Indian Airforce AFCAT 01/2025: বিমান বাহিনীতে যোগদান ফর্ম ফিলাপ শুরু! যোগ্যতা সহ সবকিছু জেনে নাও

Indian Airforce AFCAT Join Notification 2025

ভারতীয় বায়ুসেনা অর্থাৎ এয়ার ফোর্সে কাজ করতে আগ্রহীদের জন্য একটি দারুণ সুখবর! সম্প্রতি এয়ারফোর্স এর তরফ থেকে বিভিন্ন পদে গ্রাউন্ড ডিউটি, ফ্লাইং ব্র্যাঞ্চ, টেকনিশিয়ান পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাই যে সকল প্রার্থীরা এয়ারপোর্ট এ কাজ করতে আগ্রহী তারা অবশ্যই প্রতিবেদনটি সমস্ত আপডেট পেয়ে যাবেন আজকে।

   

ভারতীয় বায়ু সেনাতে যোগদানের সুযোগ, AFCAT 2025 ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

নিয়োগের পদAFCAT 01/2025 Batch
ইন্ডিয়ান এয়ার ফোর্স
আবেদন শুরুর তারিখ ২.১২.২০২৪
আবেদন শেষের তারিখ ৩১.১২.২০২৪
অফিসিয়াল ওয়েবসাইটafcat.cdac.in

Total Vacancy: মোট শূন্যপদ

ফ্লাইং ব্রাঞ্চ৩০ টি
গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল ব্রাঞ্চ১৯০ টি
গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল ব্যাঞ্চ১০০ টি

এয়ারফোর্সে আবেদন করার আগে প্রার্থীদের যে সকল শর্তগুলি অবশ্যই মেনে চলতে হবে সেগুলি হল-

  1. শরীরের দৃশ্যমান কিংবা আভ্যন্তরীণ কোন স্থানে কোনরকম ট্যাটু রাখা চলবে না।
  2. কর্মচারীদের নারকোটিকস ব্যবহার করা চলবে না, প্রার্থীর শরীরে ড্রাগের উপস্থিতি প্রমাণিত হলে কর্তৃপক্ষের তরফে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
  3. নিজস্ব ইমেল আইডি এবং ফোন নম্বর প্রত্যেককে অবশ্যই রাখতে হবে।
  4. নির্বাচন এবং ট্রেনিং চলাকালীন প্রার্থী কোন রকম বিবাহ করতে পারবেন না। কোন কারণে প্রার্থী বিবাহ করলে সে ক্ষেত্রে ট্রেনিং বাবদ সম্পূর্ণ অর্থ সরকারকে রিফান্ড করতে হবে।
  5. যাতায়াতের জন্য এরোপ্লেন কিংবা ট্রেনে যাতায়াতের খরচের জন্য এয়ার ফোর্স কর্তৃক প্রথম যাত্রার ভাড়া দেওয়া হবে এবং মাসিক মাহিনার ভিত্তিতে ট্রাভেল অ্যালাউয়েন্স দেওয়া হবে।

Physical Test: শারীরিক পরীক্ষা

ট্রেনিং এ ঢোকার আগে প্রার্থীর শারীরিক পরীক্ষা করে নেওয়া হবে। শারীরিক ফিট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রার্থীকে ১০ মিনিটে দেড় কিলোমিটার দৌড়াতে হবে এবং দশটি পুশ আপ দিতে হবে। এছাড়া নিয়োগের জন্য অন্যান্য মেডিকেল টেস্ট গুলিও করে নেওয়া হবে।

অবশ্যই দেখো: How to Become a Pilot: পাইলট বা বিমানচালক কিভাবে হওয়া যায়? বিস্তারিত তথ্য দেখে নাও

Applicant’s Age Limit: আবেদনকারীর বয়স

উভয় পদে আবেদনের জন্য বয়সের কিছু নির্দিষ্ট রয়েছে –

ফ্লাইং ব্রাঞ্চের ক্ষেত্রে: ১ লা জানুয়ারি ২০০০ থেকে ১লা জানুয়ারি ২০০৬ এর মধ্যে প্রার্থীর বয়স অবশ্যই ২০ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে।

গ্রাউন্ড ব্রাঞ্চ এর জন্য: ১লা জানুয়ারি ২০০০ থেকে ১লা জানুয়ারি ২০০৬ এরমধ্যে প্রার্থীর বয়স অবশ্যই ২০ থেকে ২৬ বছরের মধ্যে হতে হবে।

Indian Airforce AFCAT Join Notification 2025: প্রশিক্ষণ পর্ব

আগামী বছরের ২৬ শে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই ট্রেনিং শুরু হবে। ডিসেম্বর জানুয়ারির মধ্যেই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ফ্লাইং ব্রাঞ্চ পদের জন্য সর্বোচ্চ ৬৪ সপ্তাহ এবং গ্রাউন্ড ব্রাঞ্চের জন্য ৫২ সপ্তাহ ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিংয়ের জন্য প্রার্থীদের হায়দ্রাবাদে যেতে হবে এবং কবে যাবেন,কিভাবে যাবেন, তা রিক্রুটমেন্টের পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে।

Stipend Amount: ট্রেনিং চলাকালীন ভাতার পরিমান

এছাড়া ট্রেনিং চলাকালীন ফ্লাইং ব্রাঞ্চে কর্মরত কর্মীরা মাসিক ৫৬১০০ টাকা স্টাইপেন্ড হিসেবে পাবেন এবং গ্রাউন্ড ফ্লোরে ব্রাঞ্চের কর্মীরা ৪৮৫০০ টাকা করে স্টাইপেন্ড পাবেন।

Salary Structure: মাসিক মাহিনে

চাকরি নিশ্চিত হওয়ার পর কর্মীরা যে হারে মাইনে পাবেন তা হল-

ফ্লাইং ব্রাঞ্চ অফিসার৮৫,৩৭২ টাকা
গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল ব্রাঞ্চ অফিসার ৭৪,৮৭২ টাকা
গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল ব্রাঞ্চ অফিসার ৭১,৭৮২ টাকা

আবেদনের গুরুত্বপূর্ণ লিংক ও অফিশিয়াল নোটিশ

বায়ুসেনার অফিশিয়াল ওয়েবসাইট সহ রেজিস্ট্রেশনের সরাসরি লিংকClick Here
AFCAT অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload Notice PDF

বিস্তারিত দেখো: How to Join Air Force: বায়ু সেনাতে যোগদান কিভাবে করবে? যোগ্যতা কি লাগবে? সবকিছু বাংলাতে দেখে নাও

আপনাদের সামনে এয়ার ফোর্স এর রিক্রুটমেন্ট সংক্রান্ত যাবতীয় তথ্য তুলে ধরলাম। যদি আপনার আরো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এয়ার ফোর্স এর অফিসিয়াল নাম্বার 020-25503105 অথবা 020- 25503106 নাম্বারে যোগাযোগ করতে পারেন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram