HS Political Science Suggestion 2024: উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন, এই প্রশ্নগুলি থেকে কমন পাবেই!

HS Political Science Suggestion 2024 PDF

উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার জন্য চিন্তা হচ্ছে ফোন করেছিলে কি? তাহলে এই পোস্টটি আপনার জন্য। এই পোস্টে আমরা উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় কমন পড়ার সম্ভাবনা রয়েছে এমন কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। মনে রাখবে প্রশ্নগুলি আসার সম্ভাবনা সর্বাধিক এবং সেরা প্রশ্ন তাই মন দিয়ে এগুলো প্র্যাকটিস করে গেলে এবং ভালো করে তৈরি করে গেলে, ভালো রকম নম্বর পেয়ে যাবে রাষ্ট্রবিজ্ঞানের মত বিষয়তে।

   

HS POLITICAL SCIENCE SUGGESTION 2024 (উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ২০২৪)

HS Political Science Suggestion 2024
বিষয়রাষ্ট্রবিজ্ঞান
পরীক্ষার তারিখ২৮ ফেব্রুয়ারী, ২০২৪ (বুধবার)

1. আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখ।

2. আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝে। আন্তজাতিক সম্পর্কের বিকাশের ধারা আলোচনা কর।

3. বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের বিভিন্ন রূপ আলোচনা কর।

4. রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে মার্কসীয় তত্ত সমালোচনা সহ আলোচনা কর।

5. কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদী তত্ত্ব টি সমালোচনা সহ আলোচনা কর।

6. মার্কসের দ্বন্দ্বমূলক বস্তুবাদী তত্ত্ব সমালোচনা সহ আলোচনা কর।

7. ভারতের প্রধান মন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা কর।

৪. অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা কর।

9. জরুরী ক্ষমতা বলতে কী বোঝ। ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতার বিবরন দাও।

10. পার্লামেন্টের উভয় কক্ষের সাংবিধানিক আলোচনা কর।

11. লোকসভার স্পিকারের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা কর।

12. অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা কর।

13.ক্রেতা সুরক্ষা আদালত কাকে বলে? ক্রেতা সুরক্ষা আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা কর।

14. ভারতের লোক আদালতের গঠন, উদ্দেশ্য ও কার্যাবলী আলোচনা কর।

উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন pdf

উপরের মাত্র 14 টা প্রশ্ন তোমরা ভালোভাবে করে গেলে সেখান থেকেই সমস্ত ধরনের উত্তর তোমরা লেখা আসতে পারবে যেহেতু মাত্র 14 টা প্রশ্ন তাই এটার জন্য আলাদা করে আর পিডিএফ দেওয়া হচ্ছে না। তোমরা নিজেদের খাতায় ১৪টা প্রশ্ন অবশ্যই টুকে নিও এবং তারপর সেগুলোর উত্তর লিখবে।

উচ্চমাধ্যমিক অন্যান্য বিষয়ের সাজেশন »

এই প্রশ্নগুলি ছাড়াও উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় আরও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন কমন পড়তে পারে। এই প্রশ্নগুলি আগে অবশ্যই তৈরি করবে, তারপরে সময় থাকলে তোমরা বাকি বড় প্রশ্ন করতে পারো এবং শর্ট প্রশ্নের জন্য তোমাদের কিন্তু ভালো রকম ভাবে জ্ঞান থাকতে হবে তবে কিন্তু করতে পারবে। তাই এই প্রশ্নগুলির পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিও ভালোভাবে প্রস্তুতি নাও।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram