বর্তমান যুগে শুধুমাত্র একাডেমিক ডিগ্রি নয়, বরং টেকনিক্যাল এবং স্কিল-বেসড শিক্ষার গুরুত্ব দিন দিন বাড়ছে। এই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের যুবসমাজের মধ্যে ITI (Industrial Training Institute)-এর প্রতি আগ্রহ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আইটিআই কোর্স শুধুমাত্র স্বল্প মেয়াদে চাকরি পাওয়ার পথ প্রশস্ত করে না, পাশাপাশি আত্মনির্ভর হয়ে ওঠারও সুযোগ করে দেয়।
আজকের পোস্টে আমরা ITI কোর্স কী, ভর্তি প্রক্রিয়া, পরবর্তীকালে কেরিয়ার সম্ভাবনা সম্পূর্ণ তথ্য সহজ করে আলোচনা করব।
ITI Course Westbengal Complete Details: আইটিআই পড়ার সম্পূর্ণ গাইড
ITI-এর পুরো নাম হল Industrial Training Institute অর্থাৎ একটি প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে ছাত্র-ছাত্রীরা বিভিন্ন Trade বা বিষয়ের উপর হ্যান্ডস অন ট্রেনিং অর্থাৎ হাতে-কলমে শিক্ষা পেয়ে থাকে। রাজ্য ও কেন্দ্র সরকারের অধীনে পরিচালিত এই প্রতিষ্ঠানগুলোর মূল উদ্দেশ্য হল দক্ষ টেকনিশিয়ান তৈরি করা।
এক নজরে – ITI কোর্স সংক্ষিপ্ত তথ্য
বিষয় | তথ্য |
---|---|
কোর্সের নাম | Industrial Training Institute (ITI) |
কোর্সের ধরন | টেকনিক্যাল স্কিল ট্রেনিং |
কোর্সের মেয়াদ | 6 মাস থেকে 2 বছর |
পরিচালনাকারী সংস্থা | কারিগরি শিক্ষা দপ্তর, SCVT (State Council for Vocational Training), DGT (Directorate General of Training) |
ITI কোর্সের প্রকারভেদ ও যোগ্যতা
ITI কোর্স দুটি ভাগে বিভক্ত —
E Group (Class 8 Passed Trade)
যোগ্যতা (Qualification): পশ্চিমবঙ্গের কোনও স্বীকৃত স্কুল থেকে অষ্টম শ্রেণী (Class 8) বা সমতুল্য পরীক্ষা পাশ।
M Group (Class 10 Passed Trade)
যোগ্যতা (Qualification): পশ্চিমবঙ্গের কোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক (Class 10) বা সমতুল্য পরীক্ষা পাশ। ছাত্র-ছাত্রীদের মধ্যে এটি বেশি জনপ্রিয়।
ভর্তি প্রক্রিয়া (ITI Admission Process)
ITI পড়াশোনার জন্য কোনরকম এন্ট্রান্স পরীক্ষা দিতে হয় না, মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে সরাসরি কাউন্সেলিং এর মাধ্যমে সরকারি এবং প্রাইভেট কলেজগুলিতে ভর্তির সুযোগ থাকে।
- অনলাইন আবেদন (Common Online Application): প্রতি বছর সরকারি ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয় (https://scvtwb.in)।
- ভর্তি সম্পূর্ণ হয় মেধার ভিত্তিতে (Merit-Based Admission):
- E Group-এর ক্ষেত্রে – Class 8-এর নম্বর
- M Group-এর ক্ষেত্রে – Class 10-এর নম্বর
- ডকুমেন্ট ভেরিফিকেশন (Document Verification)
- কাউন্সেলিং (Counselling): সিলেক্ট করা বা নির্বাচন করা ট্রেড ও ইনস্টিটিউটে সিট বরাদ্দ এবং তারপরে ভর্তি প্রক্রিয়া হয়ে থাকে।
কোনরূপ ভর্তি পরীক্ষা (Entrance Test) না থাকলেও, মেধাতালিকা (Merit List) অনুযায়ী ছাত্রছাত্রীদের নির্বাচন করা হয়। তাই মাধ্যমিক বোর্ড পরীক্ষার নম্বরের মাধ্যমেই কোন ভালো সরকারি আইটিআই কলেজে সুযোগ পাওয়া যেতে পারে।
Popular ITI Trades (জনপ্রিয় আইটিআই ট্রেড)
আই.টি.আই (ITI) কোর্স শিক্ষার্থীদের হাতে-কলমে (hands-on) প্রযুক্তিগত দক্ষতা (technical skills) অর্জনে সহায়তা করে। যা ভবিষ্যতে চাকরি বা স্বনিযুক্ত (self-employment) জীবনে অত্যন্ত কার্যকর। নিচে আই.টি.আই-র কিছু জনপ্রিয় ট্রেড (popular trades) এবং সেগুলি শেষ করার পর সম্ভাব্য ক্যারিয়ার অপশন (career options) তুলে ধরা হলো:
ITI Trade (আইটিআই ট্রেড) | Future Career Options (ভবিষ্যতের কর্মক্ষেত্র) |
---|---|
Electrician (ইলেকট্রিশিয়ান) | Electrical Technician, Wireman, Maintenance Engineer (রক্ষণাবেক্ষণ প্রকৌশলী) |
Fitter (ফিটার) | Mechanical Fitter, Machine Operator, Maintenance Technician |
Welder (ওয়েল্ডার) | Welder, Fabricator, Pipe Fitter, Construction Worker |
Mechanic (Motor Vehicle) (মেকানিক) | Automobile Technician, Workshop Assistant, Service Engineer |
COPA (Computer Operator and Programming Assistant) (কম্পিউটার অপারেটর) | Data Entry Operator, Office Assistant, Computer Technician |
Draughtsman (Civil) (ড্রাফ্টসম্যান) | Civil Draughtsman, CAD Technician, Site Supervisor |
Plumber (প্লাম্বার) | Plumbing Contractor, Maintenance Worker, Site Technician |
Turner (টার্নার) | CNC Operator, Mechanical Technician, Tool Room Assistant |
Refrigeration & AC Mechanic (রেফ্রিজারেশন ও এসি মেকানিক) | HVAC Technician, AC Repair Engineer, Refrigeration Mechanic |
অবশ্যই দেখবে: Polytechnic Course in West Bengal: পলিটেকনিক কোর্স কি? মাধ্যমিক পাশে জুনিয়র ইঞ্জিনিয়ার, দেখে নাও
পরবর্তী চাকরির সুযোগ-সুবিধা (Career Opportunities After ITI)
মূলত কম সময়ে চাকরির ক্ষেত্রে বা স্বনির্ভর হতে ITI কোষ যথেষ্ট জনপ্রিয়, তবে এক্ষেত্রে অনেক সরকারি দপ্তর এবং প্রাইভেট কোম্পানিতেও ভালো হলো চাকরির সুযোগ থাকে।
সরকারি চাকরি (Govt. Jobs): ভারতীয় রেল এবং আমাদের রাজ্য বিদ্যুৎ দপ্তরে (Electricity Department) আইটিআই পাশে কর্মী নিয়োগ হয়ে থাকে, এছাড়া অন্যান্য সরকারি দপ্তর যেমনঃ Indian Railways, WBSEDCL, Metro Rail, BEL, BHEL, etc.
Apprenticeship Program – National Apprenticeship Training Scheme (NATS)-এর মাধ্যমে চাকরির সুযোগ। এছাড়াও অন্যান্য সরকারি দপ্তরে টেম্পুরারি বা আংশিক সময়ের জন্য কাজের সুযোগ পাওয়া যায়।
প্রাইভেট কোম্পানির চাকরি (Private Jobs): প্রাইভেট কোম্পানিগুলিতে বিভিন্ন ম্যানিফাকচারিং ইউনিট, টেস্টিং হাব এবং কারখানাতে চাকরির সুযোগ থাকে, এক্ষেত্রে পুনে, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, আমেদাবাদ এরকম জায়গাতে নিয়ে কাজের সুযোগ থাকে।
Self-employment (স্বনিযুক্তি): ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, ফিটার, কম্পিউটার হার্ডওয়ার প্রভৃতি ট্রেডে নিজস্ব ব্যবসা কিংবা সার্ভিস কোম্পানি খুলে পরিষেবা দেওয়া যেতে পারে।
উচ্চশিক্ষা (Higher Education): ITI পাশ করে পলিটেকনিক ডিপ্লোমা (Lateral Entry to Diploma) করা সম্ভব এবং সেখান থেকে পরবর্তীকালে BTech ইঞ্জিনিয়ারিং করার মাধ্যমে একজন গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার বা প্রযুক্তিবিদ হওয়া যেতে পারে।
বিস্তারিত: ITI vs Polytechnic কোনটা করবে? কিসে সরকারি চাকরি সুযোগ বেশি? দেখে নাও
গুরুত্বপূর্ণ রিসোর্ট | লিঙ্ক |
---|---|
অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন | iti.wb.gov.in |
ভর্তি ও কোর্স সংক্রান্ত বিস্তারিত তথ্য | View More → |
ITI কোর্স এখন শুধুই “বিকল্প” নয়, বরং হাতে-কলমে শিক্ষার পথ। বর্তমান সময়ে পলিটেকনিক কোর্সে অনেক বেসরকারি ও সরকারি চাকরির সুবিধা পাওয়া যায়। তবে শিক্ষার্থীদের উচিত, নিজের আগ্রহ, ভবিষ্যতের লক্ষ্য ও সুযোগ বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »