পশ্চিমবঙ্গ শিক্ষা সংসদ (WBCHSE) সম্প্রতি উচ্চমাধ্যমিক প্রাক্টিক্যাল এবং প্রজেক্ট পরীক্ষার (২০২৫) জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা প্রকাশ করেছে। পরীক্ষার তারিখ অনলাইনে নম্বর জমা তার পাশাপাশি গুরুত্বপূর্ণ এই নির্দেশিকাগুলি ছাত্রছাত্রী এবং শিক্ষকদের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হবে।
উচ্চ মাধ্যমিক প্রাক্টিক্যাল ও প্রজেক্ট পরীক্ষা ২০২৫ (HS Practical Project Exam Date & Guidelines)
বর্তমানে অনেক স্কুলেই টেস্ট পরীক্ষা চলছে বা অধিকাংশ স্কুলে হয়তো কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে। তার পরে ছাত্র-ছাত্রীদের ফাইনাল বোর্ড পরীক্ষার জন্য প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট এর যে পরীক্ষা সেটা শুরু হবে 2রা ডিসেম্বর এবং চলবে 20 ডিসেম্বর পর্যন্ত। তার মধ্যে স্কুল নিজের সময় মত এই পরীক্ষা নিতে পারবে। প্রজেক্ট এর ক্ষেত্রেও একইভাবে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই জমা নেওয়া হয়ে যাবে।
ইভেন্ট | নির্ধারিত সময়সূচি |
---|---|
প্রাক্টিক্যাল পরীক্ষা শুরু | ২ ডিসেম্বর ২০২৪ |
প্রাক্টিক্যাল পরীক্ষা শেষ | ২০ ডিসেম্বর ২০২৪ |
সংসদে খাতা ও প্রশ্নপত্র বিতরণ (স্কুলের জন্য) | ২৭ নভেম্বর ২০২৪ |
প্রজেক্ট ও প্র্যাকটিক্যাল মার্কস জমা দেওয়া (অনলাইন) | ৬ ডিসেম্বর ২০২৪ থেকে ৩১ ডিসেম্বর ২০২৪ |
পরীক্ষা পরিচালনার নির্দেশিকা ও অনলাইন মার্কস জমা
পরীক্ষা পরিচালনা ও সংশ্লিষ্ট বিষয় শিক্ষক:
- শুধুমাত্র সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকই প্রাক্টিক্যাল পরীক্ষা পরিচালনা করবেন।
- যদি কোনো বিষয়ে স্কুলে শিক্ষক না থাকেন, তবে পার্শ্ববর্তী স্কুল থেকে শিক্ষক নিয়োগের সুযোগ থাকবে। তবে, এর জন্য সংশ্লিষ্ট আঞ্চলিক অফিস থেকে অনুমতি নিতে হবে।
আরো দেখুন: HS Admit Card: উচ্চমাধ্যমিক এডমিট নিয়ে বড় ঘোষণা সংসদের! সুবিধা হবে ছাত্রছাত্রীদের,
মূল্যায়ন এবং খাতা সংরক্ষণ:
- পরীক্ষকের স্বাক্ষর ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুমোদন খাতার উপর আবশ্যক।
- মূল্যায়নকৃত খাতা সংসদে জমা দেওয়ার প্রয়োজন নেই। তবে, খাতাগুলি বিদ্যালয়ের নিরাপদ হেফাজতে রাখতে হবে।
মার্কস জমা দেওয়ার সময় ৬ ডিসেম্বর ২০২৪ থেকে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত। অনলাইন WBCHSE-এর পোর্টাল (https://wbchseapplication.wb.gov.in/) ব্যবহার করে নম্বর জমা দিতে হবে। প্রজেক্ট নম্বর অনলাইন মাধ্যমে একই সময়ে জমা দিতে হবে।
গুরুত্বপূর্ণ | লিংক |
---|---|
H.S. Practical & Proiect Examinations, 2025 No. : UPR/413/2024 Date: 20/11/2024 | Download PDF |
উচ্চমাধ্যমিক পরীক্ষার সাজেশন | HS Suggestion |
** দ্বাদশ শ্রেণী উচ্চমাধ্যমিক প্রস্তুতি (টার্গেট HS whatsapp গ্রুপ) : Click to Join
সঠিক নির্দেশ অনুসরণ করে পরীক্ষা পরিচালনা করলে নির্ভুলতা বজায় থাকবে এবং পরীক্ষার প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। যেকোনো প্রশ্ন থাকলে আঞ্চলিক অফিসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »