সকল নতুন উচ্চমাধ্যমিক ছাত্র-ছাত্রী, প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক অথবা টিউশন টিচার সকলের জন্য রয়েছে একটা গুরুত্বপূর্ণ আপডেট! উচ্চমাধ্যমিকের প্রথম এবং তৃতীয় সেমিস্টার এমসিকিউ (MCQ) ভিত্তিক হবে কিন্তু প্রশ্নের ধরন কি রকম হবে সেটা নিয়ে অবশেষে বিস্তারিত আপডেট দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
আজকের এই প্রতিবেদনে তোমাদের সঙ্গে উচ্চমাধ্যমিক সেমিস্টারের নতুন এমসিকিউ ভিত্তিক নমুনা প্রশ্নের প্যাটার্ন নিয়ে আলোচনা করব, সংসদের তরফ থেকে অফিশিয়াল ভাবে প্রকাশ করা হয়েছে। তাই প্রতিবেদনের কোন অংশ মিস না করে অবশ্যই শেষ অব্দি সঙ্গে থেকো।
HS Semester MCQ Question: উচ্চমাধ্যমিক সেমিস্টারে MCQ প্রশ্নপত্র
WBCHSE শিক্ষা সংসদ ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রমের সমস্ত বিষয়ের পাঠ্যসূচী এবং প্রশ্নের ধরন (syllabus and question pattern) প্রকাশ করেছে। উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রমের প্রথম এবং তৃতীয় সেমিস্টার পরীক্ষায় মোট নম্বর ৩৫ (total marks) ব্যবহারিক ভিত্তিক বিষয়ে (practical-based) এবং ৪০ নম্বর প্রকল্প ভিত্তিক (project-based) বিষয়ের জন্য। বিশেষ বিষয়, সংগীত (music) এবং দৃশ্য শিল্প (visual arts) বিষয়ের জন্য মোট নম্বর ২০।
প্রশ্নের মান কঠিন না সহজ কিরকম হবে?
এই প্রশ্নপত্রের প্রায় ৫০% প্রশ্ন হবে মৌলিক এবং সহজ (basic and simple questions)। প্রায় ৩০% প্রশ্ন একটু বেশি জটিল (more complex) হবে এবং বাকি ২০% প্রশ্ন হবে যারা সাফল্য অর্জনকারী (achievers), তাদের জন্য। অর্থাৎ এই প্রশ্নগুলি তুলনামূলকভাবে একটু কঠিন হবে এবং ছাত্র-ছাত্রীদের যুক্তি এবং বিশ্লেষণী দক্ষতা (logical and analytical skills) সহ বিষয় জ্ঞান পরীক্ষা করবে।
অর্থাৎ ছাত্র-ছাত্রীদের কাছে সহজ ভাবে পাশ করার কোন চিন্তা থাকবে না কারণ অর্ধেক প্রশ্ন খুব সহজ মানের হবে। কিন্তু বাকি প্রশ্ন শুধুমাত্র যারা খুব ভালো করে বিষয়গুলো পড়াশোনা করবে এবং তাদের কনসেপ্ট ক্লিয়ার থাকবে তারাই করতে পারবে।
WB HS Semester MCQ Question Types & Pattern
সমস্ত প্রশ্নই mcq হবে তবে সরাসরি চারটে অপশন যেমন দেওয়া থাকবে, সেরকম প্রশ্ন কে ঘুরিয়ে সহজ চার বিকল্পের (Multiple Choice Questions) প্রশ্ন, নিম্নলিখিত ধরনের প্রশ্নও থাকবে:
- ফাঁকা স্থান পূরণ (Fill in the blanks)
- স্তম্ভ মিলানো (Column Matching)
- দাবি-কারণ ধরনের (Assertion-Reasoning type)
- চিত্র ভিত্তিক প্রশ্ন (Diagram based questions)
- ইংরেজির ক্ষেত্রে নির্দিষ্ট ক্রমে বাক্য পুনর্গঠন (Rearrangement of Sentences in prescribed sequence)
- সত্য ও মিথ্যা ধরনের প্রশ্ন (True and False type questions)
- কেস ভিত্তিক প্রশ্ন (Case based questions)।
কোন ধরনের MCQ প্রশ্ন কটা করে থাকবে?
প্রথম এবং তৃতীয় সেমিস্টার পরীক্ষার প্রশ্নপত্রের জন্য প্রশ্নের ধরনের (type of questions) নির্দিষ্ট শতাংশ ভাগ (fixed percentage breakup) WBCHSE নির্দিষ্ট করছে না। অর্থাৎ কোন ধরনের প্রশ্ন কটা দিতে হবে সেটার কোন বাধা ধরা নিয়ম নেই! এটি প্রশ্ন প্রস্তুতকারীদের (paper setters) উপর নির্ভর করবে এবং বিষয়ভেদে পরিবর্তিত হবে।
উচ্চমাধ্যমিক সেমিস্টার সিস্টেমের MCQ প্রশ্ন কাঠামো এবং প্যাটার্ন এর নিয়ম | Download Notice↗ |
অবশ্যই দেখে নাও: WBCHSE 1st Sem Exam Date: উচ্চমাধ্যমিক প্রথম সেমিস্টারের পরীক্ষা কবে? সংসদের আপডেট
তুমি কি চলতি শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিকে পরীক্ষার্থী? তাহলে তোমাকে অবশ্যই সেমিস্টারের প্রশ্ন পত্রের বিষয় জেনে রাখতে হবে। পরবর্তী একটা পোস্টে আমরা প্রশ্নপত্রের বিভিন্ন উদাহরণ নিয়ে একটি পোস্ট করব। যেখানে প্রত্যেক ধরনের চারটে করে অপশন (MCQ Question + 4 Options Types) যুক্ত এমসিকিউ কিরকম ভাবে দেওয়া হতে পারে সেটা তোমরা জানতে পারবে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »