HS Test Paper 2025: উচ্চমাধ্যমিক টেস্ট পেপার প্র্যাকটিস সেট (বাংলা ও ইংরেজি) PDF ডাউনলোড করে নাও

Anjan Mahata

Published on:

WB HS Test Paper 2025 PDF Download

WBCHSE HS Bengali & English Test Paper 2025: হাতেমাত্র কয়েকদিন সময় রয়েছে তারপরেই শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা প্রস্তুতিকে আরোও মজবুত করে তোলার জন্য টেস্ট পেপার প্র্যাকটিস করা খুব গুরুত্বপূর্ণ। এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে বাংলা ও ইংরেজি বিষয়ের বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া হয়েছে। এই সেটগুলি থেকেই একাধিক প্রশ্ন কমন পাবে

   

উচ্চমাধ্যমিক টেস্ট পেপার: WBCHSE HS Test Paper 2025

উচ্চমাধ্যমিকের WBCHSE ক্ষেত্রে সায়েন্স, কমার্স ও আর্টস ভিন্ন হতেও বাংলা এবং ইংরেজি এই দুটি সাবজেক্ট প্রায় প্রতিটি ছাত্রছাত্রীর রয়েছে। মাধ্যমিকের মত কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের স্কুলের তরফ থেকে বিনামূল্য টেস্ট পেপার দেওয়া হয় না।ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে বিনামূল্যে আমরা বিভিন্ন স্কুলের উচ্চমাধ্যমিক টেস্ট পরীক্ষার বাংলা ও ইংরেজি প্রশ্নপত্র সংগ্রহ করে সেগুলি সম্পূর্ণভাবে সাজিয়ে টেস্ট পেপার এর মতো পিডিএফ বানিয়েছি।

যেহেতু এই প্রশ্ন সেটের মধ্যে বিভিন্ন জেলার স্কুলের প্রশ্নপত্র রয়েছে তাই তোমরা যদি বাড়িতে ঘড়ি ধরে নির্দিষ্ট টাইম অনুযায়ী সমাধান করো তাহলে পরীক্ষার জন্য আত্মবিশ্বাস এবং টাইম ম্যানেজমেন্ট বৃদ্ধি করতে পারবে।

অবশ্যই জেনে নিন! HS Admit Card: উচ্চমাধ্যমিক এডমিট নিয়ে বড় ঘোষণা সংসদের! সুবিধা হবে ছাত্রছাত্রীদের, দেখে নিন

উচ্চমাধ্যমিক বাংলা ইংরেজি (Bengali & English Question Paper Set) প্রশ্ন সেট ডাউনলোড

টেস্ট পেপার হলো সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সর্বোত্তম সঙ্গী। তাই আর দেরি না করে এখনই বিনামূল্যে লিংক থেকে টেস্ট পেপারগুলো সংগ্রহ করে প্র্যাকটিস শুরু করে দাও।

বিষয়PDF লিংক
বাংলা [2.25 MB]Download Pdf
ইংরেজি [2 MB]Download Pdf

উচ্চমাধ্যমিক 2025 প্রস্তুতির জন্য আমাদের “টার্গেট25” whatsapp গ্রুপ জয়েন করতে পারো: Join Now ↗

অবশ্যই পড়ুন » উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আরএফডি ও মেটাল ডিটেক্টর! পরীক্ষার সুরক্ষা ডবল করছে সংসদ

উচ্চমাধ্যমিক বাংলা ও ইংরেজি বিষয়ের এই টেস্ট পেপারটি তৈরি করতে আমাদের বিশেষভাবে সাহায্য করেছে একাধিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদের স্কুলের প্রশ্ন পাঠিয়ে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ! এছাড়াও ২০২৫ সালের সমস্ত উচ্চমধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আগাম শুভেচ্ছা ও অভিনন্দন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram