HS Previous Year Question Paper 2023 Pdf (Science): উচ্চ মাধ্যমিক বিগত সালের প্রশ্ন উত্তর ২০২৪।

hs Previous year question paper

HS Previous Year Question Paper 2023 Pdf (Science): আর মাত্র কয়েকদিন পরেই শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার ৪ দিন পর থেকেই শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা যতই এগিয়ে আসছে ছাত্রছাত্রীদের প্রস্তুতিও তত জোর কদমে চলছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতিকে আরোও মজবুত করার জন্য অবশ্যই বিগত বছরের প্রশ্নপত্র এনালাইসিস করা জরুরি।

   

আজকের এই পোস্টে উচ্চ মাধ্যমিক ২০২৩ সালের বিজ্ঞান বিভাগের প্রশ্নপত্রটি ছাত্র-ছাত্রীদের জন্য দেওয়া হয়েছে। ছাত্র-ছাত্রীরা সরাসরি বিষয়ভিত্তিক সমস্ত বিষয়ের প্রশ্নপত্র “Download Now” অপশনটিতে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবে।

উচ্চ মাধ্যমিক বিগত সালের প্রশ্ন (২০২৩)

উচ্চ মাধ্যমিক ২০২৩ সালের প্রশ্ন এনালাইসিস করে ছাত্রছাত্রীরা বুঝতে পারবে যে কোন প্রশ্নগুলো এই বছর অর্থাৎ ২০২৪ সালের জন্য গুরুত্বপূর্ণ এবং কোন প্রশ্নগুলি ২০২৩ সালে এসেছিল তাহলে সে ক্ষেত্রে সেই প্রশ্নগুলি ছাত্র-ছাত্রীরা বাদ দিয়ে পড়বে।

hs previous year question paper 2023 Pdf (Science)
বিষয়ডাউনলোড লিংক
বাংলা (1st Language)Download Now
ইংরেজি (2nd Language)Download Now
গনিত (Mathematics)Download Now
জীববিদ্যা (Biological Science)Download Now
রসায়ন (Chemistry)Download Now
পদার্থবিদ্যা (Physics)Download Now
hs previous year question paper

উচ্চ মাধ্যমিক প্রশ্ন কি রিপিট হতে পারে

কিন্তু অবশ্যই মনে রাখবে অনেক সময় উচ্চ মাধ্যমিকের প্রশ্ন রিপিট হতেও দেখা গিয়েছে। তাই ২০২৩ সালে যে প্রশ্নগুলি পড়েছিল সেগুলো ২০২৪ সালে আসবে না তার কোন গ্যারান্টি নেই। তাই অবশ্যই ২০২৩ সালে যে প্রশ্ন গুলি উচ্চ মাধ্যমিক পরীক্ষা এসেছিল সেই প্রশ্নগুলিও একবার ভালোভাবে দেখে নিও। কারণ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে কোথাও অফিসিয়ালি ভাবে জানানো হয়নি যে উচ্চ মাধ্যমিকের প্রশ্ন রিপিট হবে না তাই অন্যান্য প্রশ্নের সাথে সাথে বিগত বছরের প্রশ্নগুলিও গুরুত্ব দেওয়া উচিত।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট » https://wbchse.wb.gov.in/

অবশ্যই পড়ুন » উচ্চমাধ্যমিক পরীক্ষায় খাতা সাজিয়ে নাম্বার বাড়ানোর কৌশল, মাত্র ১% ছেলে মেয়েরাই জানে! অবশ্যই দেখে নাও

উচ্চ মাধ্যমিক সকল পরীক্ষার্থীদের জন্য শুভকামনা। তোমরা মন দিয়ে পড়াশোনা করো এবং জীবনের লক্ষ্যে এগিয়ে যাও। উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগের সমস্ত বিষয় ভিত্তিক সাজেশন অলরেডি পাবলিশ করে দেওয়া হয়েছে তাই তোমরা যদি সাজেশন গুলি এখনো সংগ্রহ না করে থাকো তাহলে অবশ্যই নিচের লিংকে ক্লিক করে সমস্ত বিষয়ে ভিত্তিক সাজেশন ডাউনলোড করে নাও।

উচ্চ মাধ্যমিক সাজেশন ২০২৪ (Science) » Download all Subjects Suggestion [PDF]

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram