HS Semester Theory Practical Pass Marks: উচ্চমাধ্যমিক সেমিস্টার থিওরি ও প্র্যাকটিক্যাল পরীক্ষা পাশ নম্বর আপডেট!

WBCHSE HS Semester Practical Theroy Pass New Rules Update

WBCHSE HS Semester Exam Pass Marks: চলতি বছর থেকেই উচ্চ মাধ্যমিক স্তরে সেমেস্টার পদ্ধতি শুরু হয়ে গিয়েছে। ২০২৪- ২৫ শিক্ষাবর্ষ থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীতেই সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষাতে পাশ ফেল থাকছে। সম্প্রতি একটি বিজ্ঞপ্তিতে উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে সেমিস্টার পরীক্ষাগুলিতে কত মার্কস নূন্যতম পেলে পাশ করা যাবে সেটার বিষয়েও ইতিমধ্যে নির্দেশিকা দিয়েছে পর্ষদ।

   

WBCHSE HS Semester Pass Marks: উচ্চমাধ্যমিক সেমিস্টার পরীক্ষায় পাশ নাম্বার আপডেট

প্রসঙ্গত উচ্চ মাধ্যমিক স্তরের সেমিস্টার পরীক্ষাগুলিতে ন্যূনতম ৩০ শতাংশ নম্বর পেলে পাশ করা যাবে। অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রত্যেকটি সেমিস্টার পরীক্ষায় পরীক্ষার্থীকে ন্যূনতম ৩০ শতাংশ নাম্বার পেতে হবে। তবে যদি কোন পরীক্ষার্থী দুইটি সেমিস্টার মিলিয়ে ৩০ শতাংশ বা তার উপরে নাম্বার পান, তাহলে যে তিনি পাশ করেছে সেটা নিশ্চিত নয়!

কেননা কোন পরীক্ষার্থী দ্বিতীয় বা চতুর্থ সেমিস্টারের মিলিয়ে যদি ৭০ শতাংশ নাম্বার পায়, অন্যদিকে প্রথম ও তৃতীয় সেমিস্টার মিলিয়ে ১০% নাম্বার পায় সেক্ষেত্রে তিনি উত্তীর্ণ বিবেচিত হবেন না। পরীক্ষায় পাশ করতে গেলে প্রত্যেকটি সেমিস্টার পরীক্ষায় পৃথক পৃথকভাবে ৩০ শতাংশ নম্বর অবশ্যই পেতে হবে।

গুরুত্বপূর্ণ: WBCHSE: উচ্চমাধ্যমিক ৭০% উপস্থিতি না থাকলে পরীক্ষায় বসা যাবে না! সংসদের আপডেট

থিওরি ও প্রাক্টিকাল দুটোতেই আলাদা ভাবে পাস করতে হবে! (Theory & Lab Exam)

অনেক ছাত্রছাত্রীদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রত্যেক পরীক্ষার্থীকে থিওরি ও প্রাকটিক্যাল দুটি পরীক্ষাতেই আলাদাভাবে পাস করতে হবে কিনা। সেক্ষেত্রে উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে এটাই জানানো হয়েছে যে,

প্রত্যেক পরীক্ষার্থীকে অবশ্যই থিওরি ও প্র্যাকটিক্যাল দুটি পরীক্ষাতেই পৃথকভাবে পাশ করতে হবে অর্থাৎ দুটি বিভাগেই পৃথক পৃথকভাবে ৩০ শতাংশ নাম্বার পেতে হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, প্রথমে সংসদে পরিচালিত এই সেমিস্টার পদ্ধতিতে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পরীক্ষা নিয়ে এতটাও কড়াকড়ি হয়নি। প্রাথমিকভাবে সাংসদ জানিয়েছিল যেকোনো দুটি সেমিস্টার মিলে পাস নম্বর পেলেই চলবে। সে ক্ষেত্রে অপর দুটির সেমিস্টারের গুরুত্ব মূল্যহীন হয়ে পড়বে। আর শিক্ষক মহলে এই মতামতের ভিত্তিতেই সংসদের সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। এটাই জানানো হয়েছে যে,

  • প্রত্যেক পরীক্ষার্থীকে পৃথক পৃথকভাবে থিওরি ও প্র্যাকটিক্যালে পরীক্ষায় প্রত্যেক সেমিস্টারে উত্তীর্ণ হতে হবে
  • অর্থাৎ ন্যূনতম ত্রিশ শতাংশের উপর নাম্বার পেতে হবে।

আরো দেখো: এবার একাদশ শ্রেণীতেও রেজাল্ট মার্কসিট দেবে সংসদ, যারই নির্দেশিকা

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট » https://wbchse.wb.gov.in/

২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে প্রচলিত এই চারটি সেমিস্টারের মধ্যে প্রথম সেমিস্টার হয়ে গিয়েছে অক্টোবর মাসে এবং পরবর্তী সেমিস্টার অনুষ্ঠিত হবে আগামী শিক্ষাবর্ষের মার্চ মাসে একইভাবে উচ্চমাধ্যমিকের ও একই সময়সূচিতে দুটি সেমিস্টার পরীক্ষা নেওয়া হবে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram