দর্শন হল জীবনের সকল সমস্যার সারাংশ, আমাদের জীবনকে সুন্দর ও সুস্থভাবে পরিচালনা করতে সাহায্য করে। উচ্চ মাধ্যমিক দর্শন পাঠ্যক্রমে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর ভালো দখল থাকলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করা সহজ।
তবে চিন্তা নেই আজ EduTips-বাংলার পক্ষ থেকে সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দর্শন বা ফিলোজফি বিষয়ের অধ্যায় ভিত্তিক সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেশন নিয়ে আসা হয়েছে। যেগুলো ভালো করে প্র্যাকটিস করলে পরীক্ষা দে তো কমন পাবেই তার সঙ্গে সঙ্গে ভালো নম্বরও তোমরা পাবে।
HS Philosophy Suggestion 2024 (উচ্চ মাধ্যমিক দর্শন সাজেশন)
যে ৫ টি অধ্যায় থেকে বড় প্রশ্ন দেওয়া হয়েছে সেই ৫ টি অধ্যায় থেকেই শুধুমাত্র বড় প্রশ্ন আসে। অন্য যে অধ্যায় গুলি থেকে বড় প্রশ্ন দেওয়া হয়নি সেগুলি থেকে তোমাদের HS Philosophy 2024 এর জন্য কোন বড় প্রশ্ন পড়তে হবে না।
HS Philosophy Suggestion 2024 | |
বিষয় | দর্শন |
পরীক্ষার তারিখ | ২৩ ফেব্রুয়ারী, ২০২৪ (শুক্রবার) |
বচন
1. বচন বলতে কী বোঝো? বচন এবং বাক্যের মধ্যে পার্থক্য করো?
2. নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কী বোঝো?
3. গুণ ও পরিমাণ অনুসারে বচনের শ্রেণীবিভাগ কর? উদাহরণসহ নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য লেখ? বচনের সংযোজকের কাজ কি?
■ লজিক পাঠ থেকে এই ধরনের প্রশ্ন থাকবে, লজিক পাঠ আর সাধারণ পাঠ এই দুটি পাঠের মধ্যে থেকে যেকোনো একটি পাঠের প্রশ্নের উত্তর করতে হবে।
নীচের বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত বচনে রূপান্তরিত করে কোন পদ ব্যাপ্য ও কোন্ পদ অব্যাপ্য তা উল্লেখ করো?
i. প্রত্যেক লোকেরই ভুল হতে পারে।
ii. চিরস্থায়ী বলে কিছু হয় না।
iii. একটি ছাড়া সব ধাতু দামি।
iv. কিছু ধারণা সহজাত নয়।
বচনের বিরোধিতা ও বিরুপতা
HS Philosophy 2024 এর জন্য এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলি হল-
1. অমাধ্যম অনুমান কী? দৃষ্টান্ত সহকারে মাধ্যম এবং অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো?
2. নিষেধ মূলক আবর্তন বলতে কী বোঝো এই আবর্তন কি বৈধ?
3. বচনের সরল আবর্তন কি সম্ভব? বচনের আবর্তন সম্ভব নয় কেন?
অথবা, বিবর্তন কাকে বলে? বিবর্তন কে অমাধ্যম অনুমান বলা হয় কেন? দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা কর?
নিম্নলিখিত বাক্যগুলির আবর্তের বিবর্তন বা বিবর্তের আবর্তন করো ?
i. একমাত্র দেবতারাই সুন্দর।
ii. কদাচিৎ ভারতীয় বাঙালি নয়।
iii. বুদ্ধিমানরা শিক্ষিত নয়।
iv. কোনো হরিণ মাংসাশী নয়।
নিরপেক্ষ ন্যায়
টীকা লেখো
- 1. নিরপেক্ষ ন্যায়ের সংস্থান
- 2. অবৈধ সাধ্য দোষ
- 3. চতুষ্পদ ঘটিত দোষ
- 4. নঞর্থক আশ্রয় বাক্য জনিত দোষ
- 5. নিরপেক্ষ ন্যায়ের সাধ্যপদ, পক্ষপদ ও হেতুপদ এর কাজ
■ লজিক পাঠ থেকে এই ধরনের প্রশ্ন থাকতে পারে, লজিক পাঠ আর সাধারণ পাঠ এই দুটি পাঠের মধ্যে থেকে যেকোনো একটি পাঠের প্রশ্নের উত্তর করতে হবে। তোমাদের পছন্দমত যে কোন একটি পাঠের প্রশ্নের উত্তর দিলে হবে।
নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে পরিণত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো? প্রত্যেকটির বৈধতা বিচার করো:
i. চন্দ্র পৃথিবীর চারদিকে ঘোরে; পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে; অতএব চন্দ্র সূর্যের চারদিকে ঘোরে।
মিলের পরীক্ষামূলক পদ্ধতি
HS Philosophy 2024 এর জন্য এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলি হল-
1. মিলের অন্বয়ী পদ্ধতি ও ব্যতিরেকি পদ্ধতি আলোচনা করো ?
2. মিলের সহ পরিবর্তন পদ্ধতি আলোচনা করো? সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা (দুটি), অসুবিধা (দুটি)
লজিক পাঠ
“মশার কামড় ম্যালেরিয়ার কারণ। কেননা যাদেরই ম্যালেরিয়া হয়েছে তাদেরই মশা কামড়েছে।”-প্রদত্ত দৃষ্টান্তে মিলের কোন পদ্ধতি অনুসরণ করা হয়েছে? পদ্ধতিটি ব্যাখ্যা করো? – চিহ্নিতকরণ, সংজ্ঞা, আকার, সুবিধা (দুটি), অসুবিধা (দুটি)
আবোহমূলক দোষ
টীকা লেখো
- 1. আবশ্যিক শর্তকে সম্পূর্ণ কারণ হিসেবে গণ্য করা জনিত দোষ।
- 2. অবৈধ সামান্যীকরণ দোষ।
- 3. কাকতালীয় দোষ।
- 4. অপর্যবেক্ষণ দোষ।
HS Philosophy Suggestion 2024 PDF: উচ্চ মাধ্যমিক ফিলোজফি সাজেশন ২০২৪
উচ্চ মাধ্যমিক দর্শন সাজেশন PDF (অধ্যায় ভিত্তিক ও ইম্পরট্যান্ট প্রশ্ন সহ) | 530 KB |
PDF Download ↓ | ✅ |
সংগ্রহ করে নাও » HS Test Paper 2024 (Arts & Commerce) উচ্চমাধ্যমিক টেস্ট পেপার! মডেল প্রশ্ন, মক টেস্ট সহ PDF সংগ্রহ করে নাও
প্রশ্নগুলিকে তোমরা একটু বেশি গুরুত্ব দেবে এই শেষ মুহূর্তে সাজেশন গুলো ভালো করে লেখা প্র্যাকটিস করবে পয়েন্ট করে করে। আর তারপর তোমরা যদি নিজেরা চাও বাড়তি প্রশ্ন করতেই পারো।
আরো অন্যান্য বিষয়ের সমস্ত সাজেশনই আমাদের পোর্টালে রয়েছে তাই হোমপেজ ভিজিট করে ডাউনলোড করে নিতে পারো।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »