সম্প্রতি উচ্চ মাধ্যমিকের চিরাচরিত সিলেবাস এর পাশাপাশি পরিবর্তন হয়েছে পরীক্ষা নেওয়ার পদ্ধতিতেও। চলতি শিক্ষা বর্ষ থেকে ছাত্র-ছাত্রীদের বছরে দুটি সেমিস্টার পরীক্ষা দিতে হবে। আর এই নয়া শিক্ষা পদ্ধতি নিয়ে যাতে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে কোন দ্বন্দ্বের সৃষ্টি না হয় সেই কারণে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (West Bengal Council of Higher Secondary Education) তরফ থেকে এক দারুণ উদ্যোগ নেওয়া হয়েছে! যেখানে ছাত্র-ছাত্রীদের সম্পূর্ণভাবে গাইড করা হবে সেমিস্টার বিষয়, পরীক্ষা পদ্ধতি নিয়ে।
উচ্চমাধ্যমিক সেমিস্টার ওয়েবিনার “উজ্জীবন চর্চা” WBCHSE HS Semester Webinar
WB HS Semester System Guidence Webinar 2024: চলতি মাসের ২৭ তারিখ অর্থাৎ 27 এপ্রিল এই ওয়েবিনার আয়োজন করা হবে যার সম্পূর্ণ চিন্তা ভাবনাই উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদের। এই ওয়েবিনারের নাম রাখা হয়েছে “উজ্জীবন চর্চা“।
ওয়েবিনারে আলোচ্য বিষয়
এই ওয়েবিনার মাধ্যমে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের নয়া শিক্ষা ব্যবস্থার এবং এই নয়া পদ্ধতির কার্যকারিতা বিশ্লেষণ করা হবে। প্রসঙ্গত ২৫ শে এপ্রিল এর মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রী ও অভিভাবকেরা তাদের চলতি শিক্ষাবর্ষ নিয়ে নানান রকম প্রশ্ন ইমেইল মারফত পর্ষদে পাঠাতে পারেন।
ইতিমধ্যেই বহু শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষা সংক্রান্ত নানারকম খুঁটিনাটি প্রশ্ন পর্ষদে পাঠানো হয়েছে। আর এই সকল প্রশ্নের উত্তর পাওয়া যাবে এই ওয়েবিনারে।
বিরাট খবর: Taruner Swapna Free Tab: এবার একাদশ শ্রেণীতে দেওয়া হবে ট্যাবের ১০,০০০ টাকা! কবে থেকে দেখে নিন?
কারা কারা উপস্থিত থাকবেন?
আর এই অনলাইন ওয়েবিনারের সঞ্চালনায় থাকবেন মুক্তা নার্জিনারি। তিনি সকল শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের নানান রকম প্রশ্নের উত্তর উত্থাপন করবেন। পাশাপাশি ওয়েবিনারে বক্তব্য রাখবেন মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য (Chiranjib Bhattacharya) এবং নরেন্দ্রপুর রামকৃষ্ণ বিদ্যালয়ের প্রধানশিক্ষক স্বামী ইষ্টেশানন্দ।
অফিসিয়াল ওয়েবসাইট: https://wbchse.wb.gov.in/
বিস্তারিত » WBCHSE HS Semester Pattern (1st, 2nd, 3rd, 4th): সেমিস্টার প্যাটার্ন, পরীক্ষা, প্রশ্ন ও পাশের সমস্ত তথ্য!
আশা করা যাচ্ছে এই অনলাইন ওয়েবিনার মারফত সকল পড়ুয়া এবং অভিভাবকদের কাছে শিক্ষা পদ্ধতির যাবতীয় তথ্য পৌঁছে দেওয়া সম্ভব হবে। বাংলার শিক্ষা থেকে ক্যারিয়ার সমস্ত আপডেট সবার আগে শুধুমাত্র Edutips-এ!
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »