেওয়া যায় না। তাই শুধুমাত্র শর্ট কোশ্চেনের উত্তর গুলো লিখে দেওয়া রইল দেখে নাও।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram