প্রতিরক্ষা মন্ত্রক ২০২২ সালে অগ্নিপথ স্কিমের সূচনা করে, যার মাধ্যমে মাধ্যমে যেসকল ছাত্র-ছাত্রীদের স্বপ্ন ইন্ডিয়ান আর্মিতে কাজ করার তারা ৪ বছরের জন্য ভারতীয় সেনাবাহিনীতে নিযুক্ত হওয়ার সুযোগ পাবে। প্রত্যেক বছরেই কেন্দ্র সরকারের তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং প্রতি বছরেই প্রচুর শূন্য পদে নিয়োগ করা হয়। আজকের এই প্রতিবেদনে কেন্দ্র সরকারের অগ্নিপথ বা অগ্নিবীর প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
অগ্নিবীর কি? (Indian Army Agniveer)
ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক অগ্নিপথ বা অগ্নিবীর স্কিমটি চালু করেন এই স্কিমের মাধ্যমে ভারতের যুবক-যুবতীরা ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় নৌবাহিনী, ভারতীয় বিমানবাহিনীতে ৪ বছরের জন্য চাকরি করার সুযোগ পাবে।
ভারতীয় সেনায় অগ্নিবীর নিয়োগ | |
স্কিমের নাম | অগ্নিপথ যোজনা |
পরিচালনা | ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক |
পোষ্টের নাম | অগ্নি বীর |
চাকরির সময় সীমা | ৪ বছর |
আবেদন মোড | অনলাইন |
ট্রেনিং সময়সীমা | ১মাস থেকে ৩ মাস |
অফিসিয়াল ওয়েবসাইট | https://joinindianarmy.nic.in/ |
অগ্নিবীর নিয়োগ যোগ্যতা
অগ্নিবীরের অধীনস্থ অনেকগুলি পদ রয়েছে। প্রত্যেক পদে আবেদনের জন্য বিভিন্ন যোগ্যতার প্রয়োজন। অগ্নিবীরের অধীনস্থ বিভিন্ন পদগুলিতে আবেদনের জন্য বয়সের সময়সীমা, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য কে কি যোগ্যতার প্রয়োজন বিস্তারিত জেনেনিন।
বয়সের সময়সীমা
ভারতীয় সেনাবাহিনী অগ্নিবীর পদে নিয়োগের জন্য আবেদনকারীর বয়সসীমা ১৭.৫ বছর থেকে ২১ বছরের মধ্য হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা
অগ্নিবীর অধীনস্থ বিভিন্ন পদ রয়েছে। এবার নিচের তালিকা থেকে দেখে নিন অগ্নিবীরের অধীনস্থ কোন পদে আবেদনের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন।
পোষ্টের নাম | শিক্ষাগত যোগ্যতা |
Agniveer General Duty (GD) | দশম শ্রেণী অর্থাৎ মাধ্যমিকে মোট ৪৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে এবং প্রতিটি বিষয়ে আলাদা আলাদা ভাবে ৩৩ শতাংশ নাম্বার থাকা প্রয়োজন। |
Agniveer (Tech) | উচ্চমাধ্যমিক পরীক্ষায় আবেদনকারীকে অবশ্যই সায়েন্স বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে। উচ্চমাধ্যমিকে অবশ্যই আবেদনকারীকে ৫০ শতাংশ নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হবে এবং প্রতিটি বিষয়ে এককভাবে ৪০ শতাংশ নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হবে। উচ্চ মাধ্যমিক স্তরে আবেদনকারীর অবশ্যই ফিজিক্স, কেমিস্ট্রি, গণিত এবং ইংরেজি বিষয় থাকা বাধ্যতামূলক। |
Agniveer Office Assistant / Store Keeper Technical | সাইন্স আর্টস কমার্স যেকোনো বিভাগ থেকে উত্তীর্ণ উচ্চমাধ্যমিক পড়ুয়ারা এই পদের জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর প্রয়োজন এবং প্রতিটি বিষয়ে আলাদা আলাদা ভাবে ৫০% নাম্বার থাকা প্রয়োজন। |
Agniveer Tradesmen | অষ্টম পাস এবং মাধ্যমিক পাস ভয়ে এই পদের জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই পরীক্ষায় প্রতিটি সাবজেক্টে ৩৩ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। |
শারীরিক মানদন্ড
ডিফেন্স বিভাগের যে কোন চাকরির ক্ষেত্রেই আবেদনকারী শারীরিক ফিট আছে কিনা তা পরীক্ষা করা হয়। সেরকমই অগ্নিবীর নিয়োগের ক্ষেত্রেও আবেদনকারীর উচ্চতা ওজন এবং বুকের চওড়া পরিমাপ করা হয়।
Agniveer Eligibility Criteria Physical Standards | |
উচ্চতা | ১৬২ সেন্টিমিটার থেকে ১৭০ সেন্টিমিটার। (বিভিন্ন পদের জন্য বিভিন্ন উচ্চতার প্রয়োজন) |
ওজন | ৫০ কেজি |
বুকে চওড়া | ৭৭ সেন্টিমিটার |
কিভাবে অগ্নিবীর হওয়া যায়?
প্রত্যেক বছরেই প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে অগ্নিবীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এক্ষেত্রে যোগ্য ছাত্রছাত্রীরা অনলাইনের মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে অগ্নিবীরের জন্য আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন করার জন্য প্রথমেই https://joinindianarmy.nic.in/ এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এরপর নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলাকালীন প্রদত্ত মোবাইল নাম্বারে ওটিপি দিয়ে ভেরিফাই করে নিতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হলে আবেদনকারী প্রয়োজনীয় তথ্য এবং নথি আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে।
অগ্নিবীরের জন্য আবেদন কি কি ডকুমেন্টস প্রয়োজন?
এবার দেখে নেওয়া যাক অনলাইনে আবেদন করার সময় ছাত্র-ছাত্রীদের কোন কোন ডকুমেন্টস নিজেদের সঙ্গে রাখতে হবে।
- আবেদনকারীর নিজস্ব আধার কার্ড।
- দশম অথবা দ্বাদশ শ্রেণীর মার্কশিট
- আবেদনকারী সম্প্রতি রঙিন পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ
- কাস্ট সার্টিফিকেট
- Sports সার্টিফিকেট ও NCC সার্টিফিকেট (যদি থাকে)
- একটি বৈধ মোবাইল নাম্বার ও ইমেইল আইডি সঙ্গে রাখতে হবে।
অগ্নিবীর সিলেকশন প্রক্রিয়া (Agniveer Selection Process)
এক্ষেত্রে জানিয়ে রাখে ভারতীয় আর্মিতে অগ্নিবীর পদে নিয়োগ দুটি পর্যায়ে হয়ে থাকে।
- প্রথম ধাপে পুরো দেশ জুড়ে কম্পিউটার ভিত্তিক একটি অনলাইনে পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হলেই আবেদনকারীরা পরবর্তী ধাপে যেতে পারবে।
- দ্বিতীয় ধাপে আর্মি রিক্রুটিং অফিস (AROs) একটি রিক্রুটমেন্ট Rally আয়োজন করা হবে। এই পর্যায়ে মাঠ পরীক্ষা, মেডিকেল পরীক্ষা এবং সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে চূড়ান্ত মেধা তালিকা করা হয়।
জেনে রাখুন: WBP Constable (Male) Eligibility, Height, Run, Medical: পশ্চিমবঙ্গ পুলিশ লেটেস্ট সমস্ত তথ্য দেখে নাও
অগ্নিবীরের বেতন কাঠামো ও সুবিধা সমূহ
বেতন কাঠামো
বছর | মাসিক বেতন | প্রতি মাসের শেষে হাতে পাবে।(৭০%) | মাসে মাসে অগ্নিবীর কর্পাস ফান্ডে জমা হবে (৩০%) | GoI দ্বারা কর্পাস তহবিলে জমা হবে |
প্রথম বছর | ৩০,০০০ টাকা | ২১,০০০ টাকা | ৯,০০০ টাকা | ৯,০০০ টাকা |
দ্বিতীয় বছর | ৩৩,০০০ টাকা | ২৩,১০০ টাকা | ৯,৯০০ টাকা | ৯,৯০০ টাকা |
তৃতীয় বছর | ৩৬,০০০ টাকা | ২৫,৫৮০ টাকা | ১০,৯৫০ টাকা | ১০,৯৫০ টাকা |
চতুর্থ বছর | ৪০,০০০ টাকা | ২৮,০০০ টাকা | ১২,০০০ টাকা | ১২,০০০ টাকা |
৪ বছর পর অগ্নিবীর কর্পাস ফান্ডে মোট জমা হবে | ৫.০২ লক্ষ টাকা | ৫.০২ লক্ষ টাকা | ||
৪ বছর পর চাকরি ছাড়ার সময় পাবেন | সেবা নিধি প্যাকেজ হিসাবে ১০.০৪ লক্ষ টাকা(সুদ ব্যতীত সম্পূর্ণ পরিমাণ) |
ইন্সুরেন্স বা বীমা কভারেজ
বিষয় | ইন্সুরেন্সের পরিমাণ |
ডিউটি চলাকালীন যদি মৃত্যু ঘটে | (১) ৪৮ লক্ষ টাকার ইন্সুরেন্স কভারেজ পাবেন। (২) One time ex gratia পাবেন ৪৪ লক্ষ টাকা। (৩) সম্পূর্ণ ৪ বছরের বেতন পেয়ে যাবেন। (অর্থাৎ কোন ব্যক্তি যদি ৩ বছর কাজ করার পর মারা যান তাহলে বাকি ১ বছরের টাকাও পেয়ে যাবেন) (৪) সেবা নিধি প্রকল্পে যে টাকাটি জমা রয়েছে সেই টাকাটিও পেয়ে যাবেন। |
যদি মৃত্যু হয় কিন্তু ডিউটি করার সময় না হয় | (১) ৪৮ লক্ষ টাকা ইন্স্যুরেন্স পাবেন। (২) সেবা নিধি প্রকল্পে যে টাকা জমা রয়েছে সেটি সুদসহ পাবেন। |
কোন রকম দুর্ঘটনার কারণে শারীরিক অক্ষমতার সৃষ্টি হলে | (১) দুর্ঘটনা অনুযায়ী ৪৪ লক্ষ টাকা, ২৫ লক্ষ টাকা বা 15 লক্ষ টাকা পেয়ে যাবেন। (based on % of disability) (২) ৪ বছরের মধ্যে যতদিন চাকরি বাকি ছিল সেই টাকাটিও পেয়ে যাবেন। (৩) সেবা নিধি প্রকল্পে যে টাকাটি জমা হয়েছে সেই টাকা সুদ সহ পেয়ে যাবেন। |
অবশ্যই জেনে নাও: SSC Exams: কেন্দ্র সরকারি চাকরির দরজা! কোন পদে কি পরীক্ষা দিতে হয়? জেনে নাও
ছুটির সুবিধা
অগ্নিপির প্রকল্পের মাধ্যমে যেসকল যুবক যুবতীদের ভারতীয় আর্মিতে নিয়োগ করা হবে তারা ৪ বছরের মোট ৩০ দিন ছুটি পাবে। এছাড়াও শারীরিক অসুস্থতার কারণে ছুটি পাওয়া যাবে।
ভাতা, প্রভিডেন্ট ফান্ড ও পেনশন সুবিধা
ভারতীয় সেনাবাহিনীতে অগ্নিবীররা মহার্ঘ ভাতা এবং সামরিক পরিষেবা বেতনের জন্য যোগ্য হবে না। অগ্নিবীর বাহিনীদের কোনোরকম প্রভিডেন্ট ফান্ড বা ভবিষ্যৎ তহবিলের জন্য টাকা দেওয়া হয় না। অগ্নিবীররা সরকারি পেনশনের সুবিধা থেকেও বঞ্চিত থাকে।
অবসর পরবর্তী সুবিধা সমূহ
৪ বছর পর চাকরি থেকে অবসর নেওয়ার পর অগ্নিবীরা বেশ কিছু সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। এবার সেই সুযোগ সুবিধা গুলি সম্পর্কেও জেনে নেওয়া যাক।
- ক্লাস ১২ এর সার্টিফিকেট: অনেক আবেদনকারী মাধ্যমিকের পর অগ্নিবির পোস্টের জন্য আবেদন করে। তাই তাদের অবসরের সময় দ্বাদশ শ্রেণীর সমমানের একটি সার্টিফিকেট দেওয়া হয়।
- দক্ষতা সার্টিফিকেট: অগ্নীবীর প্রার্থীরা অবসরকালীন একটি দক্ষতার সার্টিফিকেট পাবেন। সেই সার্টিফিকেটে তাদের দক্ষতা এবং দক্ষতার ডিগ্রী উল্লেখ করে থাকবে।
- সেবা নিধি প্যাকেজ: সেবা নিধি প্রকল্পের মাধ্যমে ১০.০৪ লক্ষ টাকা পাবেন এবং এর সঙ্গে সুদ পাবেন।
- রাজ্য পুলিশে অগ্রাধিকার: রাজ্য পুলিশ নিয়োগের ক্ষেত্রে আপনার যদি অগ্নিবীরের দক্ষতা সার্টিফিকেট থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অগ্রাধিকার পাবেন।
- অগ্নিবীর বাহিনীদের জন্য ভারতীয় কোস্ট গার্ড এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ১০ শতাংশ সংরক্ষণ দেওয়া হবে।
অবশ্যই পড়ুন: Madhyamik Pass Government Job: মাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি পাওয়া যায়? বিস্তারিত জেনে নিন
অগ্নিপথ স্কিমের সম্পূর্ণ ডিটেলস বিজ্ঞপ্তি | Download Details PDF |
অগ্নিপথ স্কিমের অফিসিয়াল ওয়েবসাইট | Visit Now |
অগ্নিবীর সম্পর্কে সমস্ত তথ্য সহজ বাংলাতে তোমাদের সামনে প্রতিবেদন হিসেবে তুলে ধরা হলো। এখনো যদি কোন প্রশ্ন থাকে অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকে সমস্ত তথ্য দেখে নেবেন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »