ফের দেশের পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য নয়া উদ্যেগ। যাতে সকল ছাত্রছাত্রীরা তাদের পড়াশুনা ও জীবনের লক্ষ্যে এগিয়ে যেতে পারে এবং আর্থিক অসহায়তার বাধার সম্মুখীন না হয় তার জন্য ইতিমধ্যে বিভিন্ন সরকারি ও বেসরকারী সংস্থা নানা স্কলারশিপ ও বৃত্তির ব্যবস্থা করেছে। আজ এরকমই একটি বৃত্তি নিয়ে আলোচনা করব যার নাম জে কে টাইরে শিক্ষা সারথী বৃত্তি। চলুন তা হলে বিস্তারিত দেখে নেওয়া যাক।
JK Tyre Shiksha sarthi: জে কে টায়ার শিক্ষা সারথি স্কলারশিপ
দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের সহায়তা করার জন্য বিভিন্ন সংস্থা ছাত্র-ছাত্রীদের বিভিন্ন স্কলারশিপের মাধ্যমে সহায়তা প্রদান করে থাকে। এরকমই একটি বেসরকারি সংস্থা JK Tyre পড়ুয়াদের আর্থিক সহযোগিতা করার জন্য জে কে টায়ার শিক্ষা সারথি স্কলারশিপের সূচনা করেন এই স্কলারশিপের মাধ্যমে ছাত্রছাত্রীরা বার্ষিক ১৫,০০০ টাকা থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত পেতে পারে।
কারা আবেদন করতে পারবেন?
১) গ্রাজুয়েশন স্তরের ছাত্রছাত্রীরা মূলত এই পদে আবেদন করতে পারেন। BCA-ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন (BCA), B.Sc. (CS) কম্পিউটার সায়েন্সে ব্যাচেলর অফ সায়েন্স (BSc CS), BCS ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্স, BIBF-ব্যাচেলর অফ ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড ফাইন্যান্স (BIBF), BBA- ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (BBA), BBM-ব্যাচেলর অফ বিজনেস ম্যানেজমেন্ট (BBM), BBS-ব্যাচেলর অফ বিজনেস স্টাডিজ (BBS), B.Sc. (IT) ব্যাচেলর অফ সায়েন্স ইন ইনফরমেশন টেকনোলজি (BSc IT), B.Stat. -ব্যাচেলর অফ স্ট্যাটিস্টিকস (BSat), LLB-ব্যাচেলর অফ ল লজ (LLB) সহ বিভিন্ন কোর্সে পাঠরত পড়ুয়ারা মূলত আবেদন করতে পারবেন।
২) AICTE/NAAC/UGC/Govt শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত ছাত্রছাত্রীরা আবেদন করতে পারেন
৩) প্রার্থীকে দশম ও দ্বাদশ শ্রেণীতে নূন্যতম ৬০% নম্বর পেতে হবে।
৪) এই স্কলারশিপে শুধুমাত্র ছাত্রীর আবেদন করতে পারবে অর্থাৎ এই স্কলারশিপ শুধুমাত্র মেয়েদের জন্য।
কোন ক্লাসের জন্য কত বৃত্তি প্রযোজ্য
আন্ডার গ্রাজুয়েট(UG) প্রার্থীদের জন্য | ১৫,০০০ টাকা |
Diploma তে যেকোনো কোর্সে পাঠরত ছাত্রছাত্রীদের জন্য | ১৫,০০০ টাকা |
ITI তে পাঠরত ছাত্রছাত্রীদের জন্য | ১৫,০০০ টাকা |
B.E./B.Tech. (BE/BTech) | ২৫,০০০ টাকা |
B.Sc.(Nursing)-Bachelor of Science in Nursing (BSc Nursing) | ২৫,০০০ টাকা |
প্রয়োজনীয় নথিপত্র
নীচে উল্লিখিত সকল ডকুমেন্টস jpg বা png format এ আপলোড করতে হবে।
- আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি
- প্রার্থীর নিজস্ব পরিচয়পত্র
- প্রার্থীর নিজস্ব ঠিকানা
- পারিবারিক বাৎসরিক আয়
- প্রারম্ভিক শিক্ষা বর্ষের সার্টিফিকেট
- শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির প্রমান
এবার দেখে নিন কোন ক্লাসের ছাত্রছাত্রীরা এই স্কলারশিপে কত টাকা পাবে।
আবেদন প্রক্রিয়া ও সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ (Application Process)
আবেদন শুরুর তারিখ | বর্তমানে আবেদন চলছে |
আবেদনের শেষ তারিখ | ১৫/২/২০২৪ (১৫ই ফেব্রুয়ারি আবেদন চলবে) |
স্কলারশিপ সম্পর্কিত অফিশিয়াল আপডেট দেখুন » Check Update
অনলাইনে সরাসরি আবেদন করুন » Apply Now
অবশ্যই পড়ুন » HelpOne Scholarship: এই স্কলারশিপে পাবেন ২৫০০০ টাকা! কীভাবে আবেদন করতে হবে? দেখে নিন
যোগাযোগ ও হেল্পলাইন
এই জনপ্রিয় বেসরকারি স্কলারশিপ সম্পর্কে বিষয়ে বিস্তারিত জানার জন্য ইমেইল করুন:- [email protected] এবং এই স্কলারশিপ সংক্রান্ত বিভিন্ন অভিযোগ জানাতে ইমেইল করুন – [email protected]।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »