অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের জন্য রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার নানান স্কলারশিপের মাধ্যমে পড়ুয়াদের পড়াশোনার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত একটি জনপ্রিয় সরকারি স্কলারশিপ হল Inspire Scholarship।
INSPIRE স্কলারশিপে স্কলারশিপটিতে আবেদন করার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন? এবং এই স্কলারশিপে আবেদন করতে কি কি ডকুমেন্টস-এর প্রয়োজন? এছাড়াও সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য জানতে পুরো প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।
Inspire Scholarship কি?
INSPIRE Scholarship এর সম্পূর্ণ অর্থ হল Innovation in Science Pursuit for Inspired Research। অর্থনৈতিকভাবে দুর্বল বিজ্ঞান বিভাগের মেধাবী পড়ুয়াদের জন্য কেন্দ্রীয় সরকারের Department of Science and Technology (DST) পড়ুয়াদের পড়াশোনার জন্য আর্থিক সহায়তার উদ্দেশ্যে এই স্কলারশিপটি চালু করেন।
INSPIRE স্কলারশিপে কারা কারা আবেদন করতে পারবে?
INSPIRE স্কলারশিপে আবেদন করার জন্য পড়ুয়াদের কয়েকটি যোগ্যতার প্রয়োজন। এই স্কলারশিপের জন্য ছাত্র-ছাত্রী উভয়েই আবেদন করতে পারবে।
- এই স্কলারশিপে আবেদন করার জন্য আবেদনকারী এবং আবেদনকারীর পরিবারকে ভারতের স্থায়ী নাগরিক হতে হবে।
- যে সকল ছাত্র-ছাত্রী উচ্চমাধ্যমিক স্তরে পাঠরত তাদেরকে অবশ্যই বিজ্ঞান বিভাগ নিয়ে পড়তে হবে।
- দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর যেসকল ছাত্রছাত্রী একই বছরে কলেজে BSc,BS, এবং ইন্টিগ্রেটেড MSc,MS স্তরে এবং মৌলিক বিজ্ঞান কোর্সে ভর্তি হয়েছে সেইসকল মেধাবী পড়ুয়ারা INSPIRE স্কলারশিপে আবেদন করার যোগ্য।
বৃত্তির পরিমাণ (Scholarship Amount)
নির্বাচিত প্রার্থীদের বিভিন্ন ক্যাটাগরির ভিত্তিতে এই স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। পড়ুয়াদের সর্বনিম্ন ৫০০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ দেওয়া হয় এবং পড়ুয়ারা সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত এই স্কলারশিপের সুবিধা নিতে পারবে।
- ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক ৫০০০ টাকা স্কলারশিপ দেওয়া হয়ে থাকে।
- উচ্চমাধ্যমিক স্তরের পড়ুয়াদের অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণি বিজ্ঞান বিভাগের পড়ুয়াদের প্রতি বছর ১০০০০ টাকা স্কলারশিপ দেওয়া হয়ে থাকে।
- রিসার্চ লেভেল কেরিয়ার স্তরের পড়ুয়াদের বার্ষিক ৫০০০০ টাকা পর্যন্ত বৃত্তি দেওয়া হয়।
আবেদন প্রক্রিয়া (Application Process)
INSPIRE স্কলারশিপে শিক্ষার্থীরা সরাসরি অনলাইনের মাধ্যমে খুব সহজেই আবেদন করতে পারবে। এর জন্য শিক্ষার্থীদের নিম্নলিখিত স্টেপগুলো অনুসরণ করতে হবে।
- INSPIRE স্কলারশিপে আবেদন করার জন্য পড়ুয়াদের সর্বপ্রথম Inspire Scholarship-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- এরপর রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আবেদনকারীকে নাম, জন্মতারিখ, মোবাইল নাম্বার, ইমেইল আইডি ইত্যাদি তথ্য পূরণ করতে হবে।
- রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর আবেদনকারীর ইমেইল আইডিতে একটি পাসওয়ার্ড পাঠানো হবে এরপর ওই ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
- লগইন করার পর আবেদনকারীর সামনে সম্পূর্ণ আবেদন পত্রটি খুলে যাবে, এরপর আবেদনকারীর যাবতীয় তথ্য নিখুঁতভাবে পূরণ করতে হবে।
- এরপর যে যে ডকুমেন্টের প্রয়োজন সেগুলো আপলোড করতে হবে।
- আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সবশেষে “সাবমিট” অপশনটিতে ক্লিক করতে হয়।
প্রয়োজনীয় নথিপত্র (Required Document)
INSPIRE স্কলারশিপে আবেদন করার সময় পড়ুয়াদের যেসকল নথীপত্রের প্রয়োজন সেগুলি হল-
নং | নথীপত্র |
---|---|
১) | আবেদনকারীর শেষ পরীক্ষার মার্কশিট। |
২) | আবেদনকারীর দশম শ্রেণী অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট। |
৩) | JEE (Main)/ JEE (Advanced)/ NEET/ International Olympic Medalists পরীক্ষার রেঙ্ক কার্ড। |
৪) | আবেদনকারীর নিজস্ব ব্যাংকের পাশবুক। |
৫) | আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি। |
৬) | আবেদনকারীর কাস্ট সার্টিফিকেট।(যেসকল পড়ুয়াদের ক্ষেত্রে প্রযোজ্য) |
আরোও পড়ুন » কেন্দ্র সরকারের ন্যাশনাল স্কলারশিপ! ছাত্রছাত্রীরা পাবে ৫০০০০ টাকা, আবেদন পদ্ধতি জানুন!
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
পড়ুয়ার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এবং সর্বভারতীয় স্তরের প্রবেশিকা পরীক্ষার Rank এর ভিত্তিতে ছাত্রছাত্রীদের নির্বাচন করা হবে।
আবেদনের সময়সীমা (Application Duration Time)
চলতি শিক্ষা বর্ষের জন্য এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়ায় এখনো পর্যন্ত শুরু হয়নি। প্রতিবছর এই স্কলারশিপ এর আবেদন প্রক্রিয়া অক্টোবর মাস নাগাদ শুরু হয় তাই এবছরও এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া অক্টোবর মাসে শুরু হওয়ার আশঙ্কা রয়েছে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »