সন্তানকে মনের মতো মানুষ করতে কে না চায়। ভালো মানের শিক্ষা দিতে এখন বেশিরভাগ অভিভাবক বেসরকারি স্কুলের দিকে ঝুঁকেছে। যদিও বেসরকারি স্কুলের খরচ অনেকেটাই বেশি। যে কারণে সন্তানকে ভর্তি করানো থেকে পিছিয়ে আসেন অভিভাবকরা।
কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন (KVS Vidyalaya) পড়াশোনার সমস্ত তথ্য
কেন্দ্রীয় বিদ্যালয়গুলি (Kendriya Vidyalaya) কেন্দ্রীয় সরকারের অধীনে পরিচালিত হয় এবং সিবিএসই (CBSE) বোর্ডের সাথে যুক্ত। এই বিদ্যালয়গুলি সাধারণত প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষা প্রদান করে এবং সহ-শিক্ষা (co-educational) পদ্ধতিতে পরিচালিত হয়।
দীর্ঘদিন ধরে দেশের সেরা স্কুলগুলির তালিকায় রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন বা KVS। ভারত সরকার পরিচালিত এই স্কুলে অতি স্বল্প খরচে সন্তানকে ভর্তি করানো যায়। তাই অনেক বাবা মা-ই সন্তানকে এই স্কুলে ভর্তি করতে চান। কিন্তু জানেন কি KVS-এ ভর্তি করলে খরচ কত হবে?
KVS বিদ্যালয়ে ভর্তির খরচ (Cost & Tuition Fees)
তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন বা KVS এ প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর পড়াশোনার ফি একই। এই বিদ্যালয়ে প্রত্যেক মাসের খরচ ৫০০ টাকা। প্রতিটি শ্রেণীতে ভর্তি হওয়ার সময় ২৫ টাকা দিয়ে অ্যাডমিশন নিতে হয়। কোনো স্টুডেন্ট রিঅ্যাডমিশন নিলে ১০০ টাকা দিতে হয়।
এবার আসি টিউশন ফি এর কথায়। এই স্কুলে নবম ও দশম শ্রেণীর টিউশন ফি প্রতি মাসে ২০০ টাকা। তৃতীয় শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কম্পিউটার ক্লাস রয়েছে। যার দরুণ প্রতি মাসে ১০০ টাকা করে দিতে হয়। অন্যদিকে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়লে ১৫০ টাকা ফি দিতে হয়।
দেশজুড়ে যে সমস্ত সেরা বেসরকারি স্কুল রয়েছে, সেখানে সন্তানকে পড়ানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয়। তবে কেন্দ্রীয় বিদ্যালয়ে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনার খরচ খুবই কম। যা সাধারণ মধ্যবিত্ত পরিবারের জন্য খুবই সুবিধাজনক। এই স্কুলে আর্থিক ভাবে দুর্বল পরিবারের পড়ুয়াদের স্কলারশিপও দেওয়া হয়।
অবশ্যই দেখবেন: How to Become a Pilot: পাইলট বা বিমানচালক কিভাবে হওয়া যায়? বিস্তারিত তথ্য দেখে নাও
KVS বিদ্যালয়ে পড়াশোনার গুণগত মান
ফি কম হলেও কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে পড়াশোনার মান কিন্তু খুব ভালো। মূলত সেনাকর্মীদের সন্তানদের পড়াশোনার কথা মাথায় রেখেই এই ধরণের বিদ্যালয়গুলি তৈরি করা হয়েছে। এই স্কুলগুলিতে শুধু পড়াশোনা নয়, পাশাপাশি খেলাধূলার উপরও বিশেষ জোর দেওয়া হয়েছে।
দেশ জুড়ে মোট ১২৫৬টি KVS রয়েছে। যেখানে মোট ১৩ লাখের বেশি পড়ুয়া পঠন পাঠনের সঙ্গে যুক্ত রয়েছে। সম্প্রতি মোদী সরকার দেশজুড়ে আরও নতুন ৮৫টি কেন্দ্রীয় বিদ্যালয় খোলার অনুমোদন দিয়েছে। যার ফলে ৮২০০০ এর বেশি শিক্ষার্থী সাশ্রয়ী মূল্যে উচ্চ মানের শিক্ষা গ্রহণ করতে পারবে।
পশ্চিমবঙ্গের কিছু কেন্দ্রীয় বিদ্যালয়ের তালিকা (KVS in Westbengal)
বিদ্যালয়ের নাম | অবস্থান | প্রতিষ্ঠার বছর | যোগাযোগ নম্বর |
---|---|---|---|
কেন্দ্রীয় বিদ্যালয় এয়ার ফোর্স স্টেশন বাগডোগরা | দার্জিলিং | ১৯৮১ | (০৩৫৩)-২৬৯৮৩৩২ |
কেন্দ্রীয় বিদ্যালয় আলিপুরদুয়ার | আলিপুরদুয়ার | – | (০৩৫৬৪)-২৭০২৬৬, ২৭০১৫১ |
কেন্দ্রীয় বিদ্যালয় আন্দাল | বর্ধমান | ১৯৮৭ | (০৩৪১)-২৩৭৩৩৭৬ |
কেন্দ্রীয় বিদ্যালয় বালিগঞ্জ | কলকাতা | – | (০৩৩)-২৪৮৬৫১৭১ |
কেন্দ্রীয় বিদ্যালয় বামনগাছি | হাওড়া | ১৯৮৬ | (০৩৩)-২৬৫১৪৫৪১ |
কেন্দ্রীয় বিদ্যালয় ব্যারাকপুর | কলকাতা | ১৯৬৪ | (০৩৩)-২৫৯২০৩৮৬ |
কেন্দ্রীয় বিদ্যালয় বেঙ্গডুবি | দার্জিলিং | – | (০৩৫৩)-২৪৮০০৭০ |
কেন্দ্রীয় বিদ্যালয় বিএসএফ কৃষ্ণনগর | নদীয়া | ২০১০ | (০৩৪৭২)-২৫২২০০ |
কেন্দ্রীয় বিদ্যালয় বর্ধমান | বর্ধমান | ১৯৯৪ | (০৩৪২)-২৬৫৮৮১৫ |
কেন্দ্রীয় বিদ্যালয় সিএমইআরআই দুর্গাপুর | বর্ধমান | ১৯৭০ | (০৩৪৩)-২৫৬২৯৩৫, ২৫৬৭৫৭৭ |
কেন্দ্রীয় বিদ্যালয় কমান্ড হাসপাতাল | কলকাতা | – | (০৩৩)-২৪৭৯২২৮১ |
কেন্দ্রীয় বিদ্যালয় নং ২ খড়গপুর | মেদিনীপুর | ১৯৮৬ | (০৩২২২)-২৫৫৯৬৪ |
কেন্দ্রীয় বিদ্যালয় অর্ডন্যান্স ফ্যাক্টরি দমদম | কলকাতা | – | (০৩৩)-২৫৫৯২৫০০ |
কেন্দ্রীয় বিদ্যালয় পানাগড় | বর্ধমান | ১৯৬৬ | (০৩৪৩)-২৫১৩০১৭, ২৫২৪২৯৮ |
কেন্দ্রীয় বিদ্যালয় রাম্বি | দার্জিলিং | ২০০৭ | (০৩৫৫২)-২০৪০৩৩, ৯৯৩৩৩৭৩১৬০ |
কেন্দ্রীয় বিদ্যালয় আরবিএনএম সালবনি | মেদিনীপুর | ১৯৯৮ | (০৩২২৭)-২৮০৩৯৪, ২৮০৪২১ |
কেন্দ্রীয় বিদ্যালয় সালুয়া | মেদিনীপুর | ১৯৮৪ | (০৩২২২)-২৯৬৫৩৪ |
কেন্দ্রীয় বিদ্যালয় সাঁতরাগাছি | হাওড়া | – | (০৩৩)-২৬৫৭৩০৯২ |
কেন্দ্রীয় বিদ্যালয় সেবক রোড | জলপাইগুড়ি | ১৯৮১ | (০৩৫৩)-২৫৯০৯২৬ |
কেন্দ্রীয় বিদ্যালয় সুকনা | দার্জিলিং | ১৯৭৭ | (০৩৫৩)-২৫৭৩৩৭৫ |
আপনিও যদি আপনার সন্তানকে কম খরচে ভালো স্কুলে পড়াতে চান, তাহলে কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি করতে পারেন। এ বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারেন।
কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন বা KVS এর অফিসিয়াল ওয়েবসাইট | https://kvsangathan.nic.in/ |
আরো দেখুন: Medical Course: ডাক্তার হওয়ার স্বপ্ন? MBBS, BDS, BAMS, BHMS কোনটা বেস্ট? রইল সম্পূর্ণ আলোচনা
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »