রাজ্যের সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য অত্যন্ত খুশির খবর সম্প্রতি ভারতীয় বায়ু সেনার (Indian Air force) এর তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে একাধিক শূন্য পদে অগ্নিবীর নিয়োগ করা হবে। ছেলে ও মেয়ে উভয়েই এই পদের জন্য আবেদন করতে পারবে। ভারতীয় বায়ু সেনায় অগ্নিবীর নিয়োগ সম্পর্কিত বিস্তারিত জানতে তথা কারা আবেদন করতে পারবে? আবেদনের শেষ তারিখ? বেতন বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।
Air Force Agneeveer Recruitment: বায়ুসেনাতে অগ্নিবীর নিয়োগ
ভারতীয় বায়ু সেনার পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে খুব শীঘ্রই একাধিক শূন্য পদে অগ্নিবীর পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে মোট কত শূন্য পদ রয়েছে তা স্পষ্টভাবে জানায়নি ইন্ডিয়ান এয়ার ফোর্স।
শুধুমাত্র অবিবাহিত ছেলে ও মেয়েরাই এই পদের জন্য আবেদন করতে পারবে। এছাড়াও এই পদে আবেদন করার জন্য আরও যে যে যোগ্যতার প্রয়োজন সেগুলি দেখে নেওয়া যাক।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
যে সকল ছাত্রছাত্রীরা সাইন্স বিভাগ নিয়ে পড়াশোনা করে ৫০% নাম্বার সহিত উচ্চ মাধ্যমিক পাস করেছে তারাই এই পদের জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে উচ্চমাধ্যমিকে অবশ্যই ফিজিক্স কেমিস্ট্রি ও ইংরেজি এই তিনটি সাবজেক্ট থাকতে হবে।
এছাড়াও যে সকল ছাত্রছাত্রীর কাছে ভোকেশনাল বা ডিপ্লোমা (Polytechnic) পাস সার্টিফিকেট রয়েছে তারাও এই পদের জন্য আবেদন করাতে পারবে।
বয়স সীমা (Age)
১৭ বছর বয়স থেকে ২১ বছর বয়সের মধ্য ছেলে মেয়েরা আবেদন করতে পারবে। এক্ষেত্রে আবেদনকারীর জন্মতারিখ অবশ্যই ১লা জানুয়ারি ২০০৫ থেকে ১লা জুলাই ২০০৮ এর মধ্য হতে হবে।
শারীরিক যোগ্যতা (Physical Eligibility)
ছেলে ও মেয়ে উভয় ন্যূনতম উচ্চতা (height) ১৫২ cm হতে হবে। North-east এর পাহাড়ি এলাকার প্রার্থীদের ন্যূনতম উচ্চতা ১৪৭ সেমি হতে হবে। ছেলে প্রার্থীদের ক্ষেত্রে ছাতির সাইজ নূন্যতম ৭৭ সেমি হতে হবে এবং ছাতির ন্যূনতম expansion অবশ্যই ৫ cm হতে হবে।
মেয়ে প্রার্থীদের কোনরকম নির্দিষ্ট ছাতির সাইজ উল্লেখ করা নেই কিন্তু মেয়ে প্রার্থীদের ক্ষেত্রেও ছাতির ন্যূনতম expansion অবশ্যই ৫ cm হতে হবে।
বিস্তারিত জানুন » Indian Army Agniveer: অগ্নিবীর কি? যোগ্যতা কি লাগবে? সুবিধা, অসুবিধা এবং ভবিষ্যৎ সমস্ত তথ্য
এয়ারফোর্স অগ্নিবীর আবেদন পদ্ধতি (Application)
ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে বায়ু সেনায় অগ্নিবীর পদের জন্য আবেদন করতে পারবে। আবেদন করার জন্য প্রথমেই আবেদনকারীর নিজস্ব তথ্য মোবাইল নাম্বার ও ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এরপর সমস্ত ডিটেলস ফিলাপ করে ও ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদন ফি (Fees)
আবেদন করার সময় প্রতিটি আবেদন প্রার্থীদের আবেদন ফি বাবদ ৫৫০ টাকা + GST দিতে হবে। আবেদন ফি ইউপিআই, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এর মাধ্যমে পেমেন্ট করা যাবে।
আবেদন প্রার্থীদের লিখিত পরীক্ষা, ফিজিক্যাল ফিটনেস ও মেডিকেল টেস্ট এই তিনটি ধাপের মাধ্যমে নির্বাচন করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ ও লিংক
আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ৭ই জানুয়ারী ২০২৫ থেকে এবং আবেদন প্রক্রিয়া চলবে টানা ২০ দিন, আবেদনের শেষ তারিখ হলো 27 শে জানুয়ারি ২০২৫।
আবেদন শুরু | 07.01.2025 |
আবেদন শেষ | 27.01.2025 |
অফিসিয়াল ওয়েবসাইট | https://agnipathvayu.cdac.in/ |
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download Pdf |
চাকরির খবর » SER Recruitment: মাধ্যমিক পাশে দক্ষিণ-পূর্ব রেলে 1785 পদে নিয়োগ! যোগ্যতা, আবেদন দেখে নিন
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »