HS Semester Syllabus 2024: উচ্চমাধ্যমিক নতুন সেমিস্টার সিলেবাস (All Subjects)! PDF ডাউনলোড HS New Syllabus

HS Semester Syllabus 2024 WBCHSE HS Semester New Syllabus

WBCHSE HS Semester New Syllabus: ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে। এই নতুন ব্যবস্থার অধীনে, একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা চারটি সেমিস্টারে অনুষ্ঠিত হবে। পরিবর্তনের সাথে সাথে, সমস্ত বিষয়ের সিলেবাসও পুনর্গঠিত করা হয়েছে। এই পোস্টে, আমরা বিজ্ঞান, কলা এবং বাণিজ্য বিভাগের ছাত্রছাত্রীদের জন্য নতুন সিলেবাসের পিডিএফ সরবরাহ করব। ইতিমধ্যে আমরা প্রত্যেকটি সাবজেক্টের সিলেবাস ছাত্র-ছাত্রীদের প্রোভাইড করেছিলাম, এই পোস্টে সম্পূর্ণ তাদের গাইড করব এবং সেই সিলেবাস গুলো ফাইনাল রূপ তাদের দেব

   

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক সেমিস্টার সিস্টেম: নতুন সিলেবাস ডাউনলোডের নির্দেশিকা (২০২৪-২৫)

WBCHSE উচ্চমাধ্যমিক নতুন পাঠ্যক্রম সেমিস্টার সিস্টেমে (NEP New Semester System) সমস্ত বিষয়ভিত্তিক সিলেবাস- Arts, Science & Commerce অফিসিয়াল পাঠ্যক্রম।

বাংলা ও ইংরেজি সিলেবাস (WBCHSE Bengali Engliah New Syllabus)

উচ্চমাধ্যমিক নতুন সিলেবাস সেমিস্টার সিস্টেম! উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে বাংলা এবং ইংরেজি কম্পালসারি হিসাবে ছাত্র-ছাত্রীদের পড়তে হয়। সেক্ষেত্রে সম্পূর্ণ সিলেবাস গুছিয়ে সাজানো হয়েছে এবং নতুন সিলেবাস এর লিংক তোমরা নিচে থেকে সংগ্রহ করে নিতে পারো।

HS Semester Bengali New Syllabus: বাংলা নতুন সিলেবাসView PDF
WB HS English New Syllabus 2024: উচ্চমাধ্যমিক ইংরেজি নতুন সিলেবাসView PDF

HS Arts Semester New Syllabus: উচ্চমাধ্যমিক আর্টস সেমিস্টার নতুন সিলেবাস

যেসব ছাত্রছাত্রীরা একাদশ শ্রেণীতে আর্টস হিউম্যানিটিজ অর্থাৎ কলা বিভাগে ভর্তি হবে, তাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি ভূগোল ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত পুষ্টিবিজ্ঞান কম্পিউটার অ্যাপ্লিকেশন সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলি সমস্ত সিলেবাস পাবেন।

WBCHSE HS Arts New Syllabus 2024Click Here

HS Science New Syllabus: উচ্চমাধ্যমিক সাইন্স নতুন সিলেবাস

উচ্চমাধ্যমিক স্তরে সায়েন্স বিষয়ের উল্লেখযোগ্য সাবজেক্ট গুলি, অংক, জীববিদ্যা, পদার্থবিদ্যা, রসায়ন তার সঙ্গে কম্পিউটার সায়েন্স সহ আনুষঙ্গিক সমস্ত বিষয় গুলির সাজেশন। বিজ্ঞান বিভাগের সিলেবাস পরিবর্তন না হলেও নতুন সিলেবাস নিচে থেকে পেয়ে যাবে

WBCHSE HS Science New Syllabus 2024Click Here

HS Commerce Semester New Syllabus: উচ্চমাধ্যমিক কমার্স সেমিস্টার নতুন সিলেবাস

উচ্চ মাধ্যমিক বাণিজ্য বিভাগে পড়া ছাত্রছাত্রীদের নতুন সিলেবাসে জিএসটি ট্যাক্সিং এর নতুন অনেক কিছু এড হয়েছে। সেমিস্টার সিস্টেমের নতুন সিলেবাস তোমরা নিচের লিংকে পেয়ে যাবে। অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, ট্যাক্সিং তার সঙ্গে ইকোনোমিক্স এর মত সমস্ত সাবজেক্ট রয়েছে।

WBCHSE HS Commerece New Syllabus 2024Click Here

WBCHSE New Syllabus 2024 Download (Semester System)

  1. আপনার বিভাগ ও বিষয় অনুযায়ী পিডিএফ লিঙ্কটি খুঁজে বের করুন, ক্লিক করুন।
  2. পিডিএফ ফাইলটি আপনার ডিভাইসে ডাউনলোড হতে শুরু করবে।
  3. ডাউনলোড সম্পূর্ণ হলে, আপনি পিডিএফ ফাইলটি খুলতে পারবেন।

আরো দেখবে: HS Semester Class 11 Academic: একাদশ সেমিস্টার সূচী! ক্লাস, প্রজেক্ট, ফাইনাল পরীক্ষা! স্কুল শুরুর আগেই দেখে নাও

আশা করি এই পোস্টটি তোমাদের জন্য সহায়ক হবে। নতুন সিলেবাস সম্পর্কে আরও তথ্যের জন্য, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইট (https://wbchse.wb.gov.in/) পরিদর্শন করতে আরো। বাংলা শিক্ষা থেকে মাধ্যমিক উচ্চমাধ্যমিক স্কলারশিপ সমস্ত আপডেট সবার আগে EduTips-এ

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram