ISRO বিনামূল্যে AI, ML কোর্স সাথে সার্টিফিকেট! কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে দেখে নিন

ISRO Free AI ML Remote Sensing Course for Students with Certificate

সাম্প্রতিক ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO) এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সাইন্সের যৌথ উদ্যোগে সমগ্র দেশব্যাপী পেশাদারমুখি কোর্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এবং মেশিন লার্নিং বিনামূল্যে অনলাইন কোর্সের আয়োজন করা হয়েছে। এই দুটি কোর্স ১৯ আগস্ট থেকে ২৩ শে আগস্ট এর মধ্যে ৫ দিনব্যাপী করানো হবে। কারা কারা এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন, কোর্সের বিষয়বস্তু কি কি এবং কিভাবে আবেদন করবেন বিস্তারিত আমরা আজকের প্রতিবেদনে আলোচনা করছি।

   

ISRO Free Course on AI, ML: কারা কোর্সের জন্য আবেদন করতে পারবেন?

মূলত এই কোর্সটি তারাই করতে পারবেন যারা এখনো পর্যন্ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং এর বিষয়ে সাধারণ জ্ঞান রয়েছে। তবে সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সাইন্স, ডেটা এনালিস্ট, জিও ইনফরমেটিভ এবং জিওমেট্রিক্স সহ অন্যান্য ছাত্র-ছাত্রীরা এই কোর্সের জন্য সফল ভাবে আবেদন করতে পারবেন।

অবশ্য কোর্সে যোগদান করার জন্য কোনরকম আবেদন মূল্য লাগবে না, তবে সিট সংখ্যা সীমিত রয়েছে তাই শীঘ্রই ইচ্ছুক প্রার্থীরা আবেদন করে ফেলবেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং, যা চলতি বছর থেকে ইচ্ছুক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে ইসরোর উদ্যোগে করানো হচ্ছে।

Study Material: কোর্সের অন্তর্ভুক্ত বিষয়বস্তু

ইসরো এর অনুষ্ঠিত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং কোর্সদুটির জন্য জন্য বিভিন্ন রকম মেশিন লার্নিং পদ্ধতি, গুগল সার্চ মেশিন এবং পাইথন প্রোগ্রামিং এর বিস্তারিত শেখানো হবে এবং বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন ব্যবহারের মাধ্যমে যেমন স্লাইড, ভিডিও রেকর্ডিং মাধ্যমে পাঠানো হবে যার মাধ্যমে শিক্ষার্থীরা অনলাইন ক্লাসের মাধ্যমে ই প্র্যাকটিক্যালি বুঝতে সুবিধা হয়

নতুন আপডেট: Utkarsh Bangla: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ! 

ISRO Free AI, ML Course Registration: কিভাবে ইসরোর এই বিনামূল্যের কোর্সে অংশগ্রহণ করবেন?

আবেদনের জন্য আপনাকে ইসরো এর অফিসিয়াল ওয়েবসাইট সরাসরি সম্পূর্ণ বিনামূল্যেই নাম রেজিস্ট্রেশন করে কোর্সে নাম নথিভুক্ত করতে পারেন। এই কোর্সটি চলাকালীন শিক্ষার্থীদের ন্যূনতম ৭০ শতাংশ উপস্থিতিতে রাখতেই হবে এবং সফলভাবে কোর্স করার পর ইসরো লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের তরফ থেকে একটি শংসাপত্র দেওয়া হবে

সরাসরি আবেদন করুন ▶Apply Link
অফিসের বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিনNotice PDF

আরো দেখুন: স্বাধীনতা দিবসে বিনামূল্যে সার্টিফিকেট দিচ্ছে কেন্দ্র! কিভাবে পাবেন দেখে নিন

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram