How to Become Lawyer? LLB, Eligibility, Admission: উকিল আইনজীবী কিভাবে হবে? সবকিছু দেখে নিন

Dibyendu Dutta

Published on:

How to Become Lawyer LLB, Eligibility, Admission Westbengal after HS

আইনজীবী- শব্দটা শুনলেই চোখের সামনেই ভেসে ওঠে কালো স্যুট আর ভিতরে সাদা জামা পরা ব্যক্তিদের; যারা আইন সংক্রান্ত নানা কাজকর্মে নিযুক্ত বা মানুষকে সঠিক ন্যায় দিয়ে থাকেন।

পশ্চিমবঙ্গের বহু ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক (Higher Secondary) পাশ করার পর আইনের (Law) মতো মর্যাদাপূর্ণ এবং চ্যালেঞ্জিং বিষয়ে পড়াশোনা করতে আগ্রহী। ইচ্ছে থাকে নিরপরাধ ব্যক্তিদের আদালত কক্ষে আইনি লড়াইয়ের মাধ্যমে ন্যায় বিচার পাইয়ে দেওয়া এবং অপরাধীদের আদালতে দোষ প্রমাণিত করা।

আজকের এই প্রতিবেদনে আইনজীবী হবার সম্পূর্ণ প্রক্রিয়াটা (How to Become a Laywer) জানবো, প্রাথমিক যোগ্যতা, কিভাবে ভর্তি হবে, কোন পরীক্ষা দেবে বা কর্মজীবনে প্রবেশের ব্যাপারে বিস্তারিত জানতে সমগ্র প্রতিবেদনটি পড়তে হবে।

How to Become a Lawyer (Law Study Guide) উকিল বা আইনজীবী হওয়ার গাইড

আইন শুধু একটি পেশা নয়, বরং এটি সমাজ পরিবর্তনের একটি শক্তিশালী মাধ্যম। যারা ভবিষ্যতে বিচারক (Judge), আইনজীবী (Lawyer), সরকারি অফিসার কিংবা কর্পোরেট লিগ্যাল অ্যাডভাইজার (Corporate Legal Advisor) হতে চান, তাদের জন্য একটি সেরা কেরিয়ার অপশন।

আইনজীবী হওয়ার যোগ্যতা (Law Study Eligibility)

আইনজ্ঞ হওয়ার জন্য দুটি কোর্স হলো LLB, BALLB কোর্স –

বয়স সীমা: BALLB কোর্সের জন্য শিক্ষার্থীদের বয়স 18 বছর বয়স এবং LLB কোর্সে 21বছর নির্ধারণ করা হয়েছে।

BALLB: উচ্চমাধ্যমিকের পর BALLB কোর্স করা যায়, যার সময়সীমা 5 বছর, একটি সম্পূর্ণ ইন্টিগ্রেটেড কোর্স, যেখানে গ্রাজুয়েশন এবং আইন একই সঙ্গে পড়ানো হয়।

  • এক্ষেত্রে প্রার্থীদের উচ্চমাধ্যমিকে অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে যেকোনো শাখাতে 45% নম্বর নিয়ে পাস করতে হবে। তবে বর্তমানের প্রতিযোগিতার জন্য অবশ্যই 60% থাকলে ভালো।
  • পরবর্তী ধাপে প্রার্থীদের ভারতের সেরা আইন কলেজগুলিতে আইন নিয়ে পড়াশোনার জন্য সর্বভারতীয় স্তরে CLAT (কমন ল অ্যাডমিশন টেস্ট) দিতে হয়। এছাড়াও ছাড়াও রাজ্য স্তরের বিভিন্ন প্রবেশিকা পরীক্ষা রয়েছে।

বর্তমানে এই ইন্টিগ্রেটেড প্রোগ্রামের অধীনে অনার্স BALLB (Hons) করারও সুযোগ রয়েছে।

LLB: অপরদিকে LLB কোর্স করতে হলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে এবং এর সময়সীমা 3 বছর। কোন ছাত্র বা ছাত্রী যদি অন্য কোন বিষয় নিয়ে গ্রাজুয়েশন করে থাকে এবং পরবর্তীকালে ল নিয়ে পড়াশোনা করতে চাই, সেক্ষেত্রে তাদের জন্য।

  • এক্ষেত্রে প্রার্থীদের যেকোনো শাখায় স্নাতক পাস করতে হবে, তবে সেই প্রার্থী পরবর্তীতে আইন নিয়ে পড়াশোনা করতে পারবেন।

আরো দেখো: ব্যাংক সেক্টরে চাকরির গাইড! যোগ্যতা কি লাগবে? ক্লার্ক, অফিসার সমস্ত তথ্য

Law LLB Admission Process: আইন নিয়ে পড়াশোনা এবং ভর্তি হওয়ার পদ্ধতি

Law course এ ভর্তি হওয়ার জন্য CLAT (Common Law Admission Test) পরীক্ষায় নির্দিষ্ট নাম্বার উত্তীর্ণ হতে হবে। তাহলে অনায়াসে সরকারি কলেজে চান্স পাওয়া যাবে।

The admission to the Bachelor of Laws (B.A.LL.B.) Course is done, following the merit list prepared On the basis of the Entrance Examination conducted by the University of Calcutta. 

বিশেষভাবে বলা প্রয়োজন আমাদের রাজ্য সরকারের এই সেরা ল কলেজ গুলিতে এন্ট্রান্স পরীক্ষা এবং মেরিট লিস্টের মাধ্যমে ভর্তি নেওয়া হয়ে থাকে।

খরচ: সরকারি কলেজে সুযোগ পেলে পড়াশোনার খরচ বাবদ বছরে 10 থেকে 15 হাজার টাকা খরচ, যেখানে টিউশন ফি, পরীক্ষার ফি সব কিছু থাকছে। এছাড়াও বাইরে থেকে কলকাতায় পড়াশোনা করলে থাকা খাওয়া খরচ লাগবে।

ইন্টার্নশিপ ও প্র্যাক্টিস

প্রার্থীদের আইন নিয়ে পড়াশোনা শেষ করবার পর ইন্টার্নশিপ করা বাধ্যতামূলক। এক্ষেত্রে আদালতে কিভাবে শুনানি হয়, বাদী – বিবাদী পক্ষের আইনজীবীরা কিভাবে তর্ক – বিতর্ক করেন ইত্যাদি যাবতীয় বিষয় শেখানো হয়। এক্ষেত্রে কোন অভিজ্ঞ উকিলের তদারকিতে থেকে শেখার কাজ চলে।

Bar Council Of India Register এবং AIBE পরীক্ষা

প্রার্থীদের পড়াশোনা এবং ইন্টার্নশিপ শেষ করার পর বার কাউন্সিল অফ ইন্ডিয়ায় Register করতে হয় এবং AIBE পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়, তারপরেই সংশ্লিষ্ট প্রার্থীকে আদালতে কাজ শুরু করার জন্য একটি শংসাপত্র দেওয়া হয়। যার মাধ্যমে সংশ্লিষ্ট প্রার্থী পরবর্তীতে আইনজীবী হতে পারেন।

সম্পূর্ণভাবে আইনজীবী হওয়ার পরে Public Advocate, Law officer, Law professor, RBI, Bank, Judge, Army Lawyer ইত্যাদি পদে অনায়াসে নিযুক্ত হওয়া। আর এই পদে বেতন বা অন্যান্য আয়ের কথা আর আলাদা করে বলতে হচ্ছে না!

সবশেষে, আইনজীবী-সম্পর্কে লেখা আজকের এই প্রতিবেদনটি এখানেই শেষ হল। যখন কলেজের ভর্তি বা ফর্ম ফিলাপ হবে আমরা তোমাদের অবশ্যই জানিয়ে দেবো এবং সেই পরীক্ষাগুলির ব্যাপারে যাতে তোমরা সুযোগ পেতে পারো।

আরো দেখো: Management Courses after 12th: উচ্চ মাধ্যমিকের পর ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা, সেরা ৫ কোর্স দেখে নিন

অবশ্যই আপনার মধ্যে সীমাবদ্ধ না রেখে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের সাথে শেয়ার করে দিন। এডুটিপস বাংলার ছাত্র-ছাত্রীদের পাশে আছে, সর্বতভাবে তাদের পড়াশোনা থেকে কর্মজীবনে সহযোগিতা করার জন্য।

Join Group

Telegram