HS Philosophy Suggestion 2025: উচ্চমাধ্যমিক দর্শন সাজেশন ২০২৫! লজিক, টীকা ও বড় প্রশ্ন PDF সহ!

Anjan Mahata

Published on:

HS Philosophy Suggestion WBCHSE

দর্শন হল জীবনের সকল সমস্যার সারাংশ, আমাদের জীবনকে সুন্দর ও সুস্থভাবে পরিচালনা করতে সাহায্য করে। উচ্চ মাধ্যমিক দর্শন পাঠ্যক্রমে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর ভালো দখল থাকলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করা সহজ।

তবে চিন্তা নেই আজ EduTips-বাংলার পক্ষ থেকে সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দর্শন বা ফিলোজফি বিষয়ের অধ্যায় ভিত্তিক সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেশন নিয়ে আসা হয়েছে। যেগুলো ভালো করে প্র্যাকটিস করলে পরীক্ষা দে তো কমন পাবেই তার সঙ্গে সঙ্গে ভালো নম্বরও তোমরা পাবে।

HS Philosophy Suggestion 2025 (উচ্চ মাধ্যমিক দর্শন সাজেশন)

যে ৫ টি অধ্যায় থেকে বড় প্রশ্ন দেওয়া হয়েছে সেই ৫ টি অধ্যায় থেকেই শুধুমাত্র বড় প্রশ্ন আসে। অন্য যে অধ্যায় গুলি থেকে বড় প্রশ্ন দেওয়া হয়নি সেগুলি থেকে তোমাদের wbchse HS Philosophy-এর জন্য কোন বড় প্রশ্ন পড়তে হবে না।

HS Philosophy Suggestion 2025
বিষয়দর্শন (ফিলোজফি)
পরীক্ষার তারিখ১০ই মার্চ, ২০২৫ (সোমবার)

গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ (প্রশ্নমান: ৪ ও ৮)

১) নিরপেক্ষ বচন বলতে কি বোঝো? গুণ ও পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচনগুলির শ্রেণীবিভাগ করো। উদাহরণসহ নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য করো।

২) পদের ব্যাপ্যতা বলতে কী বোঝো? A,E,I,O -বচনগুলির কোন কোন্ পদ ব্যাপ্য তা আলোচনা করো।
৩) বিবর্তন কাকে বলে? দৃষ্টান্তসহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো।
৪) আবর্তন কাকে বলে? আবর্তনের নিয়মগুলি উদাহরণ সহ লেখ।
৫) সরল আবর্তন ও সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য কর।
৬) ‘A’ বচনের সরল আবর্তন কী সম্ভব? আলোচনা কর।
৭) ‘০’ বচনের আবর্তন কেন সম্ভব নয়? উদাহরণসহ ব্যাখা করো।
৮) মিলের অন্বয়ী পদ্ধতি আলোচনা করো। (সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা দুটি, অসুবিধা দুটি)
৯) মিলের অন্বয়ী-ব্যাতিরেকী পদ্ধতি ব্যাখ্যা করো। (সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা দুটি, অসুবিধা দুটি)

গুরুত্বপূর্ণ টীকা লেখ

১) মন্দ উপমা।
২) সহকার্যকে কারণ বলে মনে করার দোষ।
৩) অবৈধ সামান্যীকরণ দোষ।
৪) একটি অবান্তর বিষয়কে কারণ হিসেবে গণ্য করার দোষ।
৫) অব্যাপ্য হেতুদোষ
৬) অবৈধ পক্ষদোষ
৭) অবৈধ সাধ্য দোষ।
৮) চারিপদ ঘটিত দোষ।
৯) নিরপেক্ষ ন্যায়ের সংস্থান।
১০) নিরপেক্ষ ন্যায়ের মুর্তি।
১১) নিরপেক্ষ ন্যায়ে সাধ্য, পক্ষ ও হেতুপদের কাজ।
১২) উভয় আশ্রয়বাক্য নঞর্থক জনিত দোষ।

উচ্চ মাধ্যমিক দর্শন লজিক (HS Philosophy Logic) সাজেশন

১) গুণ ও পরিমান নির্ণয় করো।
২) আবর্তন ও বিবর্তন/ বিবর্তনের আবর্তন
৩) বৈধতা বিচার করো
৪) বিচার করো এবং দোষ থাকলে উল্লেখ করো।

লজিক পাঠ থেকে এই ধরনের প্রশ্ন থাকবে, লজিক পাঠ আর সাধারণ পাঠ এই দুটি পাঠের মধ্যে থেকে যেকোনো একটি পাঠের প্রশ্নের উত্তর করতে হবে।

লজিক পাঠ থেকে এই ধরনের প্রশ্ন থাকতে পারে, লজিক পাঠ আর সাধারণ পাঠ এই দুটি পাঠের মধ্যে থেকে যেকোনো একটি পাঠের প্রশ্নের উত্তর করতে হবে। তোমাদের পছন্দমত যে কোন একটি পাঠের প্রশ্নের উত্তর দিলে হবে।

নীচের বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত বচনে রূপান্তরিত করে কোন পদ ব্যাপ্য ও কোন্ পদ অব্যাপ্য তা উল্লেখ করো?

i. প্রত্যেক লোকেরই ভুল হতে পারে। ii. চিরস্থায়ী বলে কিছু হয় না। iii. একটি ছাড়া সব ধাতু দামি। iv. কিছু ধারণা সহজাত নয়।

HS Philosophy Suggestion 2025 PDF: উচ্চ মাধ্যমিক ফিলোজফি সাজেশন

উচ্চ মাধ্যমিক দর্শন সাজেশন PDF (অধ্যায় ভিত্তিক ও ইম্পরট্যান্ট প্রশ্ন সহ)637
KB
PDF Download ↓

উপরের বড় প্রশ্ন গুলি উত্তর সহ, সঙ্গে গুরুত্বপূর্ণ সাজেশন স্পেশাল PDF মাত্র ₹20 টাকাতে কিনে নিতে ক্লিক করো 👇

hs philosophy

উচ্চমাধ্যমিক -এর অন্যান্য বিষয় নোটস এবং সাজেশন জন্য আমাদের “টার্গেটwhatsapp গ্রুপ জয়েন করতে পারো: Join Now ↗

প্রশ্নগুলিকে তোমরা একটু বেশি গুরুত্ব দেবে এই শেষ মুহূর্তে সাজেশন গুলো ভালো করে লেখা প্র্যাকটিস করবে পয়েন্ট করে করে। আর তারপর তোমরা যদি নিজেরা চাও বাড়তি প্রশ্ন করতেই পারো। আরো অন্যান্য বিষয়ের সমস্ত সাজেশনই আমাদের পোর্টালে রয়েছে তাই হোমপেজ ভিজিট করে ডাউনলোড করে নিতে পারো।

উচ্চ মাধ্যমিক আরো সাজেশন:

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram