ITI vs Polytechnic কোনটা করবে? কিসে সরকারি চাকরি সুযোগ বেশি? মাধ্যমিক পাশ হলে দেখে নাও

ITI vs Polytechnic Full Details in Bengali Westbengal

শিক্ষা জীবনের প্রথম গুরুত্বপূর্ণ ধাপ অর্থাৎ মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পরেই শিক্ষার্থীদের নিজের কেরিয়ার সম্পর্কে ভাবতে হয়। এমন অনেকেই আছে যারা মাধ্যমিক পাশ করার পর কোন পেশাগত কোর্স গ্রহণ করে দ্রুত চাকরি পেতে চায়। এক্ষেত্রে বর্তমানে ITI এবং পলিটেকনিক এই দুটি কোর্স অত্যন্ত জনপ্রিয়। তবে দুটি কোর্সের মধ্যে কোনটি করলে বেশি বেতনে চাকরি পাওয়া সম্ভব, কোর্স দুটি শুরু করার যোগ্যতা কি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই প্রতিবেদনের মাধ্যমে।

   

ITI ও পলিটেকনিক মাধ্যমিক পরবর্তী পেশাগত কোর্স

আইটিআই এবং পলিটেকনিক উভয় কোর্স শুরু করার জন্যই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা লাগে মাধ্যমিক পাস। এক্ষেত্রে আরও একটি বিষয় জানিয়ে রাখি আইটিআই কোর্সে অষ্টম পাস যোগ্যতায়ও ভর্তি হওয়া যায়, কিন্তু এক্ষেত্রে ছাত্রছাত্রীরা অনেক কিছু বিষয় থেকে বঞ্চিত থাকবে।

ITI vs Polytechnic which is better?

কোর্সের সময়সীমাITI এর ক্ষেত্রে কিছু কোর্স ৬ মাস এবং ১ বছরের থাকলেও বেশিরভাগ কোর্সের সময়সীমা ২বছর।পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে এই সময়সীমা ৩ বছর। 
সরকারি কলেজে ভর্তির খরচসম্পূর্ণ বিনামূল্যেসম্পূর্ণ বিনামূল্য
বেসরকারি কলেজে ভর্তির খরচITI ভালো কোনো কোর্স এর ক্ষেত্রে সর্বনিম্ন ৪০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৮০ হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে। তবে বেসরকারি কলেজের ক্ষেত্রে কলেজ ভেদে টাকার পরিমাণটি কমবেশি হতে পারে। পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বেসরকারি কলেজে খরচ হবে সর্বনিম্ন ৮০ হাজার টাকা থেকে ২.৫ লক্ষ টাকার মধ্যে।

দেখে নাও: Polytechnic Course in West Bengal: পলিটেকনিক কোর্স কি? মাধ্যমিক পাশে জুনিয়র ইঞ্জিনিয়ার, দেখে নাও

কোর্সের শেষে চাকরির সুবিধা ও বেতন

এমন কিছু ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত পদ আছে যেগুলিতে আইটিআই এবং পলিটেকনিক উভয় কোর্স উত্তীর্ণ ব্যক্তিরাই আবেদন করতে পারেন। তবে নিম্ন পদস্থ টেকনিশিয়ানরা মূলত ITI পাস হয়ে থাকেন এবং উচ্চ পদের জন্য আবেদন করতে গেলে পলিটেকনিক পাস হতে হয়।

বেতনের দিক থেকেও পলিটেকনিক ডিগ্রীধারীদের বেতন বেশি হয়। আইটিআই কোর্সের ক্ষেত্রে ৮০০০-১৫০০০ টাকা পর্যন্ত বেতন মাসে পাওয়া যেতে পারে। পলিটেকনিক ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে চাকরির শুরুতেই ১০ থেকে ১২ হাজার টাকা বেতন পাওয়া যেতে পারে। পরবর্তীতে প্রমোশনের ভিত্তিতে সেই বেতন বাড়তে পারে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram