HS Political Science Suggestion 2025: উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন, কমন পাবেই! PDF সংগ্রহ করে নাও

Anjan Mahata

Published on:

HS Political Science Suggestion 2025: উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার জন্য চিন্তা হচ্ছে কি? তাহলে এই পোস্টটি আপনার জন্য। এই পোস্টে আমরা উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় কমন পড়ার সম্ভাবনা রয়েছে এমন কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। মনে রাখবে প্রশ্নগুলি আসার সম্ভাবনা সর্বাধিক এবং সেরা প্রশ্ন তাই মন দিয়ে এগুলো প্র্যাকটিস করে গেলে এবং ভালো করে তৈরি করে গেলে, ভালো রকম নম্বর পেয়ে যাবে রাষ্ট্রবিজ্ঞানের মত বিষয়তে।

HS Political Science Suggestion 2025
বিষয়রাষ্ট্রবিজ্ঞান
পরীক্ষার তারিখ17.03.2025 (সোমবার)

HS POLITICAL SCIENCE SUGGESTION 2025 (উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন প্রশ্ন)

তোমরা পিডিএফ এর মধ্যেই কিছু আমাদের প্রিমিয়াম সাজেশন এর শর্ট প্রশ্ন Free তে পেয়ে যাবে সেগুলো আমরা দিয়ে দিয়েছি।

নিচের প্রশ্নগুলি খুব খুব ভালো করে করে যাবে এই বড় প্রশ্নগুলো থেকে প্রায়ই কমন পেয়েই যাবে। এগুলোর উত্তর নিজেদের যদি নোট থাকে সেখান থেকে দেখে নিতে পারো অথবা সম্পূর্ণ স্পেশাল নোটস সংগ্রহ করে নিতে পারো!

১) ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও?
২) বিশ্বায়নের সংজ্ঞা লেখ? বিশ্বায়নের বিভিন্ন রূপ পর্যালোচনা কর। ★★
অথবা,
বিশ্বায়ন বলতে কী বোঝো? বিশ্বায়নের বিভিন্ন প্রকার গুলি উল্লেখ কর।
৩) কাল মার্কসের মূল সূত্র গুলি আলোচনা করো।
অথবা,
কার্ল মার্কস এর রাষ্ট্রতত্ত্বটি আলোচনা কর।

৪) ক্ষমতা বলতে কি বোঝো? ক্ষমতার উপাদান গুলি বিশ্লেষণ কর?
অথবা,
ক্ষমতা কাকে বলে? জাতীয় ক্ষমতার মূল উপাদান গুলি বিশ্লেষণ কর?
৫) উদারনীতিবাদ কাকে বলে? এর গুলি আলোচনা করো। ★★★
অথবা,
উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্য গুলি ব্যাখ্যা কর।
অথবা,
উদারনীতিবাদের মূল সূত্র গুলি ব্যাখ্যা কর।
৬) জাতীয় স্বার্থের প্রকৃতি সংক্ষেপে ব্যাখ্যা কর?
অথবা
জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায় গুলি উল্লেখ কর?

৭) লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী লেখ?
৮) ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা কর!
৯) দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি লেখ?
১০) ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা কর।
১১) ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা কর। ★★★

১২) ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলীর আলোচনা কর? ★★
১৩) ভারতীয় পার্লামেন্টের গুরুত্বপূর্ণ ক্ষমতাগুলি আলোচনা কর!
১৪) ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী সংক্ষেপে আলোচনা কর।★★
১৫) টীকা লেখ: ক্রেতা সুরক্ষা আদালত।

WBCHSE WB HS Pol Science PDF Download: উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন PDF

উপরের মাত্র 15 টা প্রশ্ন তোমরা ভালোভাবে করে গেলে সেখান থেকেই সমস্ত ধরনের উত্তর তোমরা লেখা আসতে পারবে যেহেতু মাত্র 15 টা প্রশ্ন তাই এটার জন্য আলাদা করে আর পিডিএফ-এর পাশাপাশি, প্রিমিয়াম সাজেশন এর শর্ট প্রশ্ন কয়েকটা দেওয়া থাকবে।

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন শেষ মুহূর্তের গুরুত্বপূর্ণ প্রশ্ন1 MB
PDF Download ↓

নিচের স্পেশাল সাজেশন, শর্ট প্রশ্ন, পাশাপাশি বড় প্রশ্ন উত্তর করে দেওয়া রয়েছে, ₹20 টাকা দিয়ে উত্তর সহ এগুলো তোমরা সংগ্রহ করে নিতে পারো 👇

hs polsc
এক্ষুনিও ক্লিক করে সংগ্রহ করো

এই প্রশ্নগুলি ছাড়াও উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় আরও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন কমন পড়তে পারে। এই প্রশ্নগুলি আগে অবশ্যই তৈরি করবে, তারপরে সময় থাকলে তোমরা বাকি বড় প্রশ্ন করতে পারো এবং শর্ট প্রশ্নের জন্য তোমাদের কিন্তু ভালো রকম ভাবে জ্ঞান থাকতে হবে তবে কিন্তু করতে পারবে। তাই এই প্রশ্নগুলির পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিও ভালোভাবে প্রস্তুতি নাও।

সাজেশন » HS Geography Suggestion 2025: উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন!

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram