তোমাদের মধ্যে অনেক চাকরি প্রার্থীর ইচ্ছে ভারতীয় রেলে চাকরি করার। কিন্তু তোমাদের মধ্যে অনেকেই ভারতীয় রেলে কোন কোন পদে চাকরি হয় সেগুলি ঠিকঠাক জানো না। তোমাদের কথা মাথায় রেখেই আজকের এই প্রতিবেদনে ভারতীয় রেলে কোন কোন চাকরি হয় সমস্ত জানাবো। রেলের সমস্ত চাকরির যোগ্যতা, কোন পরীক্ষা দিতে হয় ইত্যাদি প্রাসঙ্গিক সমস্ত তথ্য জানতে পারবে।
Indian Railway Management Service: রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিস
ভারতীয় রেল Indian Railway Management Service নামক Grade A Service – এর জন্য IRMS নামক একটি পরীক্ষা আয়োজিত করে থাকে, যার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হয়ে থাকে। প্রসঙ্গত উল্লেখ্য, এটি মূলত Technical চাকরী। তবে, Non – Technical প্রার্থীরা UPSC CSE – পরীক্ষার মাধ্যমে Indian Railway Management Service নামক Grade A Service – এ যোগদান করতে পারে।
IRMS – অফিসার হিসাবে নিয়োগ পদ্ধতি
IRMS – পরীক্ষাটি ভারতীয় রেলের Grade A – নিয়োগ পরীক্ষা। Technical Field – এ এখানে মূলত Mechanical Engineering, Civil Engineering, Electrical and Telecommunication Engeneering প্রভৃতি Category – তে প্রার্থীদের নিয়োগ করা হয়ে থাকে।
Non – Technical Post – গুলোতে নিয়োগের জন্য প্রার্থীদের Civil Services – পরীক্ষা দিতে হয়। এখানে মূলত Prelims, Mains এবং Interview এই 03-টে ধাপের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হয় এবং তাদের নিয়োগ করা হয়।
অবশ্যই দেখুন: Railway Ticket Collector: ট্রেনে TTE কিভাবে হওয়া যায়? বেতন, বয়স, যোগ্যতা সবকিছু দেখে নিন
ভারতীয় রেলে টেকনিক্যাল ও নন টেকনিক্যাল চাকরি
IRMS – ছাড়াও ভারতীয় রেলে অন্যান্য কিছু চাকরি হয়ে থাকে। এখানেও Technical এবং Non – Technical দুরকম চাকরী রয়েছে। Technical Category – এর চাকরির মধ্যে RRB JE, RRB ALP উল্লেখযোগ্য এবং Non – Technical Category – এর মধ্যে Group D – এর মত চাকরিগুলি উল্লেখযোগ্য।
ক্যাটাগরি | পরীক্ষা | নিয়োগের পদ |
---|---|---|
Technical টেকনিক্যাল | RRB ALP (Assistant Loco Pilot), RRB JE (Junior Engineer) | Junior Engineer (JE), Junior Engineer (Information Technology), Depot Material Superintendent (DMS), Chemical & Matallurgical Assistant (CMA), Assistant Loco Pilot, Technician প্রভৃতি |
Non- Technical নন টেকনিক্যাল | RRB Group D, RRB NTPC (Non- technical popular categories), RRB Ministerial & Isolated Categories | Junior Clerk cum Typist, Account Clerk cum Typist, Junior Time Keeper, Trains Clerk and Commercial cum Ticket Clerk, Traffic Assistant, Goods Guard, Senior Clerk cum Typist, Station Master, Track Maintainer Grade- IV, Helper, Assistant Pointman প্রভৃতি |
Eligibility Criteria: চাকরির পদ অনুযায়ী যোগ্যতা
তোমাদের সুবিধার্থে বলে রাখি, ভারতীয় রেলে Technical (RRB JE, RRB ALP) এবং Non- Technical (RRB Group D, RRB NTPC) Category – এর জন্য আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে। উল্লেখযোগ্য কিছু চাকরির যোগ্যতাগুলি একে একে তোমাদের জানাচ্ছি –
RRB JE (Junior Engineer) জুনিয়র ইঞ্জিনিয়ার
RRB JE – Category – তে নিয়োগের জন্য যে যে যোগতাগুলি চাওয়া হয়েছে সেগুলি হল –
- প্রার্থীর বয়স 18-32 বছরের মধ্যে হতে হবে, ভারতীয় নাগরিক হতে হবে।।
- শিক্ষাগত যোগ্যতার কথা বললে প্রার্থীদের 03 বছরের Diploma (Civil Engineering/Mechanical/ Production/Automobile / Electrical/Electronics/Instrumentation & Control Engineering/ Control/Tools & Machining/ Tools & Die Making/ Computer Science/ Computer Engineering) কোর্স করা থাকতে হবে অথবা যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে B.Tech. – এর Degree থাকতে হবে।
মিস করো না: Gram Panchayat Job: পঞ্চায়েতে চাকরি কিভাবে পাবে? বিভিন্ন পদের শিক্ষাগত যোগ্যতা ও বেতন! দেখে নিন
RRB ALP (অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট)
RRB ALP – Category – তে নিয়োগের জন্য প্রার্থীদের যে যে যোগ্যতাগুলি লাগবে সেগুলো হল –
- প্রার্থীর বয়স 18-28 বছরের মধ্যে হতে হবে।
- ALP পদে নিয়োগের শিক্ষাগত যোগ্যতা হিসাবে প্রার্থীকে অবশ্যই স্বীকৃত কোন বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে। পাশাপাশি ITI, Diploma অথবা Engineering – এর Degree থাকতে হবে।
- Technician – পদে নিয়োগের জন্য প্রার্থীদের অবশ্যই স্বীকৃত কোন বোর্ড থেকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। পাশাপাশি ITI, Diploma অথবা Engineering – এর Degree থাকতে হবে।
- ভারতীয় নাগরিক হতে হবে।
RRB NTPC (রেলওয়ে এনটিপিসি)
চাকরিপ্রার্থীদের একটা বড় অংশের পছন্দের চাকরী এই NTPC Category – এর চাকরীগুলি। এই Category – তে নিয়োগের জন্য প্রার্থীদের যে যে যোগ্যতাগুলি থাকতেই হবে সেগুলি হল –
- Undergraduate Post ও Graduate Post – এ প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে বয়স যথাক্রমে 18-30 এবং 18-33 বছরের মধ্যে হতে হবে।
- শিক্ষাগত যোগ্যতার কথা বললে Undergraduate Post- এর ক্ষেত্রে প্রার্থীদের কোনো স্বীকৃত বোর্ড থেকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। Graduate Post – এ প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসাবে প্রার্থীকে অবশ্যই কোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Graduation পাশ করতেই হবে।
- ভারতীয় নাগরিক হতে হবে।
বিস্তারিত দেখো: RRB NTPC: রেলওয়েতে নন টেকনিক্যাল চাকরি! স্টেশন মাস্টার থেকে টিকিট ক্লার্ক, জেনে নাও যোগ্যতা
Group D (রেলওয়ে গ্রুপ ডি)
Group D – তে নিয়োগের জন্য প্রার্থীদের থেকে যে যে যোগ্যতাগুলি চাওয়া হয়েছে সেগুলি হল –
- বয়স 18-33 বছরের মধ্যে হতে হবে।
- শিক্ষাগত যোগ্যতা হিসাবে প্রার্থীদের স্বীকৃত কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতেই হবে।
- ভারতীয় নাগরিক হতে হবে।
ভারতীয় রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইট | indianrailways.gov.in |
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB Apply) | rrbapply.gov.in |
ভারতীয় রেলের চাকরিগুলি – নিয়ে সম্পূর্ণ তথ্য সমৃদ্ধ আজকের এই প্রতিবেদনটি এখানেই শেষ করলাম, আশা করবো তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা এই প্রতিবেদন থেকে পেয়ে যাবে। বিভিন্ন স্কলারশিপ, কেরিয়ার সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে আমাদের পেজটি নিয়মিত ভিজিট করতে পারো।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »