JENPAS Exam Eligibility: রাজ্য নার্সিং, প্যারামেডিকেল, মেডিকেল প্রযুক্তি ভর্তি পরীক্ষা! বিস্তারিত দেখুন

Arpita Paul

Published on:

Westbengal JENPAS Exam Eligibility, Exam Complete Details

JENPAS Exam Eligibility, Exam Complete Details: উচ্চমাধ্যমিকের পর যে সকল ছাত্র-ছাত্রীর স্বপ্ন রয়েছে নার্সিং, প্যারামেডিকেল, মেডিকেল টেকনোলজি নিয়ে পড়াশোনা করার তাদের জন্য JENPAS (UG) পরীক্ষাটি খুবই গুরুত্বপূর্ণ।

এই পরীক্ষার Rank এর ভিত্তিতে ছাত্রছাত্রীরা সরকারি মেডিকেল কলেজে পড়ার সুযোগ পাই এবং মেডিকেল ফিল্ডে নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে। এই পরীক্ষাটি সায়েন্স এর পাশাপাশি আর্টস ও কমার্স বিভাগের ছাত্রছাত্রীরা এই পরীক্ষাটি বসতে পারে।

JENPAS (UG) Exam জেন্পাস পরীক্ষা কী? পশ্চিমবঙ্গ সরকারি নার্সিং ও প্যারামেডিকেল এন্ট্রাস পরীক্ষা

পশ্চিমবঙ্গ জুড়ে নার্সিং ও বিভিন্ন প‍্যারামেডিকেলের গ্রাজুয়েশন কোর্সের প্রবেশিকা হল JENPAS। এর পুরো নাম হল – জয়েন্ট এন্ট্রান্স টেস্ট ফর নার্সিং প‍্যারামেডিকেল এন্ড অ‍্যালায়েড সায়েন্স (Joint Entrance Test For Nursing Paramedical and Allied Science) আর যারা রাজ‍্য জুড়ে এই পরীক্ষাটির পরিচালনার দায়িত্বে থাকে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড (West Bengal Joint Entrance Examination Board)।

একনজরে JENPAS (UG) পরীক্ষা

পরীক্ষার নামJENPAS (UG) EXAMINATION
পরীক্ষার আয়োজকজয়েন্ট এন্ট্রান্স বোর্ড
আবেদনকারী যোগ‍্যতাঅবশ্যই উচ্চমাধ‍্যমিক (10+2) পাস করতে হবে (ছেলে মেয়ে উভয়)
বিভাগসাইন্স/আর্টস/কমার্স

কোর্স সমূহ (JENPAS Exam Admission Courses)

এবার দেখে নেওয়া যাক JENPAS ( UG) পরীক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রীরা কোন কোন কোর্সে পড়ার সুযোগ পাবে।

নংকোর্সের নামকোর্সের ফুল ফর্ম
১)B.Sc. NursingBachelor of Nursing
২)B.P.T.B.P.T. Bachelor of Physiotherapy
৩)B.M.L.TBachelor of Medical Laboratory Technology
৪)B.Sc. CCTB.Sc. in Critical Care Technology
৫)B.Sc. OTTB.Sc. in Operation Theatre Technology
৬)B.Sc. PTB.Sc. in Perfusion Technology
৭)B.Sc. PAB.Sc. in Physician Assistant
৮)B.V.S.OBachelor of Vision Sciences and Optometry
৯)B.V.S.OBachelor of Vision Sciences and Optometry
১০)B.H.A.Bachelor in Hospital Administration

JENPAS Exam Eligibility (UG): পরীক্ষার জন‍্য শিক্ষাগত যোগ‍্যতা

এই পরীক্ষায় বসতে আগ্রহী ছাত্রছাত্রীদের অবশ্যই দ্বাদশ শ্রেণী বা সমতুল‍্য পরীক্ষায় পাস করতে হবে।

  • আর্টস, সাইন্স, কমার্স যে কোন বিভাগের পড়ুয়ারা এই পরীক্ষায় বসতে পারবে।
  • এছাড়াও এই পরীক্ষায় বসার জন্য সাধারন বিভাগের ছাত্রছাত্রীদের জন‍্য উচ্চমাধ‍্যমিকে মোট ৪৫% এর উপরে এবং অন‍্যান‍্য সংরক্ষন শ্রেণীর জন‍্য ৪০% নম্বর অবশ্যই রাখতে হবে।

অন‍্যদিকে নার্সিং সহ BPT, BMLT, OTT, PT, MMB অন‍্যান‍্য কোর্সগুলিতে আবেদন করতে হলে ইচ্ছুক ব‍্যক্তিকে অবশ্যই ঊচ্চমাধ‍্যমিকে (10 + 2) তে পদার্থবিদ‍্যা, রসায়নবিদ‍্যা, জীববিদ‍্যা এবং ইংরেজি বিষয় থাকতে হবে।

প্রার্থীর বয়সের সীমা (Age Criteria)

JEMPAS পরীক্ষায় আবেদনকারী প্রার্থীর নূন‍্যতম বয়স অবশ্যই ১৭ বছর হতে হবে। তবে উধ্বসীমা কোর্সভিত্তিতে পরিবর্তন হবে।

  • নার্সিং কোর্সের জন‍্য বয়সের উধ্বসীমা – ৩৫ বছর
  • BMLT, OTT, PT সহ প‍্যারামেডিকেল কোর্সগুলিতে উধ্বসীমা – ৪০ বছর
  • শুধু BPT কোর্সে কোন বয়সের উধ্বসীমা নেই।

WB JENPAS Exam Subjects: পরীক্ষার বিষয়

এই প্রবেশিকা পরীক্ষাতে মাল্টিপল চয়েস কোশ্চেন (MCQ) এর ভিত্তিতে মূলত পরীক্ষা হবে এবং OMR শিটে আলোচ‍্য বিষয়ের উত্তর দিতে হবে। বিষয়ে ক্ষেত্রে দুটি পেপারে ভাগ করা হয়েছে। পেপার 1 এবং পেপার 2।

পেপার 1 – বিষয়

যে সকল পরীক্ষার্থীরা নার্সিং, BPT, BMLT, BOTT, PT সহ কোর্সগুলি করতে ইচ্ছুক তারা পেপার 1 এর উপর ভিত্তি করে পরীক্ষায় বসবেন। মূলত এই পেপারে পরীক্ষায় পদার্থবিদ‍্যা, রসায়নবিদ‍্যা, জীববিদ‍্যা, ইংলিশ ও লজিক‍্যাল রিজনিং এর উপর ভিত্তি করে পরীক্ষা হবে। পেপার 1 পরীক্ষাটি শুধুমাত্র বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা দিতে পারবে।

পেপার 2 – বিষয়

এই বিষয়ের পরীক্ষাটি BHA (হসপিটালিটি অ্যাডমিনিস্ট্রেশন) কোর্সের উপর ভিত্তি করে নেওয়া হয়। এক্ষেত্রে ভৌতবিজ্ঞান, অঙ্ক, জেনারেল নলেজ, ইংলিশ, লজিক‍্যাল রিজনিং বিষয়গুলির উপর পরীক্ষা নেওয়া হবে পেপার 2 পরীক্ষারই আর্টস, সায়েন্স, কমার্স সমস্ত বিভাগের পড়ুয়ারাই দিতে পারবে। সাইন্স বিভাগের পড়ুয়ারা একসঙ্গে পেপার 1 ও পেপার 2 পরীক্ষা দুটিই দিতে পারবে।

পরীক্ষার নির্ধারিত সময় (Exam Duration Time)

যে সকল পরীক্ষার্থীরা JENPAS (UG) পরীক্ষা দেবে তাদের বলে রাখি উভয় পেপার অর্থাৎ পেপার ১ এবং ২ এর জন‍্য নির্ধারিত সময় হল ১ ঘন্টা ৩০ মিনিট।

অবশ্যই দেখবেন: WB Entrance Exam Calender 2025: নার্সিং, প্যারামেডিকেল, ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষার তারিখ

বিস্তারিত সিলেবাস ও প্রশ্ন প্যাটার্ন, নম্বর বিভাজন নিয়ে অন্য একটি পোস্টে সবিস্তারে আলোচনা আমরা করব এবং সেটি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো।

JENPAS অফিসিয়াল ওয়েবসাইটhttps://wbjeeb.nic.in/jenpas-ug/
পরীক্ষার সমস্ত আপডেট ফর্ম ফিলাপ ও অন্যান্য তথ্যJENPAS »

আশা করি তোমাদের JENPAS – নার্সিং ও প্যারামেডিকেল এন্ট্রান্স জয়েন্ট পরীক্ষা নিয়ে সমস্ত কিছু বিস্তারিত বোঝাতে পারলাম। যদি এখনো কোন রকমের সমস্যা থাকে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, তোমাদের কেরিয়ার কাউন্সিলিং-এ আমরা সম্পূর্ণরূপে চেষ্টা করব

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram