HS 2024 Result Scrutiny and Review: পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। যারা তাদের ফলাফলে সন্তুষ্ট নন তারা স্ক্রুটিনি ও রিভিউয়ের জন্য আবেদন করতে পারবেন। তবে এবার থেকে, তৎকাল পরিষেবা নামে একটি নতুন সুবিধা চালু করা হয়েছে যার মাধ্যমে ছাত্র-ছাত্রীরা দ্রুত ও সহজে তাদের নম্বর সংশোধন করতে পারবেন।
HS Result Scrutiny- Review Tatkal Service
যদি আপনি মনে করেন আপনার নম্বর ভুল হয়েছে, কম এসেছে – সেটা কোন একটা বিষয় হতে পারে বা সম্পূর্ণ রেজাল্ট, তাহলে অবশ্যই স্ক্রুটিনি বা রিভিউয়ের জন্য আবেদন করুন। আবেদন করার আগে, নিয়মকানুন ভালো করে পড়ে নিন ও সঠিক সময়ের মধ্যে আবেদন করুন।
দেখে নিন: Students Internship Scheme: নতুন প্রকল্পে মাসে ১০০০০ টাকা পাবে ছাত্র-ছাত্রীরা! কবে থেকে আবেদন
উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের Tatkal স্ক্রুটিনি ও রিভিউয়ের নতুন নিয়ম!
- তৎকাল পরিষেবা: এই পরিষেবার মাধ্যমে, পরীক্ষার্থীরা মাত্র ৭ দিনের মধ্যে তাদের নতুন মার্কশিট পেতে পারবেন।
- আবেদন: ১০ই মে দুপুর ২ টো থেকে ১৩ই মে মধ্যরাত পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
- ফি: স্ক্রুটিনির জন্য প্রতি বিষয় ৬০০ টাকা এবং রিভিউয়ের জন্য প্রতি বিষয় ৮০০ টাকা।
- সাধারণ স্ক্রুটিনি ও রিভিউ: যারা তৎকাল পরিষেবা চান না, তারা ১০ থেকে ১৫ই মে তারিখের মধ্যে সাধারণ স্ক্রুটিনি ও রিভিউয়ের জন্য আবেদন করতে পারবেন।
সমস্ত পদ্ধতি নিয়ে বিস্তারিত পোস্ট ইতিমধ্য একটি লেখা রয়েছে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন –
Read Now: HS Tatkal PPR/PPS All Details: ৭ দিনের মধ্যেই আসবে স্ক্রুটিনি ও রিভিউয়ের ফলাফল!
পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তৎকাল পরিষেবা চালু করা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি দ্রুত ও সহজে নম্বর সংশোধনের সুযোগ করে দেবে। তবে, সাধারণ স্ক্রুটিনি ও রিভিউয়ের বিকল্পও থাকবে। আপাতত ছাত্র-ছাত্রীদের স্কুলের মার্কশীট পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে তারপরেই সমস্ত কিছু কাজ তারা করতে পারবে!
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »