HS Sanskrit Suggestion 2025: উচ্চমাধ্যমিক সংস্কৃত সাজেশন ২০২৫, লাস্ট মিনিট গুরুত্বপূর্ণ! PDF দেখে নিন

Anjan Mahata

Published on:


HS Sanskrit Suggestion 2025: যে সমস্ত ছাত্র-ছাত্রীরা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য ইতিমধ্যে আমরা সাজেশন প্রকাশ শুরু করে দিয়েছি, এক্ষেত্রে আর্টস বিভাগের একাধিক অলরেডি পাবলিশ করা হয়ে গিয়েছে।

আজ তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক সংস্কৃত বিষয়ের সাজেশন (WBCHSE HS Sanskrit Suggestion) প্রস্তুত করা হয়েছে। নিচে দেওয়া সাজেশনগুলি যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে অবশ্যই ভালো নাম্বার পাবে, তাই অবশ্যই আজকের এই সাজেশনটি ডাউনলোড করে প্র্যাকটিস শুরু করে দাও।

HS Sanskrit Suggestion 2025
বিষয়সংস্কৃত
পরীক্ষার তারিখ১১ই মার্চ ২০২৫ (মঙ্গলবার)

উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন কাঠামো ২০২৫ (HS Sanskrit Question Pattern 2025)

বিভাগMCQSAQবড়ো প্রশ্নমোট নম্বর
গদ্যআর্যাবর্তবর্ণনম১×২=২১×২=২৫×১=৫১২
বনগতাগুহা১×২=২১×১=১
পদ্যগঙ্গাস্তোত্রম্১×২=২১×১=১৫×১=৫১২
গীতা১×২=২১×২=২
নাটকবাসন্তিকস্বপ্নম১×৪=৪১×৩=৩৫×১=৫১২
সাহিত্যের ইতিহাস১×৫=৫৫×১=৫১০
ভাবসম্প্রসারণ৪×১=৪
ব্যাকরণকারক ও বিভক্তি১×৩=৩
সমাস১×৪=৪
শব্দযুগলের মধ্যে পার্থক্য১×২=২
এক কথায় প্রকাশ১×৩=৩
প্রত্যয়১×৩=৩
ভাষাতত্ত্ব৫×১=৫
অনুবাদ৫×১=৫
অনুচ্ছেদ রচনা৫×১=৫
মোট৮০

উচ্চমাধ্যমিক সংস্কৃত সাজেশন ২০২৫: HS Sanskrit Suggestion 2025

আজকের এই সাজেশনের মধ্য শুধুমাত্র দীর্ঘ প্রশ্ন গুলি (Long Question) দেওয়া হয়েছে, এক্ষেত্রে যে প্রশ্নগুলি দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলি থেকেই কমন পেয়ে যাবে। এছাড়াও Short Question এর জন্য অবশ্যই তোমরা পাঠ্যবই তো ভালো করে পড়ো এবং ব্যাকরণের জন্য অবশ্যই ব্যাকরনের নিয়ম এবং উদাহরণগুলি অনুসরণ কর।

গদ্যাংশ সাজেশন

(দুটো গদ্যাংশ থেকে দুটো Long প্রশ্ন থাকে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে। (5×1=5)

১. আর্যাবর্তের সাথে স্বর্গের তুলনা। (প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা)
২. “আর্যাবর্তবর্ণনম” পাঠ্যাংশ অনুসারে সেখানকার জনপদের বর্ণনা দাও।
৩. অলিপর্বার চরিত্র বিশ্লেষণ করো।
৪. বনগতাগুহা গল্পাংশানুসারে কশ্যপ ও আলিপর্বার আর্থিক অবস্থা বর্ণনা করো।
৫. বনগত গুহা, গদ্যাংশের নামকরণের সার্থকতা বিচার কর।
৬. অলিপবা কীভাবে গুহার মধ্যে প্রবেশ করেছিল? গুহার মধ্যে প্রবেশ করার পরবর্তী কী ঘটেছিল?

পদ্যাংশ সাজেশন

(দুটো পদ্যাংশ থেকে দুটো Long প্রশ্ন থাকে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে। 5×1=5)

১. গীতার কর্মযোগের বর্ণনা করো।
২. ভাগীরথী, ভীষ্মজননী, মুনিবরকন্যা গঙ্গার এই তিনটি নামের সার্থকতা আলোচনা কর।
৩. যদ যদা চরতি শ্রেষ্ঠত্বঃ -তাৎপর্য লেখ।
৪. গঙ্গার মাহাত্ম সংক্ষেপে বর্ণনা করো।
৫. কর্মযোেগ পাঠ্যাংশের সারমর্ম বর্ণনা করো।

নাটক

১. রাজা ইন্দ্রবর্মার সাথে কৌমুদীর কথোপকথন।
২. কৌমুদীর চরিত্র বিশ্লেষণ কর।
৩. ইন্দ্রবর্মা ও কনকলেখার কথোপকথন।
৪. রাজা ইন্দ্রবর্মার চরিত্র বিশ্লেষণ করো।
৫. বাসন্তিকস্বপ্নম নাটকের চরিত্রগুলির পরিচয় দাও।

সাহিত্যের ইতিহাস

১. প্রাচীন ভারতের গণিতচর্চা ও জ্যোতিষবিদ্যা সম্পর্কে লেখ। (আয়ুর্বেদ চর্চা)
২. মেঘদূত সম্বন্ধে একটি নিবন্ধ লেখ।
৩. শূদ্রক সম্বন্ধে একটি নিবন্ধ লেখ।

ভাষাতত্ত্ব

১. ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর পরিচয় দাও ।
২. ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীতে সংস্কৃতের স্থান আলোচনা কর।
৩. কেন্তম ও সতম্ সম্পর্কে লেখো।

অনুচ্ছেদ রচনা

১) কালিদাস। ২) অন্তর্জালম্ ৩) মম গ্রাম ৪) মম দেশঃ ৫) রামায়ণ। ৬) মহাভারত‌ ৭) মম জীবনে স্মরণীয়ং দিনমঃ ৮) মম প্রিয় উৎসর্ ৯) প্রিয়ঃ কবিঃ

WB HS Sanskrit Suggestion 2025 PDF: উচ্চমাধ্যমিক সংস্কৃত সাজেশন

সংস্কৃত সাজেশন ২০২৫1 MB
PDF Download ↓

উচ্চমাধ্যমিক Arts এর অন্যান্য বিষয় নোটস এবং সাজেশন জন্য আমাদের “টার্গেটwhatsapp গ্রুপ জয়েন করতে পারো: Join Now ↗

উচ্চ মাধ্যমিক আরো সাজেশন:

আমরা আশা করি এই সাজেশনটি তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে সাহায্য করবে। আমরা তোমাদের শুভকামনা জানাই।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram