HS Semester I Routine 2024 (PDF) উচ্চমাধ্যমিক প্রথম সেমিস্টার পরীক্ষার রুটিন, কবে কোন পরীক্ষা? ডাউনলোড করে নিন

WBCHSE hs Semester 1 Routine 2024 Published

নতুন সেমিস্টার সিস্টেমে প্রথমবারের মতো পরীক্ষা দিতে চলেছে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা। ২০২৪ সালের প্রথম সেমিস্টার পরীক্ষার রুটিন সম্প্রতি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। আজ ১০ই জুলাই (10/07/2024) পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) অফিসিয়াল ওয়েবসাইটে পরীক্ষার সেক্রেটারি উৎপল কুমার বিশ্বাস, রুটিন প্রকাশ করেন।

   

উচ্চমাধ্যমিক প্রথম সেমিস্টার পরীক্ষার রুটিন 2024

প্রথমবারের অভিজ্ঞতা হিসেবে এই পরীক্ষা তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা অফিসিয়াল ওয়েবসাইট এর রুটিন পিডিএফ এর লিংক দিয়ে দেবো আপনারা ডাউনলোড করে অবশ্যই প্রিন্ট আউট করে নিতে পারেন। আসুন, এই পরীক্ষার রুটিন এক নজরে দেখে দেয়া যাক কবে কোন পরীক্ষা রয়েছে –

Date (তারিখ)Day (বার)Subjects (বিষয়)
13/09/2024FridayBengali (A), English (A), Hindi (A), Nepali (A), Urdu, Santhali, Odia, Telugu, Punjabi
18/09/2024WednesdayHealth Care, #Automobile, #Organised Retailing, #Security, #IT and ITES, # Electronics, # Tourism & Hospitality, #Plumbing, #Construction, #Apparel, #Beauty and Wellness, #Agriculture, #Power, Banking Financial Service – VOCATIONAL SUBJECTS
19/09/2024ThursdayEnglish (B), Bengali (B), Hindi (B), Nepali (B), Alternative English
20/09/2024FridayEconomics or Anthropology or Science of Well Being or Applied Artificial intelligence
21/09/2024SaturdayPhysics, Nutrition, Education, Accountancy
23/09/2024MondayComputer Science, Modern Computer Application, Environmental Studies, #Health & Physical Education, Music, #Visual Arts,
24/09/2024TuesdayStatistics, Psychology, Commercial law and Preliminaries of Auditing,
History
25/09/2024WednesdayChemistry, Geography, Human Development and Resource Management, Business Studies
26/09/2024ThursdayPhilosophy
27/09/2024FridayMathematics, Agriculture (AGRI), Joumalism and Mass Communication,
Sanskrit, Penian, Arabic
28/09/2024SaturdayBiological Science, Political Science, Costing and Taxation
30/09/2024MondayCyber Security, Artificial Intelligence, Data Science, Sociology
** অফিশিয়াল রুটিন এর সাথে মিলিয়ে নেওয়া আবশ্যক।

দেখে নেবে: HS Semester Exam Center: উচ্চমাধ্যমিক প্রথম সেমিস্টার পরীক্ষার সেন্টার, খাতা দেখা নিয়ে আপডেট

WBCHSE Semester I Routine 2024 PDF

আগের দেওয়া বিজ্ঞপ্তি অনুসারে ১৩ সেপ্টেম্বর থেকে প্রথম দিন পরীক্ষা শুরু হবে এবং চলবে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত। নতুন সেমিস্টার সিস্টেমের নতুন নতুন বিষয় যেমন সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং তার সঙ্গে সায়েন্স অফ ওয়েল বিং এরও রুটিন অ্যাড করা হয়েছে।

WBCHSE Semester I Routine 2024 PDF
  • রুটিনের pdf ডাউনলোড করুন: Download PDF

Exam Time: কটা থেকে কটা পর্যন্ত পরীক্ষা হবে?

প্রতিদিন দুপুর তিনটে থেকে চারটে পনেরো পর্যন্ত 1 ঘন্টা 15 মিনিট [3:00 pm to 04:15 pm (01 hour and 15 minutes)] ধরে প্রথম সেমিস্টারের mcq ভিত্তিক পরীক্ষা হবে। বিশেষ বিষয় যেমন ভিসুয়াল আর্ট এবং মিউজিক এগুলোর ক্ষেত্রে ৪৫ মিনিটের সময় রয়েছে।

Also See: HS Semester MCQ Question Pattern: উচ্চ মাধ্যমিক সেমিস্টারে MCQ প্রশ্ন কি রকম হবে?

এই নতুন সিস্টেমে সেমিস্টার পরীক্ষার পদ্ধতিতেও কিছু পরিবর্তন এসেছে, যা ছাত্রছাত্রীদের প্রস্তুতিতে একটি নতুন মাত্রা যোগ করেছে। প্রথম সেমিস্টার পরীক্ষায় মূলত এমসিকিউ (Multiple Choice Questions) প্যাটার্নে প্রশ্ন করা হবে। শিক্ষার্থীদের এই পরীক্ষার মাধ্যমে নিজেদের পড়াশোনার স্তর যাচাই করার সুযোগ হবে।

ইতিমধ্যেই EduTips- বাংলার পক্ষ থেকে সমস্ত রকম গাইডেন্স ছাত্র-ছাত্রীদের দেওয়ার চেষ্টা করা হচ্ছে। খুব তাড়াতাড়ি বিষয় ভিত্তিক এমসিকিউ প্র্যাকটিস সেট এর মাধ্যমে ছাত্র-ছাত্রীদের প্রস্তুতিতে আরো ভালো রকম রুপ দেওয়ার চেষ্টা হবে। আমাদের সঙ্গে যুক্ত হন পরবর্তী সকল প্রকার সুযোগ সুবিধা পাওয়ার জন্য।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram