উচ্চমাধ্যমিক প্রথম সেমিস্টারের বই দেওয়া শুরু! আর কি কি পাবে ছাত্র ছাত্রীরা? দেখুন

WBCHSE Semester-1 Class 11 Text Book Distribution

অবশেষে হাতে আসলো উচ্চমাধ্যমিক নতুন সেমিস্টারের বই! দীর্ঘদিনই পাঠ্যপুস্তক এর অভাবে, ছাত্র-ছাত্রীসহ শিক্ষক মহাশয়রা পড়াশোনায় অনেক অসুবিধা হচ্ছিল। মাঝে উচ্চমাধ্যমিক সংসদের উদ্যোগে পিডিএফ বই প্রকাশ করা হলেও তা আগেও পড়াশোনার কার্যকর ছিল না।

   

যাই হোক ছাত্র-ছাত্রীদের চিন্তার শেষ! কি কি বই দেওয়া হল? নতুন বইয়ের অলংকরণ কি নতুন রয়েছে এক ঝলক? তার সঙ্গে ছাত্রছাত্রীরা আর কি কি পেল? কিংবা এখনো যারা স্কুলের সরকারি বই পাওনি তাদের কত দেরি লাগবে সবকিছু তুলে ধরব আজকের প্রতিবেদন।

WBCHSE Semester-1 Class 11 Text Book Distribution

উচ্চ মাধ্যমিক নিয়ম অনুযায়ী ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট অর্থাৎ প্রথম ভাষা এবং দ্বিতীয় ভাষার বই সংসদের তরফ থেকেই ছাত্র ছাত্রীদের বিনামূল্যে বিতরণ করা হয়ে থাকে!

বই নাম সেমিস্টার
প্রথম ভাষা (বাংলা)সাহিত্যানুশীলন: উচ্চমাধ্যমিক সাহিত্য সংকলন (পাঠ্যবই)
বাংলা ভাষা ও সংস্কৃতি
এটি শুধুমাত্র একাদশ শ্রেণী অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারের জন্য
দ্বিতীয় ভাষা (ইংরেজি)A REALM (Textbook): Prose, Poetry, Play
RAPID Reader: A Text Book of English B
এটি ক্লাস 11 এবং12
অর্থাৎ চারটি সেমিস্টার চলবে

আর কি কি পেল ছাত্রছাত্রীরা?

পাঠ্যপুস্তকের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের সরকারি খাতা দেওয়া হয়েছে তিনটি করে। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক এর পাতাপাশি লেখার খাতা দেয়ার প্রকল্প আগেই চালু হয়েছে।

প্রাথমিকভাবে ১০ই জুন ছাত্র-ছাত্রীদের বই দেওয়ার কথা থাকলেও, সংসদের বিভিন্ন বিভাগীয় অফিসে ডিস্ট্রিবিউশন এবং তা তা স্কুলে পৌঁছাতে বেশ কিছুটা সময় লেগে গেছে। । আজ ১৩ এবং ১৪ই জুন থেকেই সব স্কুলে বই দেওয়া শুরু হয়ে গিয়েছে। বাকি স্কুলগুলোতেও খুব তাড়াতাড়ি হাতে বই পেয়ে যাবে।

সংগ্রহ করে নাও: HS Semester Syllabus 2024: উচ্চমাধ্যমিক নতুন সেমিস্টার সিলেবাস (All Subjects)!

অন্যান্য বইয়ের কি হবে?

আপাতত প্রাথমিকভাবে ভাষা বিষয় অর্থাৎ বাংলা এবং ইংরেজি বই হাতে চলে আসলেও, চিন্তা হচ্ছে বাকি বিষয়গুলির! সমস্ত বিষয়ের বই এখনো ব্যবসায়িক হিসেবে মার্কেটে আসেনি, বা আসলেও খুব অল্প সময়ের মধ্যেই তার শেষ হয়ে গেছে স্টক!

বিস্তারিত দেখো: উচ্চমাধ্যমিক সেমিস্টার সিস্টেম ও নিয়ম কানুন, একনজরে সব!

পুস্তক প্রকাশক সংস্থাগুলি ইতিমধ্যে উদ্যোগ নিয়ে কাজ করছেন। মাঝে নতুন বইয়ের সিলমোহর পেতে সংসদে কিছুটা সময় লেগেছিল। সে জন্যই পরবর্তীতে প্রিন্টিং করতেও দেরি হয়ে গেছে। তবে খুব তাড়াতাড়ি ছাত্রছাত্রীরা বাজার থেকে কেনা যে বইগুলি তাদের সাইন্স আর্টস এবং কমার্সের সেগুলি পেয়ে যাবে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram