পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE), বিদ্যাসাগর ভবন, সল্টলেক, কলকাতা থেকে একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে, উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক-শিক্ষিকাদেরকে ছাত্রছাত্রীদের সেমেস্টার ও প্রায়োগিক (প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট) পরীক্ষার ফলাফল প্রকাশ, নম্বর আপলোড এবং মূল্যায়ন সংক্রান্ত নতুন নিয়ম বলা হয়েছে।
উচ্চ মাধ্যমিক নতুন সেমিস্টার সিস্টেম একাদশ শ্রেণীর রেজাল্ট প্রকাশ ও নম্বর আপলোড
আগের সাধারণ প্রক্রিয়ায় স্কুলের তরফ থেকেই খাতার মূল্যায়ন এবং ছাত্র-ছাত্রীদের রেজাল্ট প্রকাশ করা হতো। কিন্তু সংসদের নতুন সিস্টেমে প্রথম ধাপে স্কুলের তরফ থেকে রেজাল্ট প্রকাশ করা হবে তার পাশাপাশি সেই রেজাল্ট বা নম্বর অনলাইন পোর্টালে আপলোড করতে হবে।
তারপর সেখান থেকে ছাত্র-ছাত্রীদের মার্কসিট সংসদের তরফ থেকে অনলাইনে জেনারেট করা হবে। শিক্ষার্থীরা যদি কাউন্সিল পোর্টালে পাশ করে তবে স্বয়ংক্রিয়ভাবে বাংলা শিক্ষা পোর্টালে তাদের দ্বাদশ শ্রেণিতে প্রমোশন প্রদান করা হবে।
বিজ্ঞপ্তির মূল বিষয়বস্তুগুলো এবং সংসদের নতুন নির্দেশিকা
বিষয় | বিস্তারিত |
---|---|
রেজাল্ট প্রকাশ | শিক্ষার্থীদের প্রতিটি সেমিস্টারের (সেমেস্টার I, সেমেস্টার II, সাপ্লিমেন্টারি পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল ও প্রোজেক্ট ফলাফল সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকেই প্রকাশ করতে হবে। |
নম্বর আপলোড | সেমেস্টার I, সেমেস্টার II, সাপ্লিমেন্টারি পরীক্ষা (যদি থাকে), এবং প্র্যাকটিকাল ও প্রোজেক্ট পরীক্ষার নম্বর ১৪ই এপ্রিল, ২০২৫-এর মধ্যে কাউন্সিল পোর্টালে আপলোড করতে হবে। |
মার্কশিট জেনারেশন | আপলোড ও কনফার্মেশনের পর কাউন্সিল মার্কশিট জেনারেট করবে এবং প্রতিষ্ঠানগুলোকে সেটি ডাউনলোড, প্রিন্ট এবং শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করতে হবে। |
প্রমোশন দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ | কাউন্সিল পোর্টালে ফলাফল আপলোড হওয়ার পরেই ছাত্রছাত্রীরা স্বয়ংক্রিয়ভাবে “বাংলার শিক্ষা” পোর্টালে দ্বাদশ শ্রেণিতে প্রমোটেড হবে। |
আরো দেখো: WBCHSE Class 11 2nd Semester Exam Routine: দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার তারিখ ও রুটিন! PDF
সেমিস্টার এবং প্রায়োগিক পরীক্ষার নম্বর যথাসময়ে আপলোড করতে হবে। অর্থাৎ কোনো ছাত্র-ছাত্রীর যদি কোন রেজাল্টের সমস্যা থাকে তাহলে সে চাইলেও দ্বাদশ শ্রেণীতে উঠতে পারবে না।
অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড
সংসদের অফিসিয়াল বিজ্ঞপ্তি No: L/PR/388/2024 Date:3011012024 | Download PDF |
উচ্চ মাধ্যমিক সেমিস্টারের সকল নিয়ম কানুন আপডেট | Click Here |
প্রতিটি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের কাছে অনুরোধ জানানো হচ্ছে যেনো যথাসময়ে ছাত্রছাত্রীদের ফলাফল প্রকাশ ও নম্বর আপলোডের কাজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাকে আরও সুষ্ঠুভাবে পরিচালনা সুবিধার্থে করা হয়েছে।
আরও আপডেট »